‘অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং’ খাতে সরকারের নীতি সহায়তা প্রয়োজন
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
’অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং’ খাতের জন্য সরকারের নীতি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। সংশ্লিষ্টরা বলেন, বিশ্ববাজারে সরাসরি রফতানি বাড়াতে সরকারের দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করা দরকার। এতে করে এই খাত বিশ্ববাজারে প্রতিযোগিতা করে সরাসরি রফতানি বাড়াতে পারবে। গত বৃহষ্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘সাসটেইনেবল অ্যাপ্রোচ বাই বিজিএপিএমইএ’ শীর্ষক সেমিনারে তারা এসব কথা বলেন। ১৪তম গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপোজিশন ২০২৫ এবং গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি) ২০২৫ উপলক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়। আজ শনিবার এক্সপো শেষ হবে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও বেসরকারি খাতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান বলেন, অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে উচ্চ মূল্য সংযোজনের হয়ে থাকে। এর ফলে আমদানিনির্ভর এই শিল্প এখন দেশের চাহিদা মিটিয়ে সরাসরি রফতানি হচ্ছে। সরকারের সঠিক নীতির সহায়তার মাধ্যমে বাংলাদেশের এই খাত বিশ্ব বাজারে একটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।
তিনি বলেন, বৈশ্বিক বাজার সম্প্রসারণের জন্য অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার বিপরীতে এই নিজেদের সক্ষমতা আর উৎপাদনশীলতার উপর নজর বাড়াতে হবে।
বিজিএপিএমইএর সাবেক সভাপতি চৌধুরী রাফেজ আলম বলেন, সবুজ রূপান্তরের জন্য পর্যাপ্ত সরকারি সহায়তার প্রয়োজন। অবশ্য সেজন্য পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। আর বিশ্ব বাজারের সরাসরি রফতানির অংশীদারিত্ব বাড়াতে নগদ প্রণোদনাসহ সরকারের নীতি সহায়তা দরকার। বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্সের সভাপতি শামস মাহমুদ বলেন, জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। এটি শিল্প টেকসই হওয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা সরকারের কাছ থেকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পাচ্ছি না। সরকার যদি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চিত করে, তাহলে শিল্পের আর ভর্তুকি লাগবে না বলে মনে করেন তিনি। তাছাড়া কারখানা চালু অবস্থায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলে অত্যাধুনিক যন্ত্রপাতির ক্ষতিগ্রস্ত হয়। এসময় প্রক্রিয়াজাত পণ্যের অপচয় হয়, যাতে করে একটি প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়। সেমিনারে সমাপনী বক্তব্যে পরিবেশবান্ধব অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্য সরবরাহের মাধ্যমে পোশাক শিল্পের প্রবৃদ্ধির গতিপথে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার। প্রসঙ্গত, চার দিনব্যাপী এই মেলায় পোশাক, নিটওয়্যার, প্যাকেজিং, পাদুকা থেকে পণ্য, টেক্সটাইল শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন