আন্তর্জাতিক বাণিজ্যমেলা মেলায় পণ্য প্রদর্শনীতেই সন্তুষ্ট বৃহত্তর ব্যবসা প্রতিষ্ঠানগুলো
২৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ এএম | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ এএম
ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বছরের শুরুর দিন থেকে পূর্বাচলের স্থায়ী প্যাভিলিয়নে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে চলছে ২৯তম আসর। আর মাত্র ২ দিন পর পর্দা নামতে যাচ্ছে এ আসরের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৫ (ডিআইটিএফ) আরো ১৫ দিন সময় বাড়ানোর আবেদন করলেও তা নাকচ করেছেন ইপিপি ও বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে মেলায় আগত বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শনীতে সন্তোষ প্রকাশ করেছেন। আর শেষের দিকে স্থানীয় ক্রেতা দর্শনার্থীদের আনাগোনাও বেড়েছে বেশ।
মেলা প্রসঙ্গে বিজিএমইএ পরিচালক আবু হোসেন ভুইয়া রানু বলেন, এ মেলার উদ্দেশ্য উৎপাদনকারীদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে পণ্যের মান বৃদ্ধি, পণ্যে বৈচিত্র আনা, মূল্যের ভারসাম্য রক্ষা এবং উৎপাদনকারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। বাংলাদেশের তুলনামূলক সুবিধা সম্পর্কে বিদেশি অংশগ্রহণকারী ও পরিদর্শনকারীদের অবহিত করা। বৃহত্তর প্রতিষ্ঠানগুলোর পন্য হয়তো সরাসরি এখান থেকে ক্রয় করেন না সাধারণ লোকজন। কিন্তু প্রদর্শন তো হয়।
মেলার আগত স্থানীয় বাসিন্দা মাহবুব আলম প্রিয় বলেন, বাণিজ্য মেলায় দেশি-বিদেশি প্রচুর মানুষের সমাগম হয়। তবে এ বছর বিদেশী ও দূরদূরান্তের ক্রেতা দর্শনার্থীদের আনাগোনা কম। বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষত দেশীয় প্রতিষ্ঠানগুলোর পণ্য প্রদর্শনীর অনন্য সুযোগ পায় এ বাণিজ্যমেলায়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সাধারণ দর্শক-ক্রেতারা বছরের শুরুতেই এ মেলার জন্য অপেক্ষায় থাকেন। আমরা স্থানীয়রাও বছরের কেনাকাটা এখান থেকেই করি। তবে স্থানীয় ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ থাকলে মেলার আয়োজন স্বার্থক হতো।
সূত্র জানায়, এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেন। মেলা ও পণ্য প্রদর্শনীর বিষয়ে ইপিবির সচিব বিবেক সরকার বলেন, মেলার মূল উদ্দেশ্য হচ্ছে দেশি-বিদেশি ভোক্তাদের বিভিন্ন পণ্য ও সেবার সঙ্গে পরিচিত করা। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদনকারীদের নিত্যনতুন ও অধিকতর মানসম্পন্ন পণ্য নিয়ে ভোক্তার মুখোমুখি হওয়ার এবং একই সঙ্গে ক্রেতা-বিক্রেতা ও উৎপাদনকারীদের প্রত্যক্ষ সংযোগ সৃষ্টি করে এ মেলা।
মেলার পরিচালক ও ইপিবি সচিব বিবেক সরকার বলেন, উৎপাদনকারীদের নতুন নতুন শিল্প স্থাপনে উৎসাহিত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও মেলার লক্ষ্য। আর পণ্য প্রদর্শনীর তীর্থস্থান বাণিজ্য মেলা। প্রতি বছরই সময় বাড়ানোর আবেদন থাকে। এবারও ৫৬ ব্যবসায়ী ১৫ দিনের আবেদন বাড়ানোর দাবি করেছেন। উর্ধ্বতন মহল তা নাকচ করেছেন। ফলে ৩১ জানুয়ারি শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাণিজ্য মেলা অনন্য ভূমিকা পালন করে। দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিয়ে অভ্যন্তরীণ বাজার সুসংহতসহ নতুন নতুন পণ্য ও সেবার পরিচিতির মাধ্যমে ব্যবসার সম্প্রসারণ করে। এছাড়া মেলার মাধ্যমে এসব প্রতিষ্ঠান নিজস্ব পণ্য রফতানির সুযোগ পায়। এসব কারণে এ মেলা আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারের সময়োপযোগী পদক্ষেপ এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকায় আয়োজিত এ বাণিজ্য মেলা ইতিবাচক রফতানি প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর বাইরে মেলা আয়োজনের জন্য অবকাঠামো নির্মাণ ও প্যাভিলিয়ন নির্মাণ, সজ্জিতকরণ, মালামাল বহন, ক্রয়-বিক্রয়সহ নানা কাজে প্রচুর জনবলের প্রয়োজন হয়। মেলারএ মাধ্যমে দক্ষ-অদক্ষ ও অর্ধ-দক্ষ জনবলের মৌসুমি কর্মসংস্থানের সৃষ্টি হয়।
বাণিজ্যমেলায় আসা মিনিস্টার কোম্পানির স্টল ম্যানেজার হাবিবউল্লাহ বলেন, মেলার মাধ্যমে ইন্টেরিয়র ডিজাইনিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের ইনোভেটিভ দক্ষতা ফুঁটিয়ে তুলতে সক্ষম হয়। খুব সহজেই দেশের ইন্টেরিয়র ডিজাইনিং খাতের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে এ মেলা ভূমিকা রাখে।
গতকাল মেলাপ্রাঙ্গণে দেখা যায়, ইলেকট্রনিক্স পণ্যের স্টলগুলোতে ভিড় কিছুটা বেশি। ইলেকট্রনিক্স পণ্যের নতুন ইনোভেশনগুলো ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
আর বিক্রেতারা তাদের পণ্য নিয়ে দর্শনার্থীদের ধারণা দিচ্ছেন। তবে এবার এক্সিবিশন সেন্টারের ভিতরে হাতেগোনাএ কয়েকটি স্টল হয়েছে ইলেকট্রনিক্স পণ্যের।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা
আসছে ইব্রাহিম-খুশির 'নাদানিয়ান; সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া
আগে রাস্ট্র সংস্কার পরে নির্বাচন ক্ষমতায় গিয়ে সংস্কার জনগণ বিশ্বাস করে না -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
আওয়ামী ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে দিয়েছে : আফরোজা খান রিতা
মুসলমানদের বিভিন্ন দলে ভাগ করার চক্রান্ত চলছে: ধর্ম উপদেষ্টা
লাইফ সাপোর্টে পথ শিশু রোমান পাশে নেই জন্মদাতা পিতা!
মতলবের মেঘনায় মরা মাছ ভেসে ওঠার ঘটনায় তদন্ত কমিটি গঠন। উচ্চ পর্যায়ের তদন্ত টিমের পরিদর্শন
বরাদ্দকৃত শ্রেণিকক্ষের দাবিতে ইবির ফিজিক্যাল এডুকেশন বিভাগের মানববন্ধন
নাটোরে বিদ্যুৎপিস্ট হয়ে এক হোটেল কর্মচারীর মৃত্যু
বাংলা একাডেমিতে ফ্যাসিস্টদের দোসর ঢুকে পড়েছে: সংস্কৃতি উপদেষ্টা
১৬ দিন পর কার্গো বোটটি ছেড়ে দিল আরাকান আর্মি
'নির্বাচিত সরকার ছাড়া তত্ত্বাবধান সরকার দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়'
স্বৈরাচারী দোসরদের অপসারণসহ ৯ দফা দাবি ইবি ছাত্রদলের
এখনও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলে মানুষ হতাশ হবে: রিজভী