ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৯ মার্চ ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ১৯ মার্চ ২০২৫, ১২:০৯ এএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত তিন দিনব্যাপী হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বিএনপি ও আওয়ামী লীগকে এক পাল্লায় বিচার করা বড় অন্যায়। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুটি ধারার অস্তিত্ব লক্ষণীয়-একটি ধারা পূর্ববঙ্গকেন্দ্রিক মুসলিম জাতিসত্তা ও জাতীয়তাবাদী ধারা, যা বিএনপি প্রতিনিধিত্ব করে। অন্য ধারা সবসময়ই এর বিরোধিতা করেছে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মুসলিম জাতিসত্তা বিকাশের ধারাবাহিকতাকে সামনে রেখেই বিএনপির রাজনীতি পরিচালিত হয়। বিএনপির সমালোচকদের এ ঐতিহাসিক প্রেক্ষাপট মনে রাখা উচিত।
হাবিব উন নবী খান সোহেল বলেন, স্বৈরাচারী শাসনামলে সত্যকে সত্য বলা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, মামুনুল হককে গ্রেপ্তারের পর যে অমানবিক নির্যাতন করা হয়েছে, সেটি স্বৈরাচারী আচরণের উদাহরণ। ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের সংগঠন তাদের ধর্মীয়, নৈতিক এবং একাডেমিক উৎকর্ষের জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। তিনি গ্রামাঞ্চলে থাকা মেধাবী শিক্ষার্থীদের বিশেষভাবে খুঁজে বের করার তাগিদ দেন এবং বলেন, ছাত্রদল মেধাবী খুঁজবে, আর অপশক্তি খুঁজবে অপরাধী।
আমানুল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়ার সময়কালেই বাংলাদেশের শিক্ষাখাতে বড় ধরনের উন্নয়ন হয়েছে। বোর্ডে ফার্স্ট-সেকেন্ড হওয়া শিক্ষার্থীদের জাতিসংঘের অধিবেশনে নিয়ে যাওয়া, উপবৃত্তির মাধ্যমে নারী শিক্ষার প্রসার ঘটানো — এসবই বিএনপির সময়ের অবদান। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের সূচনা করেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ আয়োজন ছাত্ররাজনীতিতে এক গুণগত পরিবর্তনের সূচনা। পূর্বের ছাত্ররাজনীতির সঙ্গে বর্তমান ছাত্রদলের রাজনীতির তুলনা করে তিনি বলেন, ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির পরিবর্তে ছাত্রদল ইতিবাচক ধারায় ফিরে এসেছে। তারেক রহমান ইতিবাচকভাবে ছাত্রদলকে পথনির্দেশনা দিচ্ছেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ছাত্রদলের এ আয়োজনের উদ্যোগের পেছনে জননেতা তারেক রহমানের নির্দেশনা রয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, আগে সংস্কার, পরে নির্বাচন- এ ধরনের আচরণ ফ্যাসিবাদী। বিএনপি একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ রাজনীতি চায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ