তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় সমাবেশ
১০ মার্চ ২০২৩, ০৭:৩৭ পিএম | আপডেট: ২৫ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা, উত্তরবঙ্গের কৃষি, কৃষক, প্রকৃতি রক্ষায় পরিকল্পিত নদী ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন উপকরণের দাম কমানো , উৎপাদিতকৃষি ফসলের ন্যায্য দাম নিশ্চিত কর, এবং সরকারের নতজানু নীতিরর বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার দাবিতে- কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর উদ্যোগে শুক্রবার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাসুদ পারভেজ।
বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক
অ্যাড,সাইফুল ইসলাম পল্টু, বাসদ বগুড়া জেলা সাবেক সদস্য সচিব, সদস্য সাইফুজ্জামান টুটুল সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কৃষক নেতা শাজাহান আলী প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন