ঢাকাস্থ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ০১:১৮ পিএম | আপডেট: ২২ মার্চ ২০২৩, ০৮:০২ এএম

ঢাকাস্থ ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম এর
(২০২৩-২৪) এক বছরের জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতারা হলেন- সভাপতি মাহাবুর আলম সোহাগ (ঢাকাপোস্ট), সিনিয়র সহসভাপতি মসিউর রহমান (যমুনা নিউজ), সহ-সভাপতি মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন (কালের কণ্ঠ), যুগ্ম-সম্পাদক নিলাদ্রী শেখর (চ্যানেল আই) ও মাসুদুর রহমান রানা (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম (জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন (জিটিভি), দপ্তর ও প্রচার সম্পাদক আবদুল লতিফ (একাত্তরটিভি), নারী-প্রশিক্ষণ ও প্রযুক্তি সম্পাদক ইসমত জেরিন স্মিতা (বিটিভি), ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক কাওসারা চৌধুরী কুমু (ডিবিসি)।

নির্বাহী সদস্য-৫ জন হলেন- গোলাম মর্তুজা অন্তু (প্রথম আলো), নাইম আল জিকো (নিউজটোয়েন্টিফোর), শফিকুল ইসলাম (কালবেলা), ফারুক হোসাইন (ইনকিলাব) শামীম রহমান (বনিকবার্তা) ও আজাদ হোসেন (বিডিটোয়েন্টিফোরলাইভ)


বিভাগ : বাংলাদেশ


আরও পড়ুন