শিবির সন্দেহে পাবিপ্রবি’র ৩ শিক্ষার্থীকে নির্মম নির্যাতন ছাত্রলীগের
০৬ এপ্রিল ২০২৩, ০৯:০৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৫ পিএম

ছাত্রশিবির সন্দেহে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে ওই শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়েছে পাবিপ্রবি কর্তৃপক্ষ ও ছাত্রলীগ।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে গুরুতর একজনকে পুলিশি পাহাড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনতে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, ঘটনার পর শিক্ষার্থীদের আহত হওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শাখা ছাত্রলীগ ও পুলিশ কেউ দায় নিচ্ছে না।
ছাত্রলীগ ও পাবিপ্রবি কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থীদের কোনো প্রকার নির্যাতন করা হয়নি। সম্পূর্ণ সুস্থ অবস্থায় পুলিশের কাছে তাদের সোর্পদ করা হয়েছে। পুলিশের কাছে দেওয়ার সময় ওই শিক্ষার্থীদের শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।
পুলিশের দাবি, শিক্ষার্থীদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নির্যাতিত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র গোলাম রহমান জয় (২৫), ইংরেজি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের আসাদুল ইসলাম (২৩) এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুল হক (২৩)। এদের মধ্যে গোলাম রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিন শিক্ষার্থীর মধ্যে আসাদুলের বাড়ি পাবনার আটঘরিয়া উপজেলার ষাটগাছা গ্রামে। আজিজুল হকের বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামে। আর গোলাম রহমানের বাড়ি কুষ্টিয়ার মিরপুরে।
হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রহমান এবং থানা হেফাজতে থাকা আসাদুল ও আজিজুল অভিযোগ করে বলেন, তারাবির নামাজের পর তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় ছাত্রলীগের ১০-১২ জন কর্মী তাদের কাছে এসে মুখে দাঁড়ি, পাঞ্জাবী পড়া দেখে শিবির কিনা জানতে চান। পরে জিজ্ঞাসাবাদ করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ধরে হলে নিয়ে যান। এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তিনটি আলাদা কক্ষে নিয়ে স্ট্যাম্প, রড, হকিস্টিক, প্লাসসহ দেশিয় অস্ত্র দিয়ে মারধর করেন। পরে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়য়ে স্বীকারোক্তি কাগজে লিখিত নিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে, ছেলেকে আটকের খবর শুনে বুধবার (৫ এপ্রিল) দুপুরে সদর থানায় আসেন আসাদুল ইসলামের বাবা আবুল কালাম। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি গরিব মানুষ। অটোরিকশা চালিয়ে ছেলেকে লেখাপড়ার খরচ চালাচ্ছি। আমার ছেলে কখনও শিবির করেনি। মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে আমার ছেলের বিরুদ্ধে।’
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, ‘কয়েকজন শিবিরকর্মী ক্যাম্পাসে গোপন বৈঠক করছিলেন। এসময় তাদের আটক করে সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছি। তাদের কাছে বিভিন্ন রকম শিবিরের নোটবুক ছিল। আটক শিক্ষার্থীদের মারধর করা হয়নি। সম্পূর্ণ অক্ষত অবস্থায় তাদেরকে পুলিশে সোর্পদ করা হয়েছে। নির্যাতনের বিষয়ে আমরা কিছু জানি না।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন বলেন, ‘প্রক্টর ড. কামাল হোসেনের মাধ্যমে খবর পেয়ে আমি ক্যাম্পাসে এসেছিলাম। পরে ওই শিক্ষার্থীদের আটক অবস্থায় দেখি। তাদের কাছে থেকে শিবিরের রিপোর্ট বই, ব্যক্তিগত ডাইরি এবং কিছু মোবাইল ও সিম উদ্ধার করা হয়। পুলিশের কাছে সোপর্দের আগে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে কোনো নির্যাতন করা হয়নি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. ওমর ফারুক বলেন, ‘প্রক্টর ও ছাত্র উপদেষ্টার ফোন পেয়ে হলে এসে ওই শিক্ষার্থীদেরকে দেখতে পাই। তারা আমার হলের শিক্ষার্থী নয়, ক্যাম্পাসের বাইরে থাকে। তারা নিজেরা শিবির বলে স্বীকারোক্তি দিলে পুলিশে সোপর্দ করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেছে কি না জানি না।’
পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, ‘খবর পেয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের আহত অবস্থায় উদ্ধার করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নির্যাতিতরা যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে অবশ্যই আইনি ব্যবস্থ গ্রহণ করা হবে।’
ওই তিন শিক্ষার্থী কিভাবে আহত হলেন জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘এটা সাধারণ একটা ব্যাপার। আমরা তাদের আহত অবস্থায় পেয়েছি। তারা কিভাবে আহত হয়েছেন, কারা মারধর করেছেন সেটি ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেই বেরিয়ে আসবে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

শ্রীপুরে একাধিক মাদক মামলার আসামি আতিকুল ঢালী গ্রেফতার

বিডিআর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতেই হবে জানালেন প্রধান উপদেষ্টা

নওগাঁয় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এ অবস্থায় নির্বাচন সম্ভব নয়: নাহিদ

চুক্তিতে থাকা সচিবদের ভ্রমণ রাজত্ব

গফরগাঁওয়ে অবশেষে স্বস্তির বৈশাখীর বৃষ্টি

চিঠিতে প্রধান উপদেষ্টাকে যা লিখেছেন বিএনপি মহাসচিব

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

গাজা গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশে ইসরাইলী পণ্য বর্জনের আহবান

৬ দফা দাবীতে মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা

ইসলাম প্রচারের জন্য শক্তিশালী রাজা-বাদশাহদের বিরুদ্ধে লড়াই করেছেন আউলিয়ায়ে কেরামগণ - মাওলানা রেদওয়ান চৌধুরী

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে যায় আরাকান আর্মী

নওগাঁয় দুই দিনব্যাপী হজযাত্রীদের হজ বিষয়ে প্রশিক্ষন কর্মশালা

ইসলামী ফ্রন্ট আনোয়ারা পশ্চিম পরিষদের কমিটি গঠন সভাপতি মনির,সম্পাদক রফিক

বজ্রপাতে হবিগঞ্জ হাওরে দুই শ্রমিকের মৃত্যু

স্ত্রীসহ সাবেক এমপি ওমর ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমিরাতের বিনিয়োগ ফোরামে ইরানের সাংস্কৃতিক কূটনীতির অগ্রগতি

নোয়াখালীতে দু’প্রতিবন্ধীকে ধর্ষণ, গ্রেফতার ১

সেনাবাহিনীর হস্তক্ষেপে মহাসড়ক ছাড়লো পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীরা