ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের সড়ক পথে বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহনের কর্ম পরিকল্পনা চুড়ান্ত
১০ এপ্রিল ২০২৩, ০৫:১৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৮ পিএম
তিন বছরের করোনা’র চোখ রাঙানির পরে আসন্ন ঈদ উল ফিতরে রাজধানী সহ সারাদেশ থেকে দক্ষিণাঞ্চলমুখি ১০ লাখ মানুষের যাতায়ত নিশ্চিত করতে সড়ক ও আকাশ পথে সরকারীÑবেসরকারী সেক্টরের প্রস্তুতি সম্পন্ন হলেও নৌপথে বিশেষ সার্ভিস দুরের কথা নিয়মিত নৌযান চলাচলও অনিশ্চিত। অথচ গত বছর ঈদ উল ফিতরেও ঢাকাÑবরিশালÑঢাকা নৌপথে একটি কেবিন টিকেটের জন্য সাধারন যাত্রীদের হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে। সরকারী স্টিমারের টিকেট ছিল সোনার হরিন। সেখানে গত ২৬ জুন পদ্মা সেতু খুলে দেয়ার পরে নদ-নদীবহুল দক্ষিণাঞ্চলের নৌপথ অনেকটাই পরিত্যক্ত হবার পথে। বিআইডব্লিইটিএ’র দায়িত্বশীল সূত্রের মতে যাত্রী পরিবহন সেক্টরে সরকারের আয় কমেছে প্রায় ৪০ ভাগ। রাষ্ট্রীয় নৌ-বানিজ্য প্রতিষ্ঠান-বিআইডিব্লিউটিসি রাজধানীর সাথে বরিশাল হয়ে দক্ষিনাঞ্চলের রকেট স্টিমার সার্ভিসের ৪টি প্যাডেল ও দুটি স্ক্র-হুইল জাহাজের সবগুলোই বন্ধ রেখেছে।
তবে শুধু পদ্মা সেতুর কারণেই নৌ ও আকাশ পথে যাত্রী সংখ্যা কমছেনা বলে দাবী করছেন পর্যবেক্ষক মহল। তাদের মতে, অর্থনৈতিক মন্দার কারণেও এবার ঈদে ঘরমুখি মানুষের চলাচল কিছুটা সিমিত থাকছে। অনেকেই ঈদ উল ফিতরের দু মাস পরেই ঈদ উল আজহায় কোরবানী করার জন্য আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি করতে বেশী আগ্রহী হওয়ায় সব পরিবহনেই যাত্রী চাপ কিছুটা কম থাকবে বলেও মনে করছেন।
এমনকি গত বছর পদ্মা সেতু চালু করার পরে ঈদ উল আজহার সময়ও নৌপথে যে যাত্রী সমাগম হয়েছিল, এবার তাও অনুপস্থিত। ফলে শুধু ঢাকাÑবরিশালÑঢাকা নৌপথে প্রায় ৩০টি নৌযানের রুট পারমিট থাকলেও গত প্রায় ৮ মাস ধরে নৌযান মালিক সমিতির রোটেশন পদ্ধতিতে উভয় প্রান্ত থেকে দৈনিক গড়ে দুটির বেশী নৌযান চলছে না। এমনকি এবার ঈদের আগে-পরেও কোন বিশেষ সার্ভিস দুরের কথা, নিয়মিত যে ৯টি করে নৌযান চলার কথা, তানিয়েও সন্দিহান রয়েছেন মালিক ও কর্মীরা। রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের প্রায় ৪০টি রুটে দেড় শতাধিক বিলাসবহুল নৌযানের দুই-তৃতীয়াংশই এখনো বন্ধ।
তবে এরপরেও গার্মেন্টস কর্মী সহ বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষ ঈদ করতে ঘরে ফিরবেন বলে আশা করে ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সড়ক ও আকাশ পথের মত নৌপথেও যাত্রীর চাপ বাড়বে বলে আশাবাদী নৌযান মালিকগন। কিন্তু সেজন্য কোন বিশেষ সার্ভিসের প্রয়োজন হবে বলেও মনে করছেন না তারা। রুট পারমিটধারী নৌযানগুলো নিয়মিত সার্ভিসে থেকেই স্বভাবিকভাবে যাত্রী বহন করতে পারবে বলে মনে করছেন নৌযান মালিকগন। সেভাবেই সব প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলেও জানিয়েছেন একাধিক নৌযান মালিক।
এদিকে সড়ক পথে পদ্মা সেতু চালু হবার পরে বিপুল সংখ্যক নামী-দামী বেসরকারী পরিবহন সংস্থা রাজধানীর সাথে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল যাত্রী পরিসেবা চালু করেছে । এসব বাস কোম্পানীগুলো ভাড়া নিয়ে চরম নৈরাজ্য করলেও তা দেখারও কেউ নেই। তবে বাড়তি ভাড়ায়ও এসব বআসের অগ্রিম টিকেট বিক্রী প্রায় শেষের পথে। বেসরকালী সড়ক পরিবহন সংস্থাগুলো ১৭-৩০ এপিল পর্যন্ত বাড়তী যাত্রী পরিবহনের লক্ষে কর্ম পরিকল্পনা চুড়ান্ত করেই কাজ করছেন। তবে রাষ্ট্রীয় বিআরটিসি এবারো যথারিতি কোন রুটে বাড়তি সার্ভিস দিচ্ছে না।
আকাশ পথেও বেসরকারী নভো এয়ার ও ইউএস বাংলা নিয়মিত ফ্লাইট চালু রাখছে। রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-বরিশাল-ঢাকা আকাশ পথে তার সপ্তাহে ৩ দিনের ফ্লাইটকে ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন পরিচালনা করবে বলে জানিয়েছে। এমনকি ২০ এপ্রিল সকাল-বিকেল দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে ঈদকে সানে রেখে সরকারী এ আকাশ পরিবহন সংস্থাটিও যাত্রী ভাড়াও ৩ হাজারের স্থলে ৪ হাজার ৮শ টাকায় উন্নীত করেছে বলে জানা গেছে। উপরন্তু ঈদ পরবির্ত পুরো সপ্তাহ যুড়ে বরিশাল থেকে ঢাকামুখি যাত্রীর ব্যাপক চাপ থাকলেও জাতীয় পতাকাবাহী বিমান ২৪ এপ্রিলের পরে নিয়মিত কোন ফ্লাইট রাখছে না। যাত্রীদের তরফ থেকে ঈদের পরে ৩০ এপ্রিল পর্যন্ত বরিশাল সেক্টরে বিমান-এর নিয়মিত ফ্লাইট প্রদানের পাশাপাশি এ রুটে সর্বনি¤œ ভাড়া আগের মতই ৩ হাজার টাকা থেকে শুরু করার দাবী জানিয়েছেন।
তবে এ ব্যাপারে বিমান-এর বরিশাল সেলস অফিস ও জেলা ব্যাবস্থাপক কিছুই বলতে পারেন নি। ১০-৪-২০২৩.
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে হওয়া দুর্নীতির বিচার হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মানবজমিন সম্পাদক মতিউর রহমানকে সম্মাননা জানালো সোনারগাঁও প্রেসক্লাব
ভারতে আরও কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত
প্রচারের নেশা! তুষারঝড়ের মধ্যে বিকিনি পড়ে শুট তরুণীর
বাংলাদেশি কমিউনিটির চার জন পেলেন এথনিক প্রেস কাউন্সিল এওয়ার্ড
লিভ টুগেদার ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ অভিনেত্রীকে
ওলামায়ে কেরামকে গায়েবি মামলা দিয়ে হেনস্তা করেছে- ডঃ মাও সামিউল হক ফারুকী
কুলাউড়ায় পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
রোববার থেকে নগর ভবনে দাপ্তরিক কাজ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় : উপদেষ্টা আসিফ মাহমুদ
গণহত্যার টপ কমান্ডারদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে: চিফ প্রসিকিউটর
কনস্টাস কাণ্ডে কোহলির দোষ দেখছেন অস্ট্রেলিয়ার বোর্ড প্রধান
চরমোনাই মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প: মাসুম বিল্লাহ
বগুড়ায় বালু ব্যবসায়ী হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ
মাগুরার শ্রীপুরে জোড়া শিশুর জন্ম
রিক্সা ভ্যানে চলন্ত ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে সহ নিহত ৩
পদ্মা নদীর ভয়ঙ্কর আগ্রাসনে হুমকির মুখে কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা: চালকসহ গ্রেপ্তার ২
গোপালগঞ্জ আড়াই শ’ বেডের আরএমও জেল -হাজতে
বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনে আবারও মাঠে নামতে হবে: ধর্ম উপদেষ্টা