ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

গাজীপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ, মাঠে নেই বিএনপি

Daily Inqilab গাজীপুর সংবাদদাতা

১২ এপ্রিল ২০২৩, ১১:৩০ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৪৪ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রার্থী হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এমনকি ইতিমধ্যে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই নির্বাচনে প্রচার-প্রচারণায় নেই বিএনপির কোন প্রার্থী। ইতিমধ্যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বলেও ঘোষণা দিয়েছেন। দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশের সর্ববৃহৎ এ সিটি করপোরেশনের নির্বাচনে শতভাগ ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে। তফসিল অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ২৭ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। এরপর প্রার্থিতা প্রত্যাহার ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।

ইতোমধ্যে নির্বাচনের মাঠ ঠিক করতে শেষ পর্যায়ের কাজ করছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের নেতারা।

ভোটের মাঠে আনুষ্ঠানিকভাবে নেই বিএনপি। তবে সবকিছু ছাপিয়ে এ নির্বাচনে আওয়ামী লীগই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। নির্বাচনে বেশ ক’জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে শেষ মুহূর্তের তোড়জোড় চালিয়ে যাচ্ছেন এবং তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও দলীয় প্রার্থী নিয়ে খোদ আওয়ামী লীগেই চলছে নানা আলোচনা ও মেরুকরণ।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও গাজীপুর সিটির ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,
এবং যুবলীগ নেতা সাইফুল ইসলাম। এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বেশকিছু নতুন মুখের পোস্টার নগরজুড়ে দেখা গেছে।

ইতোমধ্যে জাতীয় পার্টি সমাবেশ করে মেয়র পদে গাজীপুর মহানগর সভাপতি এম.এম নিয়াজ উদ্দিন কে দলের প্রার্থী ঘোষণা করেছে। সম্প্রতি চান্দনা চৌরাস্তায় এক জনসভায় নিয়াজ উদ্দিনকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ১৮ মার্চ নগরীর সাগর সৈকত কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

একাধিক প্রাপ্ত তথ্যে জানা গেছে,
২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নিবার্চনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পরাজিত হন বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের নিকট।

পরবর্তীতে ২০১৮ সালের জুনে অনুষ্ঠিত দ্বিতীয় নিবার্চনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটে জয়লাভ করে মেয়র নির্বাচিত হন।

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং জেলার সিনিয়র নেতাদের সম্পর্কে কটুক্তির
কারণে জাহাঙ্গীর আলম কে দল থেকে বহিষ্কার করা হয়। মেয়র পদ থেকেও তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে জাহাঙ্গীরের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দলে ফিরিয়ে নেন। এরই মধ্যে জাহাঙ্গীর আলম তার মেয়র পথ ফিরে পেতে আদালতের শরণাপন্ন হলে একাধিকবার রায় পিছিয়ে যায়। তবে নির্বাচনে অংশগ্রহণ করতে তার কোন বাধা নেই বলে জানা গেছে।

জাহাঙ্গীর আলম বলেন, সব পেশার মানুষ আমার সঙ্গে রয়েছে। নগরবাসী আমাকে ভালোবাসেন। তাদের ইচ্ছার মূল্য দিতে আগামী নিবার্চনে অংশ নিতে প্রার্থী হতে দলের কাছে মনোনয়ন চাইবো। আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মাণে অতীতের মত কাজ করে যাবো।

গাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান।

তিনি বলেন, আপনারা জানেন আমার স্থানীয় সরকার বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে। গাজীপুর নগরীর মানুষ আমাকে চায়, দলীয় লোক আমাকে চায়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মাধ্যমে প্রচারণা চলছে। আমি দল থেকে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছি। আশা করি দল আমাকে নমিনেশন দেবে।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এরই মধ্যে নগরের বিভিন্ন হতদরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে ব্যাপক আলোচনায় রয়েছেন। তিনি বলেন, নগরের হতদরিদ্র মানুষের মাঝে আমি আমার সাধ্যমত সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি আমার এই সাহায্য সহযোগিতা নগরের হতদরিদ্র মানুষের মাঝে সব সময় অব্যাহত থাকবে।
তিনি জানান, এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল মনোনয়ন দিলে নগরবাসীর সুবিধার জন্য যা যা করণীয় তাই তিনি করবেন।

দুই মেয়াদে সবচেয়ে বেশি সময় ধরে মেয়রের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করে সিটি করপোরেশন পরিচালনায় আসাদুর রহমান কিরণ যে অভিজ্ঞতা ও জনপ্রিয়তা অর্জন করেছেন তা কাজে লাগিয়ে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

তিনি বলেন,গাজীপুর সিটিকে একটি স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার জন্য আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি।

দলীয় মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও গাজীপুর সিটির ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেন, আমার জনকল্যাণমূলক কর্মকান্ডের কারণে বিশ্বাস করি এবারের নির্বাচনে আমি দলীয় সমর্থনে নৌকা প্রতীক নিতে সক্ষম হব। বিগত দুই মেয়াদে যা হয়নি কিন্তু খুবই প্রয়োজনীয় নগরবাসীর সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক স্মার্ট নগর ভবন গড়ে তুলব।

জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি, অনিয়ম ও দুর্নীতিসহ নানা কারণে মানুষ অতিষ্ঠ। যার ফলে গাজীপুরবাসী জাতীয় পার্টিকে ভোট দেবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাই। নিরপেক্ষ প্রশাসন চাই। যাতে এই সিটি করপোরেশনের মানুষ সঠিকভাবে ভোট প্রদান করতে পারেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একাধিক সূত্র জানায়, প্রধান বিরোধী দল বিএনপি এ নির্বাচনে না থাকায় নির্বাচনী মাঠে তেমন আমেজ বিরাজ করছে না। বিএনপি নির্বাচনে অংশ নিলে নির্বাচনী আমেজ কিংবা প্রার্থিতা নিয়ে অন্যরকম থাকতো ভোটের মাঠ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি