বাউফলে বরফ মিলের গ্যাস বিস্ফোরনে নিহত-১ আহত-৫০
২৬ এপ্রিল ২০২৩, ০৩:২৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৫ পিএম
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বরফ মিলের গ্যাস বিষ্ফোরন হয়ে রাসেল খান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে কমপেক্ষ ৫০জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দর লঞ্চঘাট এলাকার খান বরফ কলে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ও বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। রাসেল কালাইয়া বন্দরের আব্দুল হাই খানের ছেলে ও খান বরফ কলের সহকারী পরিচালক ছিলেন।
আহতরা হলো, ফ্যাক্টরীর সামনের চায়ের দোকানী প্রেমানন্দ মন্ডল (৫৫) ও তার স্ত্রী কৃষ্ণ রানী মন্ডল (৪০) ফ্যাক্টরীর সামনের নদীতে থাকা ড্রেজার মেশিনের ইনচার্য মো. নাছির উদ্দিন (৫০) ইব্রাহিম (৩২) আফজাল(৩৯) রফিক, শ্রমিক আবু বকর, রসিদ। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত শ্রমিকরা জানায়, মঙ্গলবার রাতে ফ্যাক্টরির গ্যাসের ত্রুটিযুক্ত মেশিনের কাজ শেষে বরফ তৈরীর মেশিন চালু করার সঙ্গে সঙ্গেই একটি বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে ফ্যাক্টরির সমস্ত কক্ষে গ্যাস ছড়িয়ে পড়ে। আমরা শ্রমিকরা দ্রুত বেরিয়ে পড়লে ফ্যাক্টরির সহকারী পরিচালক রাসেল খান বের হতে পারেননি।
শুভঙ্কর নামে স্থানীয় এক বাসিন্দা জানায়, রাত সারে ১০টার দিকে একটি বিকট শব্দ হয়। মুহুর্তের মধ্যে ফ্যাক্টরির এক কিলোমিটারের গ্যাস ছড়িয়ে পড়লে মানুষ ঘর বাড়ি ছেড়ে দ্বিকবিদিক ছুটতে থাকে। এক পর্যায়ে অনেক নারী ও শিশু অচেতন হয়ে পড়লে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়।
তিনি আরো বলেন, গ্যাসের তীব্রতা এতই ছিল যে বাতাসে যে দিক দিয়ে গ্যাস গিয়েছে সে সমস্ত স্থানের উচু গাছের পাতা গুলো ঝলসে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাউফল কার্যালয়ের ষ্টেশন ম্যানেজার আরিফুজ্জামান শেখ বলেন, রাত ১১টার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু গ্যাসের তীব্রতা এতই বেশি ছিল যে আধা কিলোমিটারের দুরে আমাদের অবস্থান করতে হয়েছে। ধীরে ধীরে গ্যাসের তীব্রতা কমলে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করা হয়। তবে নিহত ব্যাক্তি রাসেলের শরীর গ্যাসের তীব্রতায় শরীরের অধিকাংশ ঝলসে।
তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাসের চাপ বেশি থাকার কারনে পাইপ ফেটে গিয়ে গ্যাস বের হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলে, এই গ্যাসটিকে বলা হয় মিথানল। একটি বাতাসে মিশে গেলে তীব্রতা বাড়ে। এ কারনে মানুষের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় ও চোখ মেলা যায় না। নিহত ব্যক্তির হয় গ্যাসের কাছাকাছি থাকার কারনে তার শরীর ঝলসে যায়।
ঘটনার সত্যতা স্বিকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন