সরকার দলীয় প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন সিইসি, এতে আমি আতঙ্কিত- সিসিকে লাঙ্গলের মেয়র প্রার্থী বাবুল
১৪ জুন ২০২৩, ০৮:২৭ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয়পার্টির লাঙলপ্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, ‘আরিফুল হক চৌধুরী ও মাহমুদুল হাসান ভোট থেকে সরে যাওয়ায় এখন আমাকে চাপে রাখতে নানা অপকৌশল হাতে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ছড়ানোর পাশাপাশি কর্মসূচি পালনে বাধা, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এক কথায় সিলেটে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই।’ আজ বুধবার বিকেল চারটায় নগরের কুমারপাড়াস্থ নির্বাচনী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি। তবে, সবকিছু উপেক্ষা করে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত এই প্রার্থী। লিখিত বক্তব্যে বাবুল বলেন- ‘জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এবারের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আমার হাতে লাঙল প্রতীক তুলে দিয়েছেন। এরপর থেকে আমি ভোটের মাঠে আছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনের মাঠে কী ঘটতে চলেছে। এতে আমি শঙ্কিত।’
তিনি অভিযোগ করেন, নানাভাবে তাকে চাপের মুখে রাখা হচ্ছে। সিলেটের মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের চোখরাঙানি দেওয়া হচ্ছে। দিন যতই যাচ্ছে, পরিস্থিতি ও পরিবেশ আরো ভয়াবহ হয়ে উঠছে। যে কোনো পরিস্থিতিতে ভোটের মাঠ ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়ে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘সিলেটে লাঙলের জোয়ার উঠেছে। লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা সত্ত্বেও জনতার জোয়ারে এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে লাঙলের জয় হবে, ইন শা আল্লাহ।’ তিনি বলেন, ‘আমাকে ও আমার পরিবারকে হেনস্থা করতে ইতোমধ্যে তৈরি করা একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের বিষয়টি অনুধাবন করে প্রতিপক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সিলেটে এ নগ্ন খেলায় মেতে উঠেছে। আমার নগরবাসীর বিষয়টি বুঝতে পেরে আরো দুর্বার গতিতে লাঙলের পক্ষে অবস্থান নিয়েছেন। আমার বিচার দেওয়ার জায়গা নেই। সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার ও তার অফিসে বার বার দ্বারস্থ হয়ে একাধিক অভিযোগ দিলেও কোনো লাভ হচ্ছে না। বরং, উল্টো মাঠে থাকা প্রশাসন আমাদের উপরই কড়াকড়ি আরোপ করছে।’ নৌকার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচণ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে তিনি বলেন, ‘প্রতিপক্ষের প্র্রার্থী ভোররাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। তবুও নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তারা সব দেখে না দেখার ভান করছেন।’ বরিশালের ঘটনার পর প্রার্থী সম্পর্কে সিইসির বক্তব্যে নিজে আতঙ্কিত বলে জানান জাপার এই প্রার্থী। তিনি বলেন, ‘সিইসি যেভাবে নিরপেক্ষ মাঠ প্রস্তুত রাখার কথা সেখানে তিনি সরকার দলীয় প্রার্থীর পক্ষেই সাফাই গাইছেন। এতে আমি আতঙ্কিত।’ নগরবাসী জেগে উঠলে সব ষড়যন্ত্র, চক্রান্ত ছিন্ন করে সিলেটে লাঙলের জয় হবে বলে মনে করেন তিনি। বাবুল আরও বলেন, ‘মঙ্গলবার আমি সশরীরে হাজির হয়ে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিষয় উপস্থাপন করেছি। কিন্তু এখনো কমিশনের ঘুম ভাঙছে না।’ অভিযোগের মধ্যে রয়েছে- সিলেটের নির্বাচনে কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সরকারদলীয় প্রার্থী ক্রমাগত নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে ভোররাত পর্যন্ত নির্বাচনী সভা, পথসভা, গণসযোগ, মিছিল, মিটিং অব্যাহত রেখেছেন। নির্বাচন কমিশন প্রচারণার যে নিয়ম বেধে দিয়েছেন তার কোনো তোয়াক্কা করছেন না। লাঙল প্রতীকের ব্যানার, পোস্টার ও নির্বাচনী সরঞ্জামাদি ছিঁড়ে ফেলা হচ্ছে। আড়াল থেকে হুমকি দেওয়া হচ্ছে নির্বাচনী মাঠে থাকা জাতীয় পার্টির নেতাকর্মীদের। কর্মসূচিতে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীদের গৃহবন্দি করে রাখার চেষ্টা হচ্ছে। কিন্তু সিলেটের নির্বাচনী কর্মকর্তা আমাদের দাবি আমলে না নিয়ে আমাদের উপর বেশি পরিমাণ কড়াকড়ি করছেন।’
বাবুল বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেছেন। হলফনামায় দেওয়া তার তথ্যর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। গতকাল দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যম সহ সব মাধ্যমে এসেছে- আওয়ামী লীগ প্রার্থীর হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন। এ সংক্রান্ত একটি অভিযোগ নির্বাচন কমিশনে দাখিল করেছেন সিলেট নগরের নরসিংটিলা এলাকার বাসিন্দা এ কে এম আবু হুরায়রা (সাজু)। অথচ, কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ তবে জীবন গেলেও ভোটের মাঠ ছাড়বেন না উল্লেখ করে বাবুল বলেন, চলমান সিটি নির্বাচন নিরপেক্ষ হলে দেশ বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। নতুবা সিলেটের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
খুলনার উন্নয়নে স্ট্র্যাকচার প্ল্যান তৈরি ও আন্তঃবিভাগীয় সমন্বয়ে গুরুত্বারোপ
‘এপোস্টিল’ পদ্ধতিতে সার্টিফিকেট সত্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয় এবং ভোগান্তি কমবে
সদর থানার ওসিকে ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে কেএমপি সদর দপ্তর ঘেরাও
অগ্রাধিকার ভিত্তিতে হাসিনার গণহত্যা মামলার দ্রুত তদন্ত চলছে
ফুলেল শুভেচ্ছায় সিক্ত পূর্বদিকের সহকারি সম্পাদক রেদোয়ান
বেক্সিমকোর শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
শীতের চাদরে ঢাকা সুন্দরগঞ্জের জনজীবন বিপর্যস্ত
কুয়েট পরিদর্শন করলেন বিআইটি, খুলনার প্রথম ডাইরেক্টর প্রফেসর এম এ হান্নান
তানজিদ ঝড়ে উড়ে গেল চট্টগ্রাম
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি সাংবাদিকদের
বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
ফ্যাসিবাদ আর যেন না আসে সে শপথ ও অঙ্গিকার নিয়ে মাঠে নেমেছি : এ্যানি
শ্যামনগরে পাইপগান,ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক দুই
নির্বাচন নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে বিএনপির বৈঠক
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
তারুণ্যের উৎসব উপলক্ষে পিরোজপুরে সাইকেল র্যালি
আসিফ নজরুলের আশ্বাসে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুকদের আন্দোলন স্থগিত
চাঁদপুর মেঘনায় অবৈধ বালুবহনকারী দুটি বাল্কডেসহ আটক ৮
ভিক্ষা না করার শপথ দিলেন ১৫ জন ভিক্ষুক
কুলাউড়ায় মাটি পাচারকালে ৩ ট্রাক আটক মুলহোতা ধরাছোঁয়ার বাইরে