ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

খুমেক হাসপাতালে ২২ ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামেনি কেসিসি ও স্বাস্থ্য বিভাগ

Daily Inqilab খুলনা ব্যুরো

১২ জুলাই ২০২৩, ০২:৪৯ পিএম | আপডেট: ১২ জুলাই ২০২৩, ০২:৪৯ পিএম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে খুলনায় মোট ৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত ২৪ ঘন্টায় ১০ জন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালে ২২ জন রোগী ভর্তি রয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে ডেঙ্গু রোগী। কিন্তু রোগীদের চিকিৎসায় চালু করা হয়নি আলাদা কোনো ওয়ার্ড। এছাড়া নেই রক্তের প্লাটিলেট সেপারেটর মেশিন। এর ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। অন্যদিকে, নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম এ পর্যন্ত চোখে পড়ছে না। খুলনা সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগ একাধিক সভা সমিতির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের কথা বললেও এখনো তারা মাঠে নামেননি।

আজ বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় মেডিসিন বিভাগে গিয়ে দেখা গেছে, একটি ওয়ার্ডের একটি কক্ষে ১০ জন রোগী ভর্তি রয়েছেন। শয্যায় থাকা রোগীরা মশারির মধ্যে রয়েছেন। দোতলায় মেডিসিন বিভাগের আরেকটি ওয়ার্ডের বারান্দায় গিয়ে দেখা যায়, কয়েকজন রোগী মেঝেতে রয়েছেন। এছাড়া মেডিসিন বিভাগের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের কেউ মেঝেতে, কেউ শয্যায় থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগীরা কেউ কেউ মশারির মধ্যে রয়েছেন। আবার কোনো কোনো রোগী রয়েছেন মশারির বাইরে। রোগী ও তাদের স্বজনরা জানান, আলাদা ওয়ার্ড চালু না করায় অন্যান্য রোগীদের সঙ্গেই ডেঙ্গু রোগীদের রাখা হচ্ছে। ফলে আক্রান্ত কাউকে মশায় কামড়ানোর পর অন্য কাউকে কামড়ালে তারও ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। তারা জানান, ডেঙ্গু রোগীদের শরীরে রক্তের প্লাটিলেট কমে গেলে তার রক্তক্ষরণ শুরু হয়। তখন তার শরীরে প্লাটিলেট দেয়ার প্রয়োজন হয়। কিন্তু প্লাটিলেট সেপারেটর মেশিন না থাকায় রক্তের প্লাটিলেট আলাদা করতে সমস্যা হয়। তাদের অভিযোগ, অনেক রোগীর এক সঙ্গে চিকিৎসা চলছে, পার্শ্ববর্তী টয়লেটের অবস্থা খুবই নোংরা।

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ওয়ার্ড চালু করতে গেলে আলাদা জায়গা, শয্যা, চিকিৎসক ও নার্সসহ অন্যান্য জনবল প্রয়োজন। এমনিতেই এসবের সংকট থাকায় এখনও আলাদা ওয়ার্ড চালু করা হয়নি। তবে প্রকোপ যদি আরও বাড়ে তখন আলাদা ওয়ার্ড চালু করা হবে। তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরে প্লাটিলেট সেপারেটর মেশিনের চাহিদা দেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. রবিউল হোসেন জানান, এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ২০ ভাগের বাড়ি খুলনায়, আর ৮০ ভাগ রোগীর বাড়ি খুলনার বাইরে বিভিন্ন জেলায়। অধিকাংশই ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এলাকায় আসে। তিনি বলেন, ৫০০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে সাড়ে ১ হাজার ৩০০। শয্যা সংখ্যার অতিরিক্ত রোগীদের মেঝেতে রাখতে হয়। ওষুধের সরবরাহও অপ্রতুল।

এদিকে, নগরবাসীর অভিযোগ, ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়লেও খুলনা সিটি করপোরেশনের মশা নিধন কার্যক্রম শুরু করেনি। স্বাস্থ্য বিভাগও কিছু করছে না। শুধু মিটিং করছে তারা। গত ৭ দিনে কোথাও ফগার মেশিন দেখা যায়নি।

কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, মশা নিধনে নগরীর ড্রেনগুলোতে লার্ভিসাইড ছিটানো হচ্ছে। যেসব বাড়ির ভিতরে ড্রেন কিংবা গাছপালা-জঙ্গল আছে সেখানেও লার্ভিসাইড দেয়া হচ্ছে। বিকেলে ফগার মেশিন দিয়ে উড়ন্ত মশা মারার কার্যক্রমও চলমান রয়েছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

গোল উৎসবে বার্সার ছয়ে ছয়

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

রোনালদোর দ্রততম শত গোলের রেকর্ড ছুঁলেন হল্যান্ড

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

ঘটনাবহুল ড্রয়ে শেষ আর্সনাল-সিটি মহারণ

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

বায়তুল মোকাররমের ঘটনার জেরে ইফা মহাপরিচালক প্রত্যাহার

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী