যশোরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সমাবেশে
১৯ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৩, ০৩:১৮ পিএম
যশোরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনুষ্ঠিত পদযাত্রা পূর্বক সমাবেশে,দলের খুলনা বিভাগী ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই ফ্যাসিস্ট সরকারের পতন। তাই ফ্যাসিস্ট সরকার নিজের পতন ঠেকাতে, বেগম খালেদা জিয়াকে সাজা পাতানো মামলায় প্রহসনের বিচারে কারারুদ্ধ করে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হওয়ার পরও সরকার তাকে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে রেখেছে। দেশ তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলনে দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। সেই গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে নস্যাৎ করতে আজকে ৭৮ বছর বয়সেও তাকে সরকার কারা
দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শনিবার জেলা বিএনপির আয়োজনে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। পদযাত্রা পূর্বক জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদকে হটিয়ে বেগম খালেদা জিয়া জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে এশিয়ার ইমাজিং টাইগার হিসেবে তুলে ধরেছিলেন। পরবর্তী ২০০১ সালে জনগণের রায়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে, তিনি দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছিলেন। কিন্তু দেশ বিদেশে চক্রান্তকারী ফলে ১/১১ অসাংবিধানিক সরকার বিরাজনীতি করণের লক্ষ্যে বেগম খালেদা জিয়ার নামে দুর্নীতির কাল্পনিক অভিযোগ এনে ৫ টি মামলা দায়ের করে। সেই অসাংবিধানিক সরকার আজকের প্রধানমন্ত্রীর নামেও ১৫টি মামলা দায়ের করে। কিন্তু তারা সেদিন ১/১১ অসাংবিধানিক সরকারের সাথে আতাত করে ক্ষমতায় এসে নিজেদের পছন্দের বিচারক নিয়োগ করে। সেই বিচারক দিয়ে নিজেদের মামলা গুলো প্রত্যাহার করে নেয়। বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নামে দায়ের কৃত মামলার কার্যক্রম বিদ্যুতের গতিতে চলতে থাকে। আর সেই মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকার দেশের জনপ্রিয় নেতৃকে কারাবন্দি করে। বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। গণতন্ত্রকামী মানুষ তাদের নেতৃকে মুক্ত করে আনবে।
সমাবেশে বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু,সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বর্তমান নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব, আবুল হোসেন আজাদ, জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, অভয়নগর উপলেজলা বিএনপির আহ্বায়ক ফারাজি মতিয়ার রহমান, যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, চৌগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু, বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, মনিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা রহমান, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা প্রমুখ।
পরে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে পদযাত্রা কর্মসূচি শুরু হয়। দলীয় প্রধান নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনুষ্ঠিত কর্মসুচিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রেল রোড, চৌরাস্তা মোড়, আর এন রোড, মনিহার খুলনা বাস স্ট্যান্ড হয়ে যশোর খুলনা মহাসড়কে গিয়ে শেষ হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া