চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশ নিয়ে কেন এতোই তাড়াহুড়া

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো ও হাটহাজারী সংবাদদাতা

২২ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ০২:৫৭ পিএম

'হবে কী হবেনা', হলে না হলে 'লাভালাভ কী', কারা কীভাবে আসবে না, না আসবে- নানামুখী দ্বিধাদ্বন্দ্ব ও টানাপোড়ন এবং অতিমাত্রায় তাড়াহুড়ার মধ্যদিয়ে স্থগিত করা চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশটি আগামী ২৬ আগস্ট শনিবার আবারও ডাকা হয়েছে।
কিন্তু যাদের জন্য ও যাদেরকে নিয়ে এই সমাবেশের আয়োজন হচ্ছে, তারাই অর্থাৎ মাদ্রাসা শিক্ষকদের অনেকেই সমাবেশটি নিয়ে অন্ধকারে আছেন। আর, যারা শুনেছেন তারাও অনেকে সংশয় ও দোটানায় পড়েছেন, যাবেন কী যাবেন না। গেলেও কীভাবে সম্ভব? কেনইবা এতোটা তাড়াহুড়া? শিক্ষকদের মাঝে এসব প্রশ্ন ঘোরপাক খাচ্ছে।
উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার প্রত্যন্ত গ্রাম ছিপাতলী মাদ্রাসায় উক্ত সমাবেশটি করার জন্য স্থানীয়দের একাংশই বেশি আগ্রহ দেখাচ্ছেন।
তবে কেউ বলছেন, ছিপাতলীতে নয়; চট্টগ্রাম শহরে সমাবেশটি করা হোক। কেউ চান রাজধানী ঢাকায় হোক। আবার কারও মতামত হলো, মাদ্রাসা বোর্ডের গুরুত্বপূর্ণ পরীক্ষা চলাকালীন এহেন সমাবেশের আয়োজন বাতিল বা আপাতত স্থগিত করাই যুক্তিযুক্ত হবে।
সবমিলিয়ে, ১২ আগস্টের স্থগিত হয়ে যাওয়া চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশটি ২৬ তারিখে ফের আয়োজন করা নিয়ে সংশ্লিষ্টদের মাঝে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক অব্যাহত আছে। এ বিষয়ে নানামুনির নানা মত।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা ও শিক্ষকদের প্রত্যাশা শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১২ আগস্ট। সমাবেশের স্থান নির্ধারণ কর হয় উত্তর চট্টগ্রামের সুদূর হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসায়।
তবে সমগ্র চট্টগ্রামে অতিবৃষ্টি, পানিবদ্ধতা, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতি বিবেচনায় প্রোগ্রামটি স্থগিত করা হয় । পরিস্থিতি বিবেচনায় প্রোগ্রাম স্থগিতের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের অনেক মাদ্রাসা প্রধান ও শিক্ষকগণ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
চট্টগ্রামে সেই ঢল, বন্যা ও দুর্যোগ পরিস্থিতির জের এখনও শেষ হয়নি। ভাঙাচোরা বিধ্বস্ত সড়ক রাস্তাঘাটে চলাফেরা করলে কিংবা দেখলেই তা সহজে বোঝা যায়।
এদিকে গত ২০ আগস্ট'২৩ইং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে জানা যায়, ১২ আগস্টের প্রোগ্রামটি আগামী ২৬ আগস্টে এবং বাতিল বা স্থগিত হওয়া আগের সেই একই স্থানে, চট্টগ্রামের হাটহাজারীস্থ ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম বিভাগের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানগণ সেখানে উপস্থিত থাকার কথা। যাদের জন্য সমাবেশ ডাকা হয়েছে তারা হলেন চট্টগ্রাম বিভাগের সকল মাদ্রাসার অধ্যক্ষ, সুপারসহ শিক্ষক-শিক্ষিকাগণ।
অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষা ১৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হচ্ছে। আর, ২৭ আগস্ট মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কঠিনতম বিষয় ইংরেজী বিষয়ের পরীক্ষা।
এহেন গুরুত্বপূর্ণ পরীক্ষার পূর্বদিনে চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামে অবস্থিত ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসায় এসে প্রোগ্রামে আসার পর পরের দিন পরীক্ষা নেওয়া অনেক দুরূহ বলে তাদের অনাগ্রহের কথাই জানান বেশকিছু মাদ্রাসা প্রধান ও শিক্ষকগণ।
মাদ্রাসা প্রধান ও শিক্ষকগণের দাবি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষা চলাকালীন সময়ে প্রোগ্রমটিতে চট্টগ্রাম বিভাগের সকল মাদ্রাসার প্রধানগণ ও শিক্ষকদের উপস্থিত একরকম 'বাধ্যতামূলক'। এদিকে প্রোগ্রামটিতে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম বিভিন্ন মাদ্রাসার ও শিক্ষকদের প্রোগ্রামের পূর্ব রাতে বা খুব ভোরে বের হয়ে যেতে হবে। আবার প্রোগ্রাম শেষ করে গভীর রাতে বাড়িঘরে ফিরে পরের দিন পরীক্ষা নেওয়া দুরূহ ও কষ্টসাধ্য। সবকিছু বিবেচনায় চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক সমাবেশের তারিখ ও স্থান পরিবর্তনের দাবি জানান তারা। শিক্ষকদের অনেকেই বলছেন, এ সমাবেশ নিয়ে ছিপাতলী মাদ্রাসার অধ্যক্ষ ব্যক্তি বিশেষ যেভাবে শুরু থেকেই তাড়াহুড়ো করছেন তার কোন দরকার আসলেই নেই। তাছাড়া এখন এ ধরনের সমাবেশের জন্য উপযুক্ত মৌসুমও নয়।
চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার প্রধান ও শিক্ষকগণ জানান, চট্টগ্রামের প্রত্যন্ত গ্রামে অবস্থিত ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসা। চট্টগ্রাম বিভাগের নানাপ্রান্ত থেকে এসে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করা অনেক সময় সাপেক্ষ ও কঠিন ব্যাপার। সেই সাথে চলছে গুরুত্বপূর্ণ আলিম পরীক্ষা। অনেক মাদ্রাসা প্রধান ও শিক্ষক পরীক্ষার কেন্দ্র সচিবের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ২৭ তারিখ মাদ্রাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ বিষয় ইংরেজী পরীক্ষা। পরীক্ষা পূর্বদিনে চট্টগ্রামের বিভাগের দূরদূরান্ত থেকে এসে অংশগ্রহণ করে পুনরায় পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব পালন সত্যিই কঠিন।
বাস্তবতা বিবেচনায় সমাবেশের তারিখ পরিবর্তন করার দাবি তাদের।
বিশাল আয়তনের চট্টগ্রাম বিভাগের সুদূর সেই সব জেলাগুলো- ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িসহ অনেক দূরের এলাকাগুলো থেকে আরেক প্রান্তের জায়গায়, তাও ছিপাতলীতে সমাবেশে যাওয়া-আসা কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে।
দুর্গম এলাকার অনেকেরই দাবি, বন্যা পরবর্তী খারাপ যোগাযোগ ব্যবস্থা ও বোর্ডের চলমান পরীক্ষার কথা এবং সমাবেশ নিয়েই শিক্ষকদের মতভেদ ইত্যাদি বিবেচনা করে হাটহাজারীর প্রত্যন্ত গ্রামে ঐ মাদ্রাসা থেকে সমাবেশের স্থান ও তারিখ পরিবর্তন করে চট্টগ্রাম শহরের কোথাও এবং ২৬ আগস্টের পরিবর্তে অন্য কোন সুবিধাজনক সময়ে আয়োজন করা, ছিপাতলীতে না করা এবং আপাতত বাস্তবিক পরিস্থিতিতে সবার সুবিধা অসুবিধার দিকগুলো গুরুত্ব বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের মাদ্রাসা প্রধান ও শিক্ষকগণ।
বরং এর ফলে সরকারের ইমেজ বৃদ্ধি পাবে বলেই তাদের অভিমত।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

চাল ও মুরগির বাজার অস্থিতিশীল

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

সীমান্তে প্রতিরোধ ব্যূহ

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন