দেলওয়ার সাঈদীকে নিয়ে পোস্ট দেয়ায় বরগুনায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার
২২ আগস্ট ২০২৩, ০৩:৩২ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৩, ০৩:৩২ পিএম
জামায়াতে ইসলামী নেতা দেলওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় বরগুনা ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) মুঠোফোনে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিতভাবে জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।
এর আগে গতকাল সোমবার (২১ আগস্ট) রাতে ছাত্রলীগের এক জরুরি সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী , ৯ নম্বর এম.বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের এইচ.এম আল মামুন ও পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রাহাত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হয়েছে।
তবে সুনির্দিষ্ট কী কারণে ৩ জন ছাত্রলীগ নেতাকে একসাথে সাময়িক বহিষ্কার করা হয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জানা গেছে, সাঈদীর মৃত্যুর সংবাদে ছাত্রলীগের এসব নেতা তাঁদের ফেসবুক ওয়ালে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কেউ কেউ সাঈদীর ছবি ও আগের ভিডিও শেয়ার করেন। এর পরই এই নেতাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি রাসেল ফরাজী বলেন, দেলোয়ার হোসেন সাঈদী যেদিন মারা গেল ঐদিন আমার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে অনেকের মত ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতোটুকুই শুধু লিখছি। আবার দুই ঘন্টা পরে পোস্ট ডিলিট করে দিয়েছি। আমাদের অপরাধ হয়েছে এইটাই একটা মানুষ মরছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখলাম কেন। আর কিছু না ভাই। বহিষ্কৃত অন্য দুজনের সম্পর্ক তিনি বলেন তারা আমার মত সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট এবং ভিডিও শেয়ার করেছেন। তিনি আরো বলেন, বরগুনার রাজনীতি হলো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। কারো পক্ষে থাকলে কোন অপরাধ নাই আর বিপক্ষে থাকলেই যত অপরাধ। এর বেশ কিছুদিন আগে জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেছি আমি সহ ছাত্রলীগের একটি অংশ। ঐদিন থেকেই আমরা কাল হয়ে আছি। এর কারণেই আমাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাঁদের সংগঠন থেকে সামরিক বহিষ্কার করা হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রলীগ ব্যক্তি ক্ষমতায় চলে না সাংগঠনিক নীতি নিয়মের মধ্য দিয়ে ছাত্রলীগ পরিচালিত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন