ঢাকা   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ | ৩ মাঘ ১৪৩১
শুরু হচ্ছে পর্যটন মৌসুম

উদ্বেগজনক কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৬ পিএম

 

 

আগামী ১৭ সেপ্টম্বর বিশ্ব পর্যটন দিবসের মধ্যদিয়ে শুরু হতে যাচ্ছে পর্যটন মৌসুম। কিন্তু পর্যটন শহর
কক্সবাজারে উদ্বেগজনক হারে বেড়েছে খুন খারাবী ও ধর্ষণের ঘটনা। গতমাসে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬৭ জন নারী। ওই সময়ের মধ্যে হোটেল কক্ষে এক আওয়ামী লীগ নেতা খুন হওয়াসহ ঘটেছে অর্ধডজন খুনের ঘটনা।
শুধু রোহিঙ্গা ক্যাম্পে এ পর্যন্ত ঘটেছে শত শত হত্যা ও ধর্ষণের ঘটনা। পুলিশের রেকর্ড মতে রোহিঙ্গা ক্যাম্পে ঘটেছে ১১৫ টি হত্যাকাণ্ড, ৮৮ টি ধর্ষণ ও
মুক্তিপণের দাবীতে ৩৯টি
অপহরণের ঘটনা। আর এসব বিষয়ে মামলা হয়েছে ২ হাজার ৪৩৮টি। এতে আসামী হয়েছে ৫ হাজার ২২৬ জন। এতে আছে ১৮৫টি অস্ত্র মামলা ও ১হাজার ৬৩৬টি মাদক মামলা। এতেই বোঝাযায় কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবস্থা!

সর্বশেষ গত সোমবার রাতে কক্সবাজার শহরের পৃথক দুটি কটেজে ধর্ষণের শিকার হয়েছেন তিন নারী। তাদের মধ্যে দুজন নৃত্যশিল্পী ঢাকা থেকে কক্সবাজার এসেছিলেন একটি প্রোগ্রামে। অপরজন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বাসিন্দা। এ ঘটনায় পৃথক দুটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কক্সবাজার শহরের পর্যটন জোনে পৃথক স্থানে তিন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা দুটি তদন্তের জন্য ট্যুরিস্ট পুলিশকে দায়িত্ব দেয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া দুজন হলেন কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে সোলাইমান শামীম (২৩) ও সদর উপজেলার খুরুশকুল মেহেদী পাড়া এলাকার খালেক।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিসে (এসিসি) দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স রুনা লায়লা বলেন, একমাসে (আগষ্ট) ৬৭ জন নারী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা
নিতে এসেছেন। তবে গত আগষ্টে ২৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে জেলা প্রশাসনের এক গোপন প্রতিবেদনে উঠে এসেছে। সেখানে বলা হয়, আগষ্টের প্রথম দুই সপ্তাহে ১৫ জন এবং শেষ দুই সপ্তাহে ১১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, প্রেমঘটিত বিষয়, বিয়ের প্রলোভন কিংবা দুজনের সম্মতিতে যৌন সম্পর্কের ঘটনায় পরবর্তীতে ধর্ষণ মামলা করা হচ্ছে। আমরা যখন তদন্ত করি তখন এসব বিষয় উঠে আসে। তবে কিছু কিছু মামলায় জোর করে ধর্ষণের প্রমাণ মেলে। লিগ্যাল এইড কক্সবাজারের আইনজীবী বাপ্পী শৰ্মা বলেন, একমাসে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে তা পর্যালোচনা করলে বিষয়টি উদ্বেগজনকই বলতে হয়। তাঁর মতে এর পেছনে রয়েছে, পুরুষের বিকৃত মানসিকতা, অভিযোগের পক্ষপাতমূলক তদন্ত আর বিচারের দীর্ঘসূত্রিতা। আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত সময়ে বিচার নিশ্চিত করা গেলে ধর্ষণ প্রবণতা কমে আসবে বলেও মন্তব্য তার। সহকারী পিপি এবং জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী তাপস রক্ষিত বলেন, ধর্ষণের মতো জঘন্য ঘটনা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ আইনের মারপ্যাঁচে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা ও নানা প্রতিবন্ধকতা।

ধর্ষণের অনেক ঘটনা প্রচার নাপেলেও গত সোমবার (৫ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনে ঢাকার দুই নৃত্য শিল্পী ধর্ষণের বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। একটি অনুষ্ঠানে পাটি গার্ল বা নৃত্য শিল্পী হিসেবে ঢাকা থেকে কক্সবাজার এসেছিল ৩ কিশোরীসহ ৫ জন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার পৌঁছার পর তারা উঠে ছিলেন কলাতলীর হোটেল মোটেল জোনের মেরিন প্লাজা নামের একটি আবাসিক হোটেলে। ওই হোটেল থেকে সোমবার রাত ১১ টায় ২ বান্ধবী বের হয়ে হেঁটে গিয়ে সুগন্ধা সড়কের পাশে কাঁকড়া ভাজা খায়। সেখান থেকে হোটেলে ফেরার সময় একটি ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে ৫ যুবক এসে তাদের গতিরোধ করে। তারা ২ জনকে হাত, মুখ চেপে ধরে অস্ত্রের মুখে জোর পূর্বক অটোরিক্সায় তুলে নিয়ে যায় সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে কটেজ জোনের রাজন কটেজে। কক্সবাজারের কটেজ জোনে কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকারের পর পুলিশের কাছে দায়ের করা মামলার এজাহারে এমন বর্ণণা দেয়া হয়েছে। ২ জনের মধ্যে একজন বাদি হয়ে কক্সবাজার সদর থানার দায়ের করা এজাহারটি নিয়মিত, মামলা হিসেবে লিপিবদ্ধও করেছে পুলিশ।

ওই কিশোরী এজাহারের বিবরণে বলেছে, রাজন কটেজে প্রবেশের পরেই ২ কিশোরীকে পৃথক দুটি কক্ষে বন্দী করা হয়। অপর কক্ষের পরিস্থিতি সে অবহিত না হলেও তার উপরে চালানো হয় ভয়াবহ নির্যাতন। তারপর রাতভর পালাক্রমে ধর্ষণের শিকার হয় সে। যার ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল সে। মঙ্গলবার সকালে জ্ঞান ফেরার পর ২ জনকে আবারো হুমকি দিয়ে ইজিবাইক (টমটম) যোগে নিয়ে যাওয়া হয় বাস টার্মিনাল এলাকায়। ওখানে মারসা নামের একটি বাসে তাদের ২ জনকে তুলে দেয়া হয়।
কিন্তু ২ জনের একজনের রক্তরক্ষণ সহ অসুস্থতাবোধের কারে বাস থেকে তারা নেমে গিয়েছিল রামু বাইপাস এলাকায়। যেখান থেকে চিকিৎসার জন্য গিয়েছিল রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

আর এর সূত্র ধরেই মঙ্গলবার দিনভর নানা আলোচনার পর রাত ৯ টায় পুলিশ কক্সবাজার শহরের কলাতলীস্থ কটেজ জোনে ২ কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকারের ঘটনা স্বীকার করে জড়িতদের একজনকে আটকের কথা স্বীকার করে পুলিশ। এ ঘটনায় যারা জড়িত তারা মাদক কারবার ও পতিতার দালাল হিসেবে কটেজ জোনে চষে বেড়াচ্ছে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে হোটেল মোটেল জোনে এদের রাজত্ব চলে এলেও আইন শৃঙ্খলাবাহিনী কেন তাদের ধরতে পারেনা? হোটেল মোটেল মালিকরাও বা কেন তাদের ধরিয়ে দেয়না এমন প্রশ্নের কোন উত্তর নেই।

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কিশোরীর চিকিৎসা প্রদান করেছিলেন কর্তব্যরত চিকিৎসক নুরুল হুদা শাওন। বুধবার দুপুরে ডাক্তার নুরুল হুদা শাওন জানান, যে কিশোরী মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য যান তার মাথা ফাটা এবং রক্তাক্ত ছিল। একই সঙ্গে যৌন নির্যাতনের বিষয়টি ছিল। যার কারণে বিস্তারিত জানতে চাওয়া হলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার কথা স্বীকার করে পুলিশী সহযোগিতা চেয়েছিল তারা। যার প্রেক্ষিতে রামু থানার পুলিশকে তিনি অবহিত করেন এবং কিশোরীকে পুলিশ হেফাজতে হস্তান্তর করেন। মঙ্গলবার এ ঘটনার পর পরই কক্সবাজার সদর থানার পুলিশ ঘটনাস্থল রাজন কটেজে অভিযান চালায়।

ওই কটেজের সহকারি ব্যবস্থাপক নুরুল আজিম বলেন, সোমবার রাতে কটেজের দায়িত্বরত ছিলেন আরেক সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল। মঙ্গলবার সকাল ৯ টায় তিনি হোটেলে দায়িত্ব পালন করতে আসেন। এসময় তিনি ঘটনার ব্যাপারে কিছুই জানেননি। পরে বিকাল ৫ টার দিকে পুলিশের একটি দল কটেজে এসে
সোহেলকে আটক করে নিয়ে যায়। এসময় ঘটনার ব্যাপারে তিনি অবহিত হন। তিনি বলেন, পুলিশ কটেজ থেকে অতিথি নিবন্ধন খাতা, সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থল হিসেবে চিহ্নিত ১১২ নম্বর কক্ষ থেকে কিছু আলামত সংগ্রহ করে নিয়ে যায়। তবে ঘটনা কারা, কিভাবে সংঘটিত করেছে; সেই ব্যাপারে কিছুই জানেন না বলে জানান কটেজটির এ সহকারি ব্যবস্থাপক।

কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ভিকটিমকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত করা হয়েছে। যার মধ্যে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ২ জনকে অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করলে মামলাটি লিপিবদ্ধ করা
হয়।

মামলাটি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারকে তদন্তের দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার এজাহারের এক নম্বর আসামী সোলেমান শামীম (২৩) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। এজাহারে উল্লেখ থাকা অপর ২ জন হল হারবদল ও রশিদ ড্রাইভার।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারি পুলিশ সুপার শেহেরিন আলম বলেন, ভূক্তভোগী তরুণী বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৫ জনকে আসামী করে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে ট্যুরিস্ট পুলিশের এক কর্মকর্তাকে। ঘটনার পর অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানা পুলিশ সোলেমান শামীম (২৩) নামের এজাহারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশের এ সহকারি পুলিশ সুপার বলেন, মামলার এজাহারে নাম উল্লেখ করা দুই আসামিসহ আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ অপরাধের ক্ষেত্রে রাজন কটেজ কর্তৃপক্ষ জড়িত কিনা, আইন মেনে কক্ষ ভাড়া দেয়া হয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে।

এদিকে দেরিতে হলেও পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকগণ যেন যানবাহন নিয়ে কোনো ধরণের হয়রানির শিকার না হয় তার জন্য ইজিবাইক, ট্যুরিস্ট জিপ চালকদের ডাটাবেজের আওতায় আনা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে কক্স-ক্যাব। দেরীতে হলেও এই উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

জানা গেছে, কক্সবাজারে পর্যটক সুরক্ষা ও হয়রানি থেকে বাঁচাতে ব্যতিক্রমধর্মী এই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে পুলিশ। বাংলাদেশে এই প্রথম পর্যটক সুরক্ষায় গাড়ি চালকদের ডাটাবেজ সম্বলিত বারকোড রাখা হচ্ছে প্রতিটি ইজিবাইক ও ট্যুরিস্ট জিপ ও বাসে। কোনো গাড়িচালক পর্যটকদের সাথে কোনো খারাপ আচারণ করলে সরাসরি অভিযোগ জানানোর ব্যবস্থা থাকছে এতে।

যারা পর্যটন এলাকায় যানবাহন চালাবেন তাদের ছবি সম্বলিত বারকোডসহ একটি কার্ড গাড়ি চালকের পেছনে কার্ডের বারকোর্ড স্ক্যান করলেই গাড়ি চালকের বিস্তারিত তথ্য চলে আসবে মোবাইলে। পর্যটন এলাকায় ইজিবাইক চালকদের যাচাই বাছাই করে তাদের ইউনিফর্ম হিসাবে দেওয়া হয়েছে হাতকাটা পিংক কালারের ড্রেস বা ভেন্ট। কোন গাড়ি চালক যদি পর্যটকের সাথে খারাপ আচারণ করে পুলিশের হটলাইন নাম্বার অথবা ৯৯৯ এ কল করে অভিযোগ করারও ব্যবস্থা রাখা হয়েছে


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
আরও

আরও পড়ুন

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের  ঘটনায়  ২ নারীসহ গ্রেফতার  ৪

গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

কাপ্তাই জাতীয়  বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন

আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট

আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট

আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার

ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০

চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫

চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুনামেন্ট উদ্বোধন