ঢাকা   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২ আশ্বিন ১৪৩১

যশোর সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত হলো “গ্রামীণ নারী উদ্যোক্তাদের ই-কমার্স সহায়তায় তথ্যআপা” শীর্ষক সেমিনার

Daily Inqilab প্রেস বিজ্ঞপ্তি

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম

গত ১৮ই সেপ্টেম্বর, ২০২৩, রোজ সোমবার বেলা ১১টায় যশোর সদর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে “গ্রামীণ নারী উদ্যোক্তাদের ই-কমার্স সহায়তায় তথ্য আপা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ‘উন্নয়ন মেলা ২০২৩’ এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব শাহনাজ বেগম নীনা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনুপ দাশ।


কমগজগত টেকনোলজিস’র চিফ অপারেটিং অফিসার জনাব নাজমুল আহসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম নাজিমুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) (যুগ্মসচিব), তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), জনাব মোঃ লোকমান হোসেন, উপ-প্রকল্প পরিচালক (ট্রেনিং ও মনিটরিং) (উপ-সচিব), তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), এবং জনাব জোৎস্না আরা মিলি, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, যশোর সদর ও চেয়ারম্যান, জাতীয় মহিলা সংস্থা, জেলা শাখা, যশোর।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন যশোর সদর উপজেলার তথ্যসেবা কর্মকর্তা জনাব প্রিয়াংকা সাহা, তথ্যসেবা কর্মকর্তা, যশোর সদর। তথ্য আপা প্রকল্পের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে কথা বলতে গিয়ে তিনি উক্ত প্রকল্পের সার্বিক অগ্রগতিও তুলে ধরেন। পাশাপাশি তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর অংশ হিসেবে তৈরি ই-কমার্স প্ল্যাটফর্ম লালসবুজডটকম সারা দেশের নারী উদ্যোক্তাদের এগিয়ে চলায় যেভাবে অবদান রাখছে সেটিও তিনি গুরুত্ব সহকারে আলোচনা করেন। তিনি বলেন, অন্যান্য প্ল্যাটফর্মে কমিশন নেয়ার ব্যবস্থা থাকলেও লালসবুজডটকম নারী উদ্যোক্তাদের কাছ থেকে কোন প্রকার কমিশন না নিয়েই তাদেরকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্যসমূহ সারা দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতার কাছে বিক্রি করার সুযোগ করে দিয়েছে। তিনি প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে সেমিনারে যোগ দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন।

 

সেমিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি জনাব শাহনাজ বেগম নীনা, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) তথ্যআপা প্রকল্প (২য় পর্যায়) বলেন, তথ্য আপারা রোদ-ঝড়-বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে, কখনো বাঁশের সাঁকো পেরিয়ে, কখনোবা নৌকায় করে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নারীদের উন্নয়নে বিভিন্ন সেবা প্রদান করে থাকেন। করোনাকালীন সময়ে তথ্য আপাদের সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তিনি। ভবিষ্যতে লালসবুজডটকম ই-কমার্স প্ল্যাটফর্মটির মাধ্যমে আরও বেশি সংখ্যক নারী উদ্যোক্তা লাভবান হবেন এবং এক সময় নারী উদ্যোক্তাদের কৃষিপ্যণ্যকেও এই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রেজিস্ট্রেশন বাড়ানোর মাধ্যমে গ্রাহক বাড়ানোর ক্ষেত্রেও তথ্য আপারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি মনে করেন। পণ্যের উৎপাদনসহ যাবতীয় সরকারী অনুমোদন গ্রহণের ক্ষেত্রে উদ্যোক্তাদের সহায়তা প্রদানে তথ্য আপাদের সক্রিয় থাকার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি আরও বলেন, নারী উদ্যোক্তারা যখন অর্থনৈতিক মুক্তির স্বাদ পাবে তখনই কেবল লালসবুজের মাধ্যমে আমাদের উদ্যোগ সফলতার মুখ দেখবে। লালসবুজের মাধ্যমে এ দেশের নারীরা স্বাবলম্বী হবে এবং তারা জাতীয় অর্থনৈতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, এই আশাবাদও ব্যক্ত করেন তিনি।

 

বিশেষ অতিথি’র বক্তব্যে জনাব মোঃ লোকমান হোসেন বলেন, তথ্য আপা প্রকল্পের মাধ্যমে তথ্য সেবা অফিস প্রতিনিয়ত নারীদেরকে নারীদের মাধ্যমে বিভিন্ন সেবা দিয়ে আসছে। এ সেবা দিতে গিয়ে আমরা তিনটি মাধ্যম ব্যবহার করে থাকি। প্রতিটি উপজেলায় আমাদের একটি করে তথ্য কেন্দ্র রয়েছে, যার মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে নারীদেরকে নিয়ে আমরা নিয়মিত উঠান বৈঠক করে থাকি। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে আমরা যে সকল সেবা দিয়ে থাকি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেবা হলো ই-কমার্স। আমরা ইতিমধ্যেই নারী উদ্যোক্তাদের জন্য একটি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘লালসবুজডটকম’ তৈরি করেছি যেখানে বর্তমানে সারা দেশ থেকে ১৩ হাজারেরও বেশি উদ্যোক্তা যুক্ত আছেন। লালসবুজডটকম তৈরির মূল উদ্দেশ্য হলো গ্রামীণ নারীরা যেন কোন ব্রান্ডেড প্রতিষ্ঠানের মাধ্যমে না গিয়ে নিজেরাই কোন প্রকার কমিশন প্রদান না করে স্বাধীনভাবে নিজেদের পণ্য বিক্রয় করতে পারেন। এর মাধ্যমে গ্রাহক ও উৎপাদনকারী উভয়েই লাভবান হচ্ছেন। সারা দেশের ঐতিহ্যবাহী পণ্যের সমাহার এখন লালসবুজডটকমে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেশীয় পণ্যের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যারা এখনও লালসবুজডটকম মার্কেটপ্লেসে যুক্ত হননি তাদেরকে যুক্ত হবার আহ্বান জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন যে, লালসবুজ মার্কেটপ্লেস হবে সারা দেশের সকল মানুষের আশার প্রতীক।


সেমিনারে উপস্থিত বিশেষ অতিথি জনাব এস এম নাজিমুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) (যুগ্মসচিব) তার বক্তব্যের শুরুতেই নারী-পুরুষ বৈষম্য দূরীকরণে তথ্য আপা প্রকল্পের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কথা বলেন। পাশাপাশি লালসবুজডটকম এর সাফল্য এবং লক্ষ্য নিয়ে উপস্থিত সবাইকে অবগত করেন। তিনি বলেন, প্রতি বছর এক লক্ষ নারী উদ্যোক্তা তৈরীর মিশন নিয়ে তথ্য আপারা কাজ করে যাচ্ছেন। লালসবুজডটকম অনেকগুলো এপস নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে। একজন নারী খুব দ্রুত এবং সহজে তাদের পণ্য দেশ বিদেশে বিক্রি করা এবং তাদের পেমেন্ট পাওয়া নিশ্চিত করছে।


যশোর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয় মহিলা সংস্থার যশোর জেলা শাখার চেয়ারম্যান জনাব জোৎস্না আরা মিলি তার বিশেষ অতিথি’র বক্তব্যের শুরুতে ১৯৭২ সালের সংবিধানে উল্লেখিত নারীর ক্ষমতায়নের বিষয়টি সবাইক মনে করিয়ে দিয়ে বলেন, বঙ্গবন্ধু দুস্থ ও নিপীড়িত নারীদের পুনর্বাসনে যে নারী পুনর্বাসন বোর্ড গঠন করেন সেটাই ১৯৭৬ সালে জাতীয় মহিলা সংস্থা নামে আবির্ভূত হয়। সমাজের প্রান্তিকে অবস্থান করা দুস্থ, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থার নেয়া গুরুত্বপূর্ণ বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তথ্য আপা প্রকল্প এবং এর অধীনে তৈরি লালসবুজডটকম ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট নারী গড়ে তোলার পথ প্রশস্ত করবে।


সভাপতির বক্তব্যে যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব অনুপ দাশ বলেন, জাতীয় অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পথে আমরা তত দ্রুত এগিয়ে যাব। আমাদের দেশে ছোট উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন পণ্য ইতিমধ্যেই দেশের গণ্ডী পেরিয়ে বিদেশেও দারুনভাবে সমাদৃত হচ্ছে। এই প্রক্রিয়াটিকে আরো ত্বরান্বিত করতে হবে। তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদেরকে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান করার ক্ষেত্রে লালসবুজডটকম এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জনাব দাশ জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের বিভিন্ন প্রশংসনীয় কার্যক্রমের কথা উল্লেখ করে এই প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করেন।

 

যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী উদ্যোক্তা উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। পাশাপাশি তথ্য আপা প্রকল্পের স্থানীয় কর্মীদেরও সরব উপস্থিতি ছিলো সেমিনারে। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘উন্নয়ন মেলা ২০২৩’ এর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এই সেমিনারে মেলায় আগত দর্শনার্থীদের অনেকেও যোগ দেন এবং তথ্য আপা প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। লালসবুজডটকম সম্পর্কেও স্থানীয় অনেকেরই জানার সুযোগ হয় এই সেমিনারে যোগ দেয়ার মাধ্যমে এবং তাদের অনেকেই বিশেষ করে নারীরা নিজেরা উদ্যোক্তা হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

ভারতের কাছে হারানো ২০০ একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

যৌথ বাহিনীর অভিযানে ১৩দিনে ১৫৫ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭২

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবীতে বালাগঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যশোরে ৪ দিনের বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান টেকনাফ থেকে গ্রেপ্তার

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

৪ ধরনের জ্বালানি তেলের দাম কমালো পাকিস্তান

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

তারাকান্দায় সাবেক এমপি শরীফসহ ৫৯ আ’লীগ নেতাকর্মীর নামে মামলা

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

শার্শায় বাবার কোদালের আঘাতে ছেলে নিহত

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবীর র‌্যালিকে কেন্দ্র করে সংঘর্ষ, মসজিদ-মাজার ভাঙচুর, নিহত- ১

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

রিমান্ডে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাবিব-বিপ্লব গংদের নির্দেশে পুলিশ নেতা সেজে বিভ্রান্ত করেছিলেন কনস্টেবল জয়

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ইসলামের বিধি-বিধান প্রতিষ্ঠা হলে ইসলামের প্রকৃত সৌন্দর্য জগতবাসী দেখতে পাবে -মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

যানজটের সমাধান খুঁজতে প্রধান উপদেষ্টার নির্দেশ

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মহানবী (সঃ) এর আদর্শ অনুসরণ করা হলে কোন রাষ্ট্র প্রধানকে পালাতে হবেনা-মিলাদুন্নবী (সঃ) এর আলোচনা সভায় বক্তারা

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

মসজিদ-মাদরাসা কমিটি থেকে ফ্যাসিবাদের সুবিধাভোগীদের বিতাড়িত করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

প্রশাসক হতে চান শিক্ষকরা, ঠেকাতে একাট্টা ৪ সংগঠন

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা

বাংলাদেশের এই দলকে সেরা বললেন হার্শা