নগরভবনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক শূণ্যতা আর কতিপয় কর্মচারীর প্রজাসুলভ আচরনে বরিশাল নগরীর স্পর্ষকাতর নাগরিক সেবা নিয়ে সন্তুষ্টি তলানীতে
২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৭ পিএম
গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে শূণ্যতার সাথে কতিপয় কর্মচারী নগরবাসীর সাথে প্রজাসুলভ আচরনের পাশাপাশি যে যারমত করে চলার কারণে বরিশাল সিটি করপোরেশনের মত জনসেবা মূলক প্রতিষ্ঠান নিয়ে হতাশা বাড়ছে। ২০১৮ সালের ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের পরে ঐ বছরের ১৪ নভেম্বর বর্তমান নগর পরিষদের প্রথম সাধারন সভা অনুষ্ঠিত হয়। বিধি অনুযায়ী আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলমান নগর পরিষদের মেয়াদ রয়েছে। বর্তমান পরিষদের মেয়দ পূর্তির পূর্ববর্তি ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতায় গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর পরিবর্তে আবুল খায়ের আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রধান বিরোধী দল বিহীন নির্বাচনে বিজয়ী হয়েছেন। গত এপ্রিলের শেষভাগেই মনোনয়ন না পাবার বিষয়টি চুড়ান্ত হবার পরে সাদিক আবদুল্লাহ দীর্ঘদিন ঢাকায় অবস্থানের পরে নগরীতে ফিরলেও নগর ভবনে যাতায়াত নেই বললেই চলে।
ফলে পুরো নগর ভবনে এক ধরনের শূণ্যতার সৃষ্টি হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মাঝে নানা মিশ্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতদিন যারা নিজেদের বর্তমান মেয়রের কাছের লোক হিসেব যাহির করতে ব্যস্ত ছিলেন, তাদের ভবিষ্যত নিয়ে নিজেরাই কিছুটা উদ্বিগ্ন। যেসব কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসতে মৌখিকভাবে নিষেধ করা হয়েছে, তাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। ওএসডি প্রায় ৩০ জনের বেশী কর্মকর্তা-কর্মচারীও আছেন যে যার মত করে। বিধি বিধান প্রতিপালন না করে আরো প্রায় ৩০ জনকে চাকুরিচ্যুত কর্মীদের অবস্থানও একই আছে। ফলে পুরো নগরভবন যুড়েই নানামুখি শূণ্যতায় নাগরিক সেবা চরমভাবে বিপর্যস্ত।
এরসাথে যুক্ত হয়েছে প্রশাসনিক শূণ্যতা। লাগাতর প্রচেষ্টার পরে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক সম্প্রতি বদলী হয়ে চলে যাবার পরে সেখানে কেউ যোগদান করেননি। দীর্ঘদিন পরে সচিব হিসেবে একজন যোগদান করলেও অসুস্থতাজনিত কারণে তিনিও নিয়মিত অফিস করছেন না। নগর ভবনে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকলেও তিনিও নানাভাবে ছুটি কাটাচ্ছেন।
সিটি করপোরেশনের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রশাসন ক্যাডারের এসব গুরুত্বপূর্ণ পদে শূণ্যতার সাথে নগর ভবনের নিজস্ব বেশীরভাগ স্পর্ষকাতর পদেই নানা জটিলতা অব্যাহত রয়েছে। প্রকৌশল শাখায় প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী ছাড়াও নির্বাহী প্রকৌশলীর ৪টি পদের ২টি শূণ্য। হিসাব বিভাগের বাজেট কাম প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা থেকে শুরু করে নগর ভবনের প্রায় কোন শাখায়ই নিয়মিত কোন কর্মকর্তা নেই। অথচ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ওএসডি এবং অফিসে আসতে নিষেধ করায় ঘরে বসে বেতন নিচ্ছেন। অনেক ওএসডি কর্মীকে বেতনও দেয়া হচ্ছে না অলিখিতভাবে।
অথচ দক্ষ জনবলের অভাবে স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, পয়ঃ নিস্কাশন সহ নগরীর অনেক স্পর্ষকাতর নাগরিক সেবা ক্রমশ জটিলতার আবর্তে ঘুরপাক খাচ্ছে। নগর ভবন থেকে বাড়ী ঘরের নকশা অনুমোদনকে নগরীর অনেকেই চরম বিড়ম্বনা বলে মনে করছেন। পুরো নগরী অবৈধ যানবাহনে ছেয়ে গেছে অনেক আগেই। গত প্রায় ৪ বছর ধরে ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনের লাইসেন্স নবায়ন না করার পরে চলতি বছরের প্রথমভাগে মোট ৫ হাজার লাইসেন্স প্রদান শুরু হলেও পুরনো আড়াই হাজার ইজি বাইকের বেশীরভাগেরই লাইসন্স নবায়ন করা হয়নি। ব্যাটারী চালিত রিক্সা নিয়ে বর্তমান নগর পরিষদ কোন সিদ্ধান্ত গ্রহন করেননি দীর্ঘ দিনেও। অপরদিকে প্যাডেল চালিত ১২ হাজার রিক্সার বেশীরভাগই ব্যটারীতে রূপান্তরের পরে তার লাইসেন্সও নবায়ন হচ্ছেনা চালক-মালিকদের অনাগ্রহে। ফলে পুরো নগরীর পরিবহন ব্যবস্থায় এক চরম নৈরাজ্যকর অবস্থা অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে ঐতিহ্যবাহী বরিশাল মহানগরী ও তার সেবায় নিয়োজিত নগর ভবন নিয়ে নগরবাসীর সন্তুষ্টি অনেক আগেই বিড়ম্বনায় পরিনত হয়েছে। এমনকি নগরীর পয়ঃনিস্কাশন ও রাস্তার বিজলী বাতির মত স্পর্ষকাতর জনসেবা পর্যন্ত এখন প্রায়সই দূর্ভোগের কারণ হয়ে উঠছে।
তবে এসব বিষয় নিয়ে মেয়র সহ নগর ভবনের কারো মতামত গ্রহনই সম্ভব হয়নি। দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সহ অন্য কেউই কোন বিষয়ে মুখ খুলতে রাজি হননি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আ’লীগ পাপিষ্ট এক ফ্যাসিস্ট রেজিম তাদের তৃতীয়বার গণহত্যার সুযোগ দেওয়া হবে না
উইন্ডিজকে উড়িয়ে বিশ্বকাপের দুয়ারে বাংলাদেশ
ঝিকরগাছায় বেপোরোয়া মাটিবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ২
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ
আইনপ্রণেতাদের গ্রেপ্তারের নির্দেশ অস্বীকার করলেন ইউন সুক-ইয়োল
সম্ভাবনাময় ফসল ক্যাপসিকামে কৃষকের ভাগ্য বদলের চেষ্টা
সিলেট জেলা বারের নির্বাচনে বিএনপির ভরাডুবি
নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রমে সহযোগিতা করলে আইনানুগ ব্যবস্থা নিবে ইবি কর্তৃপক্ষ
কুষ্টিয়ার সাবেক এমপি সরওয়ার জাহান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বঙ্গ এবং এনটিভিতে আসছে বিশ্ব কাঁপানো ফ্যামিলি গেম শো 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
বিমানে তল্লাশি চালিয়ে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি
স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
কেটে ফেলা দুই হাতের দিকে তাকালেই কান্নায় ভেঙে পড়েন সাঈদ
হাজীগঞ্জে ৭বছর পর চার কিশোরের মৃত্যুর রহস্য জানতে চায় পরিবার
ইউক্রেন নিয়ে আলোচনা না করলে রাশিয়াকে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
হাসিনার শাসন-টিউলিপের দুর্নীতি বিতর্ক, স্টারমারের সিধান্ত নিয়ে প্রশ্ন!
মাগুরায় কার্বন তৈরির কারখানা চলছে অনুমোদন ছাড়া মারাত্মক দূষিত হচ্ছে পরিবেশ
দুই মামলায় ৪ দিনের রিমান্ডে নেজাম উদ্দিন নদভী
চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
কামাল মজুমদার, নতুন মামলায় মামুনসহ ৫ জন গ্রেপ্তার