স্কটল্যান্ডকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ
২২ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০২:১৫ পিএম
স্কটল্যান্ডকে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশ। ৩৪ রানের মধ্যে প্রতিপক্ষের শেষ ৬ উইকেট নিয়ে জয় নিশ্চিত করে দলটি।
প্রতিযোগিতার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার স্কটিশদের ১৭ রানে হারায় বাংলাদেশের মেয়েরা।
আগের দুই ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ এ দিন ২০ ওভারে তোলে ১২০ রান। স্কটিশদের ইনিংস শেষ হয় ১০৩ রানে।
প্রথম ম্যাচে নেপালের সঙ্গে জয়ের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যায় বাংলাদেশ। তবে সুপার সিক্সে ওঠা নিয়ে কুব একটা সংশয় ছিল না। এই জয়েই সেই আনুষ্ঠানিকতা সেরে নিল দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় বলেই শূন্য রানে হারায় সুমাইয়া আক্তার সুবর্ণাকে। আরেক ওপেনার ফাহমিদা ছোঁয়া রান আউট হন ১২ বলে ১৪ করে। টিকতে পারেননি সাদিয়া ইসলামও (৬)।
তিনে নামা জুয়াইরিয়া ফেরদৌস কিছুটা টেনে নেন দলকে। একটি করে ছক্কা ও চারে ২০ রান করেন এই কিপার-ব্যাটার। আগের ম্যাচে ২৯ রান করা আফিয়া আশিমা এবার একটি করে ছক্কা ও চারে ১৯ বলে করেন ২১।
৭ উইকেট পড়ে ৮৮ রানে। অধিনায়ক সুমাইয়া আক্তার এ দিন একটু নিচে নেমে খেলেন সাত নম্বরে। অপরাজিত ২৮ রানের ইনিংস খেলে দলকে ১২০ রানে নিয়ে যান তিনি।
বোলিংয়ে নেমে স্কটিশদের দুই ওপেনারকে দ্রুতই ফেরায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন পিপা স্প্রাউল ও নিয়াম মুইর। তবে রান রেটে ছিলেন পিছিয়ে।
মুইর দুটি ছক্কা মারলেও ২২ রান করতে খেলেন ৩২ বল। এই জুটি ভাঙার পর দ্রুত একের পর এক উইকেট হারাতে থাকে স্কটিশরা।
ভরসা হয়ে থাকা স্প্রাউলকে বোল্ড করে দেন আনিসা আক্তার সোবা। চারটি চার ও এক ছক্কায় ৪১ বলে ৪৩ রান করেন এই কিপার-ব্যাটার। স্কটিশদের পরের ছয় ব্যাটারের কেউ পাঁচ রানের বেশি করতে পারেননি
বাংলাদেশের লেগ স্পিনার আনিসা আক্তার সোবা চার উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৯ (সুবর্ণা ০, ছোঁয়া ১৪, জুয়াইরিয়া ২০, সাদিয়া ৬, আফিয়া ২১, জান্নাতুল ১, সুমাইয়া ২৮*, সাদিয়া ০, হাবিবা ৮, নিশিতা ১; ফন্টেনলা ৪-১-১৬-১, বল্ডি ৩-০-১৭-১, নাঈমা ৪-০-১৫-২, ম্যাককোল ৪-০-২৪-১, ম্যাকেইরা ৩-০-২৭-২, স্পিডি ২-০-১৮-০)।
অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১০৩/৮ (কেলি ৮, ওয়ালসিংহ্যাম ১১, স্প্রাউল ৪৩, মুইর ২২, নাঈমা ১, বল্ডি ৪, ফন্টেনলা ১, স্পিডি ৫, ম্যাকেইরা ২*, ম্যাককোল ০*; নিশিতা ৪-০-৩০-১, ছোঁয়া ৪-০-১৭-০, আনিসা ৪-১-২৫-৪, জান্নাতুল ৪-০-১৩-০, হাবিবা ৪-০-১৬-১)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৭ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: আনিসা আক্তার সোবা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের রাজারহাটে সমাবেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের ওপর হামলা
পঞ্চগড়ে চার বিচারক অপসারনের ২৪ ঘন্টা আলটিমেডাম
ঢাকাগামী বিমানে বোমা হামলার বার্তা এসেছে পাকিস্তানি নম্বর থেকে
কমলনগরে মেডিকেলে চান্স পাওয়া দরিদ্র কৃষকের মেয়েকে 'প্রেসক্লাবের' সংবর্ধনা
‘সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না’
হামলা ভাংচুরের প্রতিবাদে ডাকা মানববন্ধনে বিএনপি নেতার ভাইয়ের নেতৃত্বে ফের হামলা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি
ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান এরদোগানের
নোয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে দুর্বৃত্তদের হামলা
সাভার ডেইরী ফার্ম শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
বোমা হামলার ভূয়া খবরে যাত্রী দুর্ভোগ চরমে, প্রশংসিত নিরাপত্তা বাহিনী
শেখ হাসিনার ‘হেট স্পিচ’ প্রচার না করতে আহ্বান করলেন চিফ প্রসিকিউটর
সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, সংবিধানের বিপরীতে হাঁটছেন ট্রাম্প
মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি
আ.লীগের এখনই রাজনীতিতে ফেরা সম্ভব না, কারণ জানালেন প্রেস সচিব
হরিরামপুরে রাধারমণ জিউর মন্দিরে চুরি
বাংলাদেশ জাগ্রত সাংস্কৃতিক ফোরামের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
এবার শাহবাগ অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের