বরিশালের সরকারী হাসপতালে ভর্তি প্রায় ২৫ হাজার ডেঙ্গু রোগীর মধ্যে মৃত্যুর মিছিলে ১০৫
০২ অক্টোবর ২০২৩, ০১:০৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ০১:১০ পিএম
মহানগরী সহ বরিশাল বিভাগ যুড়ে অপ্রতিরোধ্য ডেঙ্গুর বিস্তার সমাজে সর্বস্তরে চরম অস্থিরতার সাথে উদ্বেগও বৃদ্ধি করছে। অক্টোবরের প্রথম দিনে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৩ জন সহ ইতোমধ্যে ১০৫ নারী-পুরুষের জীবন কেড়ে নিয়েছে এ মরনব্যাধী। সরকারী হাসপাতালেই ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ইতোমধ্যে ২৫ হাজার ছুতে চলেছে। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপের দিকে গেলেও মশাবাহিত এ মরন ব্যাধী প্রতিরোধে সরকারী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তেমন কোন হেলদোল নেই।
অথচ আগষ্টের তুলনায় সেপ্টেম্বরে বরিশাল বিভাগের সরকারী হাসপাতালগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়েছে দ্বিগুনেরও বেশী। রোগী ভর্তির সংখ্যা বেড়েছে ২৫ ভাগ। পুরো সেপ্টেম্বর যুড়ে দৈনিক গড়ে সাড়ে ৩শরও বেশী ডেঙ্গু রোগী সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববারও অক্টোবরের প্রথম দিনে নতুন ৩৩৯ জন ডেঙ্গু রোগী দক্ষিণাঞ্চলের বিভিন্ন সরকারী হাসপাতাল সমুহে ভর্তি হয়েছেন। এরমধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৫৪ জন ও জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা হাসাপাতালে আরো ৬৫ জনকে ভর্তি করা হয়েছে। অপরদিকে পিরোজপুরেও রোববার ৭৫জন ডেঙ্গু রোগীকে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।
গত আগস্টের ৩১ দিনে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের ৪২টি উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ২০৯ জন। সেপ্টেম্বরে সংখ্যাটা ১০ হাজার ৫২৮ জনে উন্নীত হয়েছে। আর আগষ্টে দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালগুলাতে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর সংখ্যা যেখানে ছিল ২৯ জন, সেখানে সেপ্টেম্বরের ৩০ দিন ৬২ জন সহ এ অঞ্চলে মোট মৃতের সংখ্যা ১০৫ জনে উন্নীত হয়েছে। তবে জুলাই মাসে দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতাল সমুহে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল প্রায় সাড়ে ৪ হাজার। আর ঐ মাসেই এ অঞ্চলে প্রথম ডেঙ্গু রোগী মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী মধ্য জুলাই থেকেই পরিস্থিতি খারাপ হতে শুরু করে। আগষ্টের শুরুতে তা ভয়াবহ আকার ধারন করে। সেপ্টেম্বরে পরিস্থিতি চলতি বছর সহ এযাবতকালের সর্বাধিক ঝুকিপূর্ণ ও নাজুক পর্যায়ে পৌছেছে।
ডেঙ্গুর বিস্তার নিয়ে স্বাস্থ্য বিভাগ থেকে বারবার উদ্বেগ প্রকাশ করে বরিশাল সিটি করপোরেশন সহ বিভিন্ন জেলা ও উপজেলা সদরের পৌরসভাগুলোকে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন কার্যক্রম যোরদারের তাগিদ দেয়া হলেও তেমন কোন কাজ হয়নি বলে অভিযোগ নগরবাসীর। প্রায় ৫৮ বর্গ কিলোমিটারের বরিশাল মহানগরীর মশক নিধনে নগর ভবনের জনবল সংকট না থাকলেও ১২টি ফগার মেশিনের সচল আছে ১১টি । তবে গত প্রায় ৩ মাস ধরে এনগরীতে মশক নিধনে তেমন কোন কার্যক্রম চোখে পড়ছে না। একাধিক সূত্রে নগর ভবনের কাছে মশার ওষুধ মজুত না থাকার কথা বলা হলেও পরিচ্ছন্নতা বিভাগের দায়িত্বশীল সূত্রে তা স্বীকার করা হয়নি। তাদের মতে, মশক নিধন কার্যক্রম চলমান আছে। যেখানে প্রয়োজন সেখানেই স্প্রে করা হচ্ছে। নগরীর ৩০টি ওয়ার্ডে ১৮ জন মশক নিধন কর্মী কাজ করছে বলেও জানান কনজার্ভেন্সী শাখার মশক নিধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহিন। তবে বিভিন্ন ওয়ার্ড থেকে হ্যান্ড স্প্রেয়ার সমুহ তুলে নেয়ার কথা জানিয়েছেন কয়েকজন ওয়ার্ড সচিব।
এ অঞ্চলের প্রায় সব জেলা সদর ও উপজেলা সদরের পৌরসভাগুলোরও অবস্থা প্রায় একই। আর ইউনিয়ন পরিষদগুলোর অবস্থা আরো করুন। চলতি বছর শহরের মত গ্রামাঞ্চলেও বিপুল সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রন্তের পাশাপাশি মৃত্যুর মিছিলে নাম লেখালেও সেসব এলাকায় মশক নিধন কার্যক্রম বলতে কিছু নেই।
তবে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাাগীয় ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ শ্যমল কৃষ্ঞ মন্ডল পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় অবিলম্বে মশক নিধনে নিবিড় কার্যক্রম বাস্তবায়নের তাগিদ দিয়েছেন।
১ অক্টোবর পর্যন্ত দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার সরকারী হাসপাতাল গুলোতে সর্বমোট যে প্রায় ২৫ হাজার ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন, তার মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৩ হাজার ৫৯০ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও জেনারেল হাপসতাল সহ জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালসমুহে ভর্তিকৃত প্রায় ৯ হাজার রোগীর মধ্যমে মৃত্যু হয়েছে ৭২ জনের। যার মধ্যে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৭০ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩ হাজার সহ জেলাটির বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা দাড়িয়েছে সাড়ে ৫ হাজারে ওপরে। জেলাটিতে এপর্যন্ত মৃত ৬ জনের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালেই ৪ জনের মৃত্যু হয়েছে। দ্বীপজেলা ভোলার হাসপাতালে ভর্তিকৃত প্রায় ২ হাজার ৮শ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে ভর্তিকৃত ৪ হাজার ১৭৩ জনের মধ্যে ১০ জন মারা গেছেন। বরগুনার বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত প্রায় ৩ হাজারের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। আর দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট জেলা ঝালকাঠীর সরকারী হাসপাতালগুলোতে ভর্তিকৃত প্রায় ৬১৭ রোগীর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। তবে বরিশাল মহানগরী সংলগ্ন ৪ উপজেলার এ জেলাটির বেশীরভাগ ডেঙ্গু রোগীই শের এ বাংলা মেডিকেল কলেজ হাপসপাতালেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
দক্ষিণাঞ্চলের সরকারী হাসপাতালে গত প্রায় ৬ মাসে প্রায় ২৫ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হলেও বাস্তবে এর তিন গুনেরও বেশী মানুষ মশা বাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। মৃতের সংখ্যাও সরকারী হিসেবের চেয়ে আরো অনেক বেশী বলে মনে করছেন এসব চিকিৎসকগন। তাদের মতে, ডেঙ্গু আক্রান্তের প্রায় সবাই প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের স্মরনাপন্ন হয়ে চিকিৎসা শুরু করেন। যাদের অবস্থা সংকটাপন্ন, শুধু তারাই সরকারী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকদের মতে, সময়মত চিকিৎসায় ৯৯ভাগ ডেঙ্গু রোগীই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছেন। তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহনের বিকল্প নেই বলেও জানান বিশেষজ্ঞ চিকিৎসকগন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া