রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল আবারও বন্ধ
০২ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৩, ০৪:১৩ পিএম
রাজবাড়ী-ঢাকা রুটে আবারও বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাজবাড়ী বাস মালিক গ্রুপ। গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিটন। এর আগেও শ্যামলী পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বে কয়েক দফা রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখে রাজবাড়ী বাস মালিক গ্রুপ।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রাজবাড়ীর কোনো বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায় না। কিন্তু গোল্ডেন লাইন বাস পদ্মা সেতু হয়ে ঢাকা যায়। রাজবাড়ী পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা না করেই গোল্ডেন লাইন পরিবহন নিজেদের মতো বাস পরিচালনা করছিল। এতে প্রথমে তাদের বাধা দেয় রাজবাড়ী বাস মালিক গ্রুপ। পরে ঢাকার গাবতলীতে রাজবাড়ীর বাস কাউন্টারগুলো বন্ধ করে দেয় গোল্ডেন লাইন পরিবহনের লোকজন।
পরে ঢাকার বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়। এরপর সিদ্ধান্ত হয় গোল্ডেন লাইন পরিবহনের দুটি ট্রিপ রাজবাড়ী থেকে পরিচালনা হবে। কিন্তু তারা এ সিদ্ধান্তের বাইরে গিয়ে একাধিক ট্রিপ পরিচালনা করছিল। তাই গত শুক্রবার রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের লোকজন বাস মালিক গ্রুপের অফিসের সামনে থেকে গোল্ডেন লাইনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে ঢাকায় ফেরত পাঠান। এতেই দ্বন্দ্ব শুরু হয়।
ইতিপূর্বে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ ছিল। তারপর রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা ও ঢাকার বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বসে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু তারপরও গোল্ডেন লাইন তাদের ইচ্ছামতো ট্রিপ পরিচালনা করছিল। এতে ক্ষতির মুখে পড়েন রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের সদস্যরা।
এদিকে ঢাকা-রাজবাড়ী রুটে হঠাৎ পরিবহন বন্ধ থাকায় যাত্রীরা কাউন্টারে এসে ফেরত যাচ্ছেন। যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তারা ঝুঁকি নিয়ে মাহেন্দ্র, ব্যাটারিচালিত অটোরিকশা এবং লোকাল বাসে দৌলতদিয়া ঘাট পৌঁছাচ্ছেন।
আমিন উদ্দীন নামের এক যাত্রী বলেন, ‘তিন দিন সরকারি ছুটি ছিল। পরিবার নিয়ে বাড়িতে এসেছিলাম। আজকে ঢাকা যাওয়ার জন্য কাউন্টারে আসলে শুনি বাস বন্ধ। এখন স্ত্রী, সন্তান নিয়ে ভেঙে ভেঙে যেতে হবে।’
রাজবাড়ী বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, বিদ্যমান সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ঢাকা-রাজবাড়ী রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া