ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত
১৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম
ফেনীর পরশুরাম উপজেলায় মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত হয়েছে। জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুইদিনের টানা বৃষ্টিতে ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ঠেলায় ফুলগাজী-পরশুরামে অবস্থিত মুহুরী নদীতে পানি বেড়ে যাওয়ায় গতকাল রাত থেকে নদীতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। আজ ভোরবেলায় পরশুরামের চিথলিয়া ইউনিয়নে নদীর বাঁধ ভেঙে যায়। এতে দক্ষিণ শালধর ও মালিপাথর গ্রামে পানি ঢুকে প্রায় ২০-৩০টি পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়ে। কৃষকের মাঠভরা পাকা ধানি জমি পানির নিচে তলিয়ে যায়। আবাদকৃত সবজীর বীজতলা,ক্ষেত ও কিছু পুকুর পানির নিচে তলিয়ে যায়। এদিকে ফুলগাজী উপজেলায় নদীর বাঁধ না ভাঙলেও তবে ফুলগাজী বাজার সড়কে ও মানুষের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পানি উঠে যায়। এতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। ফেনী পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে শুষ্ক মৌসুম হওয়ায় গত কিছুদিন যাবত নদীর বাঁধের কিছু অংশ কেটে সেচ প্রকল্পের পাইপলানে আরসিসি ঢালাইয়ের কাজ করছিল সংশ্লিষ্ট ঠিকাদাররা। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের কাটা অংশ দিয়ে পানি বের হতে থাকে। এদিকে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় পানিবন্দি পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, নদীর বাঁধে পানি উন্নয়ন বোর্ডের লোকজন কয়েকদিন যাবত সেচ প্রকল্পের পাইপ বসানোর কাজ করছিল। নদীতে পানি বৃদ্ধির কারণে আমার ইউনিয়নের দক্ষিণ শালধরে মুহুরী নদীর বাঁধের অংশে ২০-২৫ ফুট ভেঙে যায়। ভোর থেকে লোকালয়ে পানি ঢুকছে। এতে ২০-২৫ পরিবার পানিবন্দি হয়ে পড়ে। উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে পরিদর্শন করেছেন,পানিবন্দি পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
ফুলগাজী বাজারের ব্যবসায়ীরা বলেন, নদীতে পানি বাড়লে বাজারে হাটু পরিমাণ পানি উঠে যায়, আমাদের দোকানপাটে পানি ডুকে পড়ে, মালপত্র নস্ট হয়ে যায়। আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হই। প্রতিবছর এ ভোগান্তির শিকার হচ্ছি আমরা। তারা বলেন, বাজারের পাশ দিয়ে নদীর সাথে সংযোগ রেখে একটি নিম্মমানের স্লুইচগেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কিন্তু এটি বাজারের ব্যবসায়ীদের জন্য আরো কাল হয়েছে। নদীতে পানি বাড়লে এই গেইট দিয়ে বাজারে পানি উঠে যায়। আমরা এ ভোগান্তির নিরসন চাই।
উপজেলা কৃষি অফিসার মো: আমজাদ হোসেন চৌধুরী বলেন, আমরা সরেজমিনে গিয়ে ফসলি জমিতে দুই ফিট পরিমাণ পানি রয়েছে। এতে কৃষকের পাকা ধানের তেমন একটা ক্ষতি হবে না। কারণ জমিতে ধান পেঁকে গেছে। আমরা আশা করছি দুয়েকদিনের মধ্যে পানি নেমে যাবে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা খুবই কম। কৃষকরা এমনিতে ধান কাটা শুরু করে দিয়েছেন। তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগে এ এলাকায় প্রায় ২০ হেক্টর ফসলি জমিতে ধান গাছ হেলে পড়ে এবং কিছু জমিতে কৃষকরা শীতকালীন সবজি আবাদের জন্য হালচাষ করে তৈরি করেছেন। এতে করে কৃষকরা তেমন ক্ষতির সম্মুখিন হবেনা।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আরিফুর রহমান ভূঁইয়া বলেন, ভোররাতে মহুরী নদীতে পানি বিপৎসীমার খুব কাছাকাছি ছিল। তবে সকালে নদীতে পানি বিপৎসীমার ১০ সে:মি: নিচে ছিল,সর্বশেষ বেলা ১২টার দিকে নদীতে পানি বিপৎসীমার ২০ সে:মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধরে নদীর বাঁধের অংশে সেচ প্রকল্পের পাইপলাইনে আরসিসি ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ নদীতে পানি বাড়ায় কাজের ব্যাঘাত সৃষ্টি হয়ে লিকেজ দিয়ে পানি ঢুকে যায়। তবে লোকালয়ে পানি বেশি ঢুকেনি। ওই প্রকল্পের লোকজন সেখানে আছে তারা পানি বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এসব কাজ বর্ষামৌসুমে করা যায়না। তাই শুষ্ক মৌসুমে বেশিরভাগ এ কাজগুলো করা হয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে টানা দুইদিনের বৃষ্টিতে নদীতে ভারতের উজানের পানি ঠেলা দিলে এ সমস্যার সৃষ্টি হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা বলেন, আমি সকালে চিথলিয়া ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছি। সেখানে দেখা যায় মুহুরী নদীর ভাঙা বাঁধ দিয়ে পানি ডুকছে। দুই গ্রামের ২০টি পরিবার পানিবন্দি হয়ে আছে। ফসলি জমি ও সবজি ক্ষেত পানির নিচে ডুবে যায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড সেখানে কৃষি সেচের জন্য একটি নালা তৈরি কাজ করছিল। আমাকে জানায় তারা ৫-৬ ফিট আগেই কেটে রেখেছিল। বৃষ্টির কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের ওই কাটা অংশ দিয়ে পানি বের হয়ে প্রায় ২০ ফুটের মতো ভেঙে যায়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন