বৈধ পথে দালাল ছাড়াই বিদেশ যাবেন কিভাবে?
০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম
বৈধ পথে দালাল ছাড়াই বিদেশ যাবেন কিভাবে? অবৈধ পথে ইউরোপে মরন যাত্রা আর নয়। কারন বাংলাদেশ সরকার দেশের প্রত্যেকটি জেলা শহরে এবং কোথাও উপজেলা সদরেও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্হাপন করেছেন। সংক্ষিপ্ত নাম টিটিসি।এই প্রতিষ্টানটিতে হাতে কলমে পড়িয়ে লিখিয়ে শিক্ষিয়ে বেঁচে থাকার জন্য একজন দক্ষ কারিগর হিসেবে গড়ে করে তোলেন। টিটিসিতে কম পক্ষে ৪০ টি ট্রেডে হাতে কলমে কাজ শেখানো হয়। আছে প্রতি মাসে প্রতিষ্ঠানের তরপ থেকে স্টাইপিং ব্যবস্হাও। এখানে যারা ভর্তি হয় তারা সকলেই ৮ ম শ্রেণির ছাত্র থেকে এসএসসি পাস অথবা অকৃতকার্য হলেও দোষ নেই। প্রত্যেক ছাত্র/ ছাত্রী ১ মাস, তিন মাস,চার মাস ৬ মাস,তিন বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ শেষে একটি কারিগরি সার্টিফিকেট প্রদান করা হয়। কেউ ইলেক্ট্রনিক মেকানিক, কেউ ইলেকট্রনিকস মেকানিক,ড্রাইভিং, এসি এয়ারকুলার,ফ্রীজারেশন,ওওয়ার্কসফ,অটোমোবাইল, রাজমিস্ত্রী, কাঠমিস্ত্রী, মোবাইল সার্ভিসিং,কম্পিউটার, ভাটিকের কাজ,রং তুলি, কার্পেন্টার সহ ৪০ টি আইটেমে ছাত্র/ ছাত্রীদের যেমন ভর্তি নেওয়া হয়। তেমনি দক্ষ কারিগর হিসেবে প্রত্যেককের স্ব স্ব ট্রেডের দক্ষতা বাড়িয়ে গড়ে তোলে কোর্স অনুযায়ী ট্রেডের সার্টিফিকেট বিতরন করা হয়। এখানে আছে সর্টকোর্স এবং লং কোর্সেরও সুবিধা।
পাশা-পাশি, বৈধ পথে বিদেশ যাওয়ার জন্য রয়েছে ভাষার প্রশিক্ষণ, বিদেশ গমনের সকল নিয়ম কানুন, ভিসা প্রোসেস, পাসপোর্ট করা, পাসপোর্ট ও ভিসা পাওয়া ফিঙ্গারপ্রিন্টের নিয়ম কানুন, বিমানের ব্যবহার,বিদেশে কিভাবে যাবেন, পাসপোর্ট পেয়ে কি ভিসা পাবেন, ভিসার ব্যবহার এবং দালাল ছাড়াই কি ভাবে পাসপোর্ট করবেন, কত টাকা লাগে।বৈধ পথে কিভাবে বিদেশ যাবেন, অবৈধ পথে বিদেশ গেলে পথে পথে আপনার কি ধরনের বিপদ হতে পারে, কি ধরনের বিপদে পড়তে পারেন, রেমিট্যান্স যোদ্ধা হয়ে কিভাবে পরিবারের নিকট টাকা পয়সা পাঠাবেন,সব কিছুর বিষয় সারা বছর খোলা থাকে এবং ভর্তির সূযোগের শতভাগ নিশ্চয়তায় এক থেকে তিন দিনের একটি ওরিয়েন্টেশন কোর্স করানো হয়। এই কোর্সে যে কেউ যে কোন বয়সের শিক্ষিত এবং অল্প শিক্ষিত নারী পরুষরা ভর্তি হয়ে প্রশিক্ষণ নিতে পারবেন এবং প্রশিক্ষণের একটি সার্টিফিকেটসহ কিছু ইস্টাইপিংয়ের নগদ টাকাও পাওয়া যায়। এছাড়াও যারা গৃহকর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধা হয়ে বিদেশ যেতো চান তাদের একজন দক্ষ বাঙ্গালী হিসেবে প্রয়োজন হিসেবে সকল প্রকার ভাষার বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে আছে নারী প্রশিক্ষনার্থীদের থাকা খাওয়ার সুবিধা। মহিলাদের প্রশিক্ষণ কোর্সে সেলাই,ভাটিক,উন্নত মানের রান্না,মেশিনের কাজ,যে দেশে গৃহকর্মী হিসেবে বা রেমিট্যান্স যোদ্ধা হয়ে যে দেশে যাবেন সেখানকার প্রয়োজনীয় কাজ ও ভাষা এবং বাসা বাড়ীতে কি ভাবে কোন আদলে কাজ করবেন, কথা বলার উপর একজন দক্ষ কারিগর বা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গড়ে তোলে সার্টিফিকেট দেয়া হয়।অপরদিকে,টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে যারা বৈধ পথে বিদেশ যেতে চান তাদেরকে সরকারি ভাবে সহজ শর্তে লোনও দেওয়া হয়। পাশা-পাশি জেলার জনশক্তি অফিস থেকেও বিদেশ গমনে ইচ্ছুক সংশ্লিষ্ট সকলেই যে দেশে যাবেন সে দেশের সকল খোঁজ খবর নেয়া যায়। এবং আপনি যে দেশে বা কোন কোম্পানি বা যেসবন বাসা বাড়ীতে গৃহকর্মী হিসেবে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করতে যাবেন, তার সঠিক তথ্য উপাও জানতে পারবেন।
উল্লেখিত, বিষয়ে ফরিদপুর সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের" প্রিন্সিপাল মোঃ আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি ইনকিলাব কে বলেন, ফরিদপুর জেলার এবং বিভিন্ন উপজেলা সদরের গ্রামগঞ্জে ব্যাঙের ছাতার মত অসাধু আদম ব্যবসায়ী এবং পাচারকারী চক্র দালালরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এদের মধ্যে কিছু ভাল মানুষ ও আছে। বেশীর ভাগই অসাধু চক্রের খপ্পোরে পড়ে সর্বশান্ত হয়ে পড়ছেন বহু নারী পুরুষ। ইনকিলাবের সাথে কথা হয় সদ্য মালয়শিয়ায় থেকে আগত রাজবাড়ী কোমরপাড়া এলাকার মোঃ শাওনের সাথে তিনি ইনকিলাবকে বলেন, আমিও আমার মামা দীর্ঘদিন যাবৎ মালয়শিয়ায়তে থাকি। আমরা সবাই বৈধ পথে ৩/৪/৫ লাখ টাকা দিয়ে মালয়শিয়ায়তে গিয়েছি। রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করছি। আগে অন্যের প্রতিষ্ঠানে চাকরি করছি। এখন আমি নিজে একটি কারখানার মালিক। আমরা জানা মতে, আমার এলাকা থেকে প্রায় দুই আড়াইশ লোক অবৈধ পথে মালয়শিয়ায় যেতে গিয়ে ভারত হয়ে আবার কেউ মালয়শিয়ায় হয়ে অস্ট্রেলিয়ার যেতে গিয়ে জেল খেটে জীবন শেষ করছেন। কেউ মাফিয়া দের হাতে ধরা খেয়ে বাড়ী থেকে ১০/১৫ লাখ টাকা মুক্তিপন দিয়ে জীবন বাঁচিয়েছেন। যারা মাফিয়া দের চাহিদা অনুযায়ী টাকা পয়সা দিতে পারেনি তাদের লাশটি ওস্বজনদের নিকট ফেরত আসনি। একটি ভুলে হয়ে যায় নিজের জীবন বিপন্ন। আর পরিবারের জন্য হয় সারাজীবনের কান্না। লোভ কখনও কারোর জীবনে এনে দিতে পারে না। শুরু ভাল যার শেষ ও ভাল তার আকামীকালও চোখ রাখুন ইনকিলাবের পাতায় ১৩ পর্বে থাকাছে লিবিয়া হয়ে ইতালি নিতে নগরকান্দার ৪০ দালাল কতজন মায়ের বুক খালি করলো।সলিল সমাধি হওয়ার পরিবারগুলো এখন কেমন আছেন। ( চলবে)
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নিউজিল্যান্ডের কাছে শ্রীলঙ্কার অবিশ্বাস্য পরাজয়
ফিরে দেখা ২০২৪: সংস্কারের বছরে মাঠের ক্রিকেটে হতাশা
মানুষ সুন্দর ও কল্যাণের অপেক্ষায় আছে : হাজী ইয়াছিন
সিএনজি স্টেশন খোলা রাখার সময় বাড়ছে
সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দেশে ফিরেছেন
ঘাটাইলে ইসলামী ব্যাংকের ৪০০তম শাখার উদ্বোধন করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর
আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে: নিয়ামত উল্যা ভূঁইয়া
ঐতিহ্যবাহী শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বে প্রতি ৬ জন শিশুর মধ্যে ১ জন সংঘাতপূর্ণ এলাকায় বাস করে : ইউনিসেফ
বাউফলে বিএনপির ৫ নেতাকর্মী আহত
২০২৫ সালে আসছে কোক স্টুডিওর নতুন গান
মার্কিন ক্রীড়া ধারাভাষ্যকার কিংবদন্তি গ্রেগ গাম্বেলের বিদায়
সচিবালয় ছিল দালালদের হাটবাজার: ডেপুটি প্রেস সেক্রেটারি
সচিবালয়ে নিহত ফায়ার ফাইটার নয়নের পরিবারের পাশে তারেক রহমান
দৌলতপুরে বিএনপি’র কর্মীসভায় কমিটি বিলুপ্ত ঘোষণা
সংঘবদ্ধ ধর্ষণের পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা!
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সজলকে ছাত্র জনতার ডিম নিক্ষেপ, পাঠানো হলো কারাগারে
গাবতলীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা নিহত
পঞ্চগড়ে শিক্ষার্থী নিয়ে শিশুস্বর্গের শীত আনন্দ উৎসব
টোল প্লাজায় ৭ জনকে চাকায় পিষে হত্যা: শোক ও ক্ষোভ নেটিজেনদের