ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

গাজীপুরে রেল লাইন কেটে নাশকতার ঘটনায় বিএনপি'র কাউন্সিলরসহ গ্রেফতার ৭

Daily Inqilab গাজীপুর জেলা সংবাদদাতা

১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৫ পিএম | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

 

 

 

গাজীপুর জেলার শ্রীপুরের বনখড়িয়া এলাকায় রেল লাইন কেটে নাশকতার করার ঘটনায় জড়িত গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আজমল হোসেন ভূঁইয়াসহ ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার সাথে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা জড়িত বলে জানিয়েছে পুলিশ। জাতীয় নির্বাচনের আগে সারাদেশে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা ঘটানোর উদ্দেশ্যেই রেললাইন কেটে ফেলা হয়েছে।

রবিবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম।

পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১১ ডিসেম্বর রাতে সাবেক বিএনপি নেতা আজমল ভূঁইয়ার বাসাসহ বিভিন্নস্থানে মিটিং হয়। উক্ত মিটিং এ রেল লাইন কেটে নাশকতা ঘটানোর বিষয়ে সিদ্ধান্ত এবং পরিকল্পনা করা হয়। উক্ত মিটিং এ আলোচনা হয় , দলীয় উচ্চ পর্যায় থেকে বড় কিছু করার চাপ আছে: বড় কোন ঘটনা ঘটলে দেশ ও বিদেশে আলোড়ন সৃষ্টি হবে বিধায় তারা রেল লাইনে নাশকতা ঘটানোর পরিকল্পনা করে। সরকার এর বর্তমান নির্বাচনী কার্যক্রমকে বিতর্কিত করা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমানে বিরাজমান রাষ্ট্রীয় সু-শৃংখল পরিবেশকে নষ্ট করা, জনমনে ভীতি সঞ্চার করা এবং এর মাধ্যমে দেশ ও বিদেশে ব্যপক মিডিয়া কাভারেজ, হরতাল-অবরোধ সফল করার জন্য ব্যাপক প্রাণহানির ও ধ্বংসযজ্ঞের জন্য রেললাইনকে বেছে নেয়া হয়েছিল যা দেশ ও বিদেশে আলোড়ন তৈরি করতে পারে।

গ্রেফতার আসামীরা হলো, গাজীপুর মহানগরীর সদর থানাধীন ২৮ নং ওয়ার্ডের রফিকুল ইসলামের ছেলে জান্নাতুল ইসলাম (২০), ময়শনসিংহ জেলার ভালুকা থানাধীন বান্দীয়া গ্রামের তাইজুদ্দীনের ছেলে মেহেদী হাসান (২৫), গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ও মৃত বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে আজমল হোসেন ভূঁইয়া (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভানোয়া ২৪নং ওয়ার্ডের পিতা-তারিকুল ইসলাম দিপুর ছেলে জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয় (৩৫), গাজীপুর মহানগরীর সদর থানাধীন উত্তর ছায়াবিথী এলাকার মৃত সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম (৫০), গাজীপুর মহানগরীর সদর থানাধীন কানাইয়া পূর্বপাড়া এলাকার মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মোঃ সাইদুল ইসলাম (৩২), গাজীপুর মহানগরীর সদর থানাধীন মধ্য ছায়াবিধি, ২৮নং ওয়ার্ডের আফতাফ উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৮)।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুরে উপজেলাধীন ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় চিলাই ব্রিজের কাছে রেললাইন কেটে ফেলায় গত বুধবার) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের এক যাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ ১০ জন গুরুতর আহত হন। এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার মামলা হয়। ঘটনা তদন্তে গাজীপুর জেলা প্রশাসন, রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা তিনটি কমিটি করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, মামলা তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে, একদল দুষ্কৃতিকারী ১৩ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনঘরিয়া চিনাই রেল ব্রীজের পাশে রেল লাইন কেটে ফেলে। ফলশ্রুতিতে মোহনগঞ্জ-ঢাকাগামী “মোহনার এক্সপ্রেস” দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। উক্ত দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয় এবং ১০ জন হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়ে শনিবার দুঃষ্কৃতিকারী দলের সদস্য জান্নাতুল ইসলাম ও মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ধৃত জান্নাতুল ইসলাম এবং মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদে করলে তারা উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত গাজীপুর মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম , কাজী আজিমুদ্দিন কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ত্বোহাসহ মোট ৮ আট জন জড়িত আছে মর্মে জানায়। তাদের দেয়া তথ্য মতে এই ঘটনার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা মোঃ হাসান আজমল ভূঁইয়া, জুলকার নাইন আশরাফি ওরফে হৃদয়, শাহানুর আলম, মোঃ সাইদুল ইসলাম, সোহেল রানাসহ অন্যদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, উক্ত নাশকতার পরিকল্পনা এবং বাস্তবায়ন কারী সদস্যরা সকলেই বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা এবং সক্রিয় সদস্য।

পুলিশ কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, উক্ত ঘটনা ঘটাবার উদ্দেশ্যে তারা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে একটি মাইক্রোবাস গত ১২ ডিসেম্বর সন্ধ্যার পরে ঢাকা যাওয়ার কথা বলে ভাড়া করে। তারা ভাড়া করা গাড়ী নিয়ে ঢাকা যাওয়ার কথা থাকলেও ঢাকায় না গিয়ে গাজীপুরের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে। পরে ভাড়াকৃত গাড়ী নিয়ে তারা রেল লাইন কেটে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে তারা শিববাড়ী, জোড় পুকুরপাড় সহ আরো বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকজনকে গাড়ীতে উঠায়। এসময় সকলের মুখোশ পরা অবস্থায় ছিলো। এ কারণে চালক ভয় পেয়ে ঢাকায় না যাওয়া এবং মুখোশ পরার কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে একজন মুখোশ খোলে ড্রাইভারকে তার চেহারা দেখায় এবং বলে, “দেখো আমাকে তুমি চিনে কিনা?” তারপর ড্রাইভার তাকে চিনতে পেরে আর কিছু বলে না।

তিনি আরো জানান, পরে আসামীরা গাজীপুর মহানগরীর সদর থানাধীন জোর পুকুরপাড়হ ইবনে সিনহা তোহার বাড়ীর সামনে থেকে, রেল লাইন কাটার যন্ত্রপাতি ও বাশ বাগান রেষ্টুরেন্ট থেকে দুইটি গ্যাস সিলিন্ডার তুলে। পরে তারা বিভিন্ন এলাকা ঘুরে সময় ক্ষেপন করে। রাত ১০টার দিকে তারা শিমুলতলীতে হান্ডি রেষ্টুরেন্ট খাবার খায়। পরে তারা রাত ১১টার দিকে শহরের ভিতরে বিভিন্ন অলি গলিতে ঘোরাঘুরি করে আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে তারা বনমরিয়া এলাকায় ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরত্বে বনের পাশে গাড়ী রেখে পায়ে হেঁটে তারা গ্যাস সিলিন্ডারসহ সরঞ্জমালী নিয়ে বনমরিয়া চিনাই রেল ব্রীজের পাশে যায়। সেখানে গিয়ে তারা একত্রে পরিস্থিতি পর্যবেক্ষন করে এবং সুযোগ বুঝে আনুমানিক ভোর ৩টা থেকে ৪টার মধ্যে আসামীরা ২০ ফিট রেল লাইন কেটে বিচ্ছিন্ন করে ফেলে। পরে ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরো বলেন, রেল লাইন কেটে আসামীরা গাড়ী নিয়ে ঢাকায় চলে যায়। ঢাকায় গিয়ে আসামীদের কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে নেমে যায় এবং বাকীরা মিরপুরে গিয়ে নামে।

তিনি জানান, এই ঘটনার কাজে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। মাইক্রোবাসের চালক ঘটনার সাথে সরাসরি প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছে এবং নাশকতার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং এর প্রত্যক্ষদর্শী সাক্ষীও পাওয়া গেছে।

সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, পিবিআ্ই এর মো: মাকসুদের রহমানসহ জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাগণ


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

কোর্ট ম্যারেজ করা প্রসঙ্গে?

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

এখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের রেখেছেন কেন? - রিজভী

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

রাষ্ট্র গঠনে যা করা জরুরি

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

নির্বাচন ব্যবস্থা নিয়ে একটি প্রস্তাবনা

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ঈশ্বরদীতে সাবেক ইউপি চেয়ারম্যান তুহিনসহ যুবদল নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

ইসরাইল এখনো সন্ত্রাসীর মতো হামলা চালাচ্ছে

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

ওরা পার্বত্য অঞ্চলকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর পালিয়েছেন লাখ লাখ ইসরাইলি

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে অশান্তির বীজ উপরে ফেলতে হবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখে দিতে হবে

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে : বাংলাদেশ ন্যাপ

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ জন আটক

অশান্ত মণিপুরে সেনা টহল

অশান্ত মণিপুরে সেনা টহল

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

‘ট্রাম্প ও তার দল ভণ্ডামি করছে’

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

হেলিকপ্টারে যেতে পারলেন না ভারতের দুই মন্ত্রী

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

মার্কিনিদের লেবানন ছাড়ার আহ্বান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

সংঘাতের মধ্যে নতুন অস্ত্র সামনে আনলো ইরান

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স

ভারতকে পারমাণবিক সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন দেবে ফ্রান্স

এশিয়ায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত কোয়াড নেতাদের

এশিয়ায় নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত কোয়াড নেতাদের