ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
নারায়ণগঞ্জ-১ আসন

নৌকার ক্যাম্পে আগুন : স্বতন্ত্র প্রার্থী মোশারফসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

Daily Inqilab অনলাইন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পিএম | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্বাচনী ক্যাম্পে হামলা ও আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোশারফ হোসেন ও তার প্রধান সহযোগী আনোয়ার হোসেনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। শনিবার দুপুরে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আওয়াল বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নির্বাচনকালীন সময়ে এই ধরনের সহিংস ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্ব নাওড়া এলাকায় নৌকার ক্যাম্পে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, নারায়ণগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার ঘনিষ্ঠ অনুসারী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ৪০ মামলার আসামি সন্ত্রাসী মোশারফ হোসেন ও তাঁর বাহিনী নিয়ে হামলা করেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আবারও নৌকার প্রার্থী হয়েছেন আসনটিতে নির্বাচিত তিনবারের সংসদ সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী। রূপগঞ্জ থানা পুলিশের একটি সূত্র জানায়, মোশাররফ হোসেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ ৪০টিরও বেশি মামলা রয়েছে। ‘মোশা বাহিনী’ নামে রূপগঞ্জে তাঁর একটি সক্রিয় বাহিনী রয়েছে। কয়েক মাস আগে পুলিশের ওপর হামলা চালিয়ে মোশাররফ আলোচনায় আসেন। পরে তিনি র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি জামিনে বের হয়েছেন।

স্থানীয় লোকজন জানান, জামিনে বের হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন মোশারফ ও তাঁর সহযোগীরা। শুক্রবার দিনভর ওই আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া কায়েতপাড়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এদিকে, হামলার ঘটনায় নির্বাচন কমিশনেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। নৌকার প্রার্থীর পক্ষে তাঁর প্রস্তাবকারী মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ লিখিত অভিযোগ দেন।

নৌকার ক্যাম্পে আগুন ও হামলা ‘দুঃসাহস’, গ্রেপ্তারের দাবি মেয়র আইভীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নৌকার ক্যাম্পে হামলার ঘটনাকে ‘দুঃসাহস’ মন্তব্য করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শনিবার বিকেলে গোলাম দস্তগীরের বাড়িতে যান আইভী। এই সময় তিনি গোলাম দস্তগীরের স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন, নির্বাচনী বিধিনেষধ থাকায় তিনি নৌকার প্রচারণায় যেতে পারছেন না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য গাছ কিনতে গিয়েছিলেন পূর্বাচলে। সেখান থেকে ফেরার পথে শারীরিকভাবে অসুস্থ হাছিনা গাজীর সাথে কুশল বিনিময় করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, ক্যাম্প পোড়ানো খুবই বাজে সংস্কৃতি, তাও আবার নৌকার ক্যাম্প। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। নারায়ণগঞ্জেও এর বাইরে নয়, এখানেও ব্যাপক উন্নয়ন হয়েছে। রূপগঞ্জে ব্যক্তিগতভাবেও গাজী ভাই অনেক উন্নয়ন করেছেন। পৌর মেয়র হিসেবে হাছিনা গাজীও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যারা এভাবে মানুষের কল্যাণে কাজ করেছেন সেখানে নৌকার ক্যাম্প পোড়ানোর মতো দুঃসাহস কার হলো, কেন সে তা করলো, প্রশাসনের উচিত তা খতিয়ে দেখা।

‘এখানে পরিবেশ পরিস্থিতি কেন বা কারা উত্তপ্ত করতে চাচ্ছে, এইটা বের করা দরকার। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। তিনি বারবার বলেছেন, ভোটের মাঠে যেন উৎসবমুখর পরিবেশ থাকে’, যোগ করেন তিনি। নির্বাচনকালীন সহিংসতা বর্জন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্বাচন শেষ হয়ে গেলে কালকেই একজন আরেকজনের মুখ দেখবে। তাই সহিংসতা পরিহার করে উচিত। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলবো, কে বা কারা নৌকার ক্যাম্প ভাঙচুর এবং আগুন দিলো তা খুঁজে বের করে আইনের আনার জন্য।’

নারায়ণগঞ্জে আগামী ৪ জানুয়ারি নির্বাচনকালীন জনসভায় আসনছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উজ্জীবিত ও আনন্দিত বলে জানান জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।

রূপগঞ্জে নৌকার মাঠ ভালো : আব্দুল হাই

নারায়ণগঞ্জ-১ আসনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। প্রচারণায় অংশ নিয়েছেন সাবেক সহসভাপতি আদিনাথ বসু, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য আনিসুর রহমান দিপু ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের আব্দুল হাই বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীকে নৌকা দিয়েছেন। তিনি আগেও তিনবার এমপি হয়েছেন। এবারও ভোটের মাঠে তাঁর অবস্থা ভালো। পুনরায় তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।’

নৌকার ক্যাম্পে ‘সন্ত্রাসী হামলার’ বিচার দাবি করেন আওয়ামী লীগ সভাপতিও। তিনি বলেন, ‘রাতের আঁধারে এই কাজ যারা করেছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি প্রশাসনের দায়িত্ব। কারও ক্যাম্পেই কেউ হামলা করতে পারবে না, এটাই আইন। আমি আশা করবো, নির্বাচন কমিশন-ডিসি-এসপি দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।’

আওয়ামী লীগের প্রতিবাদ সভা

নৌকার ক্যাম্পে হামলার ঘটনায় গত শুক্রবার রাতে তাৎক্ষনিক প্রতিবাদ সভা ও মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য এমএ করিম পাঠান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোশাররফ ও তার বাহিনীর সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে দিয়ে নৌকার নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান