ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

সিলেট-৫ আসনে বিজয় ঝুঁকিতে দুই মুক্তিযোদ্ধা ! চেতনার বিরুদ্ধে প্রকাশ্যে দলের উপর মহল

Daily Inqilab সিলেট ব্যুরো

০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম


মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনাই দলের প্রাণশক্তি। দেশের স্বাধীনতা, আর মুক্তিযুদ্ধ নিয়ে একক দাবীও করে আওয়ামীলীগ। সেই দাবীর বাস্তবতা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে সিলেট ৫ আসনের নির্বাচনে। নৌকার মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তিনি সিলেট মহানগর আ’লীগের সভাপতি। দলের জন্য নিবেদিত, পরীক্ষিত বলেই হয়তো দল মনোনয়ন দিয়েছে তাকে। একই সাথে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন অপর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির। সিলেট জেলা আ’লীগের সহ সভাপতি তিনি। তার প্রতীক ট্রাক। সিলেটের ৬টি আসনের মধ্যে সরাসরি নৌকার মনোনয়ন পেয়েছেন মাত্র একজন মুক্তিযোদ্ধা। সেই সাথে আ’লীগে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন একজন মুক্তিযোদ্ধা। কিন্তু এই আসনে এ দুই মুক্তিযোদ্ধা পড়েছেন নিবার্চন ঝুঁকিতে। কারন এখানে ডামি বা স্বতন্ত্র প্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী সাথে ঠক্কর দিতে হিমশীম খাচ্ছেন তারা। এখানে হুছামুদ্দীনের নিজস্ব কোন ক্যারিশমা নেই, বরং খোদ আ’লীগ, ছাত্রলীগ সহ দলের অঙ্গ সংগঠনের প্রচুর নেতাকর্মী হুছামুদ্দীনের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছে প্রকাশ্যে। এহেন ঘটনায় দলের চেইন অব কমান্ড নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সেই সাথে চেতনার বিরুদ্ধে যেয়ে এহেন তৎপরতায় আলোচনা সমালোচনারও শেষ নেই। ঘটনাটি এ পর্যন্ত সীমাবদ্ধ নয়, বিশেষ কিছু গোয়েন্দা সংস্থার লোকজনও আ’লীগের স্থানীয় নেতাকর্মীদের চাপে রাখছে হুছামুদ্দীনের পক্ষে। বিষয়টি এখন ওপেন সিক্রেট। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পথে এমন তৎপরতা যে বিরাট বাধা সেই উপলব্ধি এখন অনুধাবন করছেন আ’লীগ রাজনীতির প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাও। ঘটনাটি নির্বাচন পর্যন্ত হলে হয়তো কথা ছিল না। এর রেশ থাকবে দীর্ঘমেয়াদী এমনটি মনে করছেন সাধারন নেতাকর্মীরা। এ ফলে দলের তুণমুলে বিভক্ত হয়ে পড়বে, দলের স্থানীয় চেইন অব কমান্ড ভেংগে পড়বে। দলের মধ্যে পারস্পরিক অনাস্থা, অবিশ^াস, হিংসা প্রতিহিংসা, সন্দেহ সহ প্রতিশোধের বিস্তার ঘটবে। সর্বোপরি দেশের স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তান দুই মুক্তিযোদ্ধা নিজ চোখে দেখবেন তাদের পরাজয়, নিজ দলের অপ্রত্যাশিত ভূমিকায়। এর মধ্যে চেতনার স্লোগান, নিক্ষেপ হবে আস্তাকুঁড়ে। কারন তাদের বিরুদ্ধে নেমেছে নিজ দলের নেতাকর্মীরা। এর চেয়ে আফসোসের কি হতে পারে এ দুই মুক্তিযোদ্ধার। দলের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, দলে কি হচ্ছে, দলের প্রার্থীর বিরুদ্ধে দলের লোকজন কিভাবে প্রকাশ্যে কাজ করতে পারে, সেই প্রশ্ন তাদের। তারা বলছেন আওয়ামীলীগ যে চেতনার ধারক বাহক, এমনকি সেই সম্পদ দলের অস্তিত্ব। সেই অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে, সিলেট-৫ আসনে। শুধু নৌকার বিরোধীতা করা হচ্ছে না, বিরোধীতা করা হচ্ছে মুক্তিযোদ্ধাদের। পরোক্ষভাবে এ বিরোধীতা কি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নয়। তারা বলছেন, এ বিরোধীতা বিএনপি-জামায়াত করছে না, করছে স্বয়ং আ’লীগের একাংশ। তারা মনে করছেন, সময়ের এই বিরোধীতা আ’লীগ রাজনীতিকে সংকটে ফেলবে, সেই সাথে শক্তিশালী করবে স্বাধীনতা বিরোধীদের। এখন দলের মধ্যে স্বাধীনতা বিরোধী চেতনা লালন করা শুরু হয়েছে, স্থানীয়রা বলছে, দলের উপর মহলের চাপে তারা এমনটি করতে বাধ্য হচ্ছে, তাহলে প্রশ্ন দলের উপর মহল কি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে।
সিলেট-৫ আসনে নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির। গত সোমবার বিকেল ৩টায় একাধিক স্থানে প্রচারনাকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনার কর্তৃক বার বার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও এর প্রতিফলন ভোটার মাঠে। কারন তার সমর্থক ও অনুসারী নেতাকর্মীদের একটি বিশেষ সংস্থার লোকজন অন্য এক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নানাভাবে তৎপর রয়েছে। এতে অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছেন তারা। যার কারনে ভোটারদের মধ্যে ইতিমধ্যে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সিলেট-৫ আসনে আগামী ৭ জানুয়ারীর নির্বাচন যাতে করে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানিয়েছেন ড. আহমদ আল কবির।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীনের পক্ষে প্রচারনায় অংশ নেয় কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী মারওয়ানুল করিম ইনকিলাবকে বলেন, আমরা হুকুমের তাবেদারী করছি মাত্র, দলের শীর্ষ নেতারা বাধ্য করছেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে যেয়ে স্বতন্ত্র প্রার্থী হুছামুদ্দীনের পক্ষে কাজ করতে। বিষয়টি মায়ের চেয়ে মাসির দরদের মতো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিরোধীতা স্থানীয় দলে বিভক্তি সহ দলের ঐক্যে হুমকিতে পড়বে। এমনকি আমাদের চেতনাগত অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তারপরও সেরকম পরিস্থিতিতে জড়িয়ে দেয়া হচ্ছে আমাদের।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান