ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

অপসারণ হয়নি ইনানীর সেই বিতর্কিত জেটি

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

০২ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪, ০৬:৪০ পিএম


-এটি মেরিন ড্রাইভ সড়ক ও পরিবেশ প্রতিবেশ বিধ্বংসী
-বাণিজ্যিকভাবে ব্যবহারে কিছুই জানেনা কউক ও জেলা প্রশাসন
- অবিলম্বে অপসারণ দাবী সচেতন মহলের


এখনো অপসারণ হয়নি মেরিন ড্রাইভ সড়ক ও পরিবেশ প্রতিবেশ বিধ্বংসী ইনানীর সেই বিতর্কিত জেটি। এটি বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু হলেও কিছুই জানেনা কউক ও জেলা প্রশাসন। অবিলম্বে এটি অপসারণ দাবী দাবী জানিযেছেন সচেতন মহল।
আন্তর্জাতিক নৌ-মহড়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ইসিএ এলাকা কক্সবাজারের ইনানী সৈকতে নির্মাণ করা হয়েছিল একটি নৌ-জেটি। সে সময় পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিবাদের মুখে মহড়া শেষে জেটি অপসারণ করা হবে বলেও জানানো হয়েছিল। মহড়া শেষের এক বছর অতিক্রম হলেও এখনো অপসারণ করা হয়নি সৈকতে নির্মিত সেই পরিবেশ বিধ্বংসী জেটি। উল্টো বেসরকারি একটি জাহাজ কোম্পানিকে মোটা অঙ্কের টাকায় বাণিজ্যিকভাবে ব্যবহারে ভাড়া দেয়া হয়েছে বলে জানা গেছে। এ অবস্থায় জাহাজের হাজারো যাত্রী নিয়মিত আসা-যাওয়ায় পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় যেমন প্রভাব পড়বে তেমনি স্বপ্নের মেরিন ড্রাইভ সড়কটিও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন পরিবশে সংশ্লিষ্টরা।

এব্যাপারে অনুমতির বিষয়টি জানেন না বলে উল্লেখ করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন। জাহাজ মালিক কর্তৃপক্ষ বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশেই সংশ্লিষ্টদের কাছ থেকে পারমিশন নিয়ে তারা জেটি ব্যবহার করছে।

এদিকে, দ্রুত জেটিটি অপসারণ কিংবা বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে সোমবার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বরাবরে লিখিত আবেদন দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নেতৃবৃন্দ।

তথ্য মতে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী প্রথমবারের মত আন্তর্জাতিক নৌশক্তি মহড়ার আয়োজন করে। এ মহড়ার জন্য ২০২০ সালে কক্সবাজারের ইনানী সৈকতে এই জেটিটি নির্মাণ কাজ শুরু করে নৌবাহিনী। সৈকতকে দ্বিখন্ডিত করে বাঁধ নির্মাণ ও ইসিএ এলাকায় স্থাপনা নির্মাণ বন্ধ করতে ২০২২ সালের হাইকোর্টে একটি রিট মামলা (যার নং-১০৪৩৭/২২) করা হয়। মামলার শুনানী শেষে একই বছর ১ সেপ্টম্বর ইনানীতে নির্মিত জেটি ‘কেন অপসারণের নির্দেশনা দেওয়া হবে না’ মর্মে প্রতিরক্ষা সচিব ও কক্সবাজারের জেলা প্রশাসকসহ ৫ জনের বিরুদ্ধে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। মামলাটি এখনো নিষ্পত্তি হয়নি।

এরই মধ্যে ২০২২ সালের ৭ ডিসেম্বর নৌ-মহড়া শেষ হলেও অপসারণ করা হয়নি জেটিটি। উল্টো ব্যক্তিমালিকানাধীন "কর্ণফুলি শিপ বিল্ডার্স" এর মালিকানাধীন 'এমভি কর্ণফুলি এক্সপ্রেস' জেটিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা করেছে। জেলা প্রশাসনের অগোচরে এবং উচ্চ আদালতের মামলা থাকার পরও বাণিজ্যিকভাবে কিভাবে জেটি ব্যবহার হচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতন মহলে। এ অবস্থায় পরিবেশ ও প্রতিবেশ রক্ষার পাশাপাশি মেরিন ড্রাইভ সড়ক রক্ষার্থে দ্রুত জেটি অপসারণ কিংবা বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবি জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি দেয় ‘বাপা’।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইসিএ আইন অমান্য করে কক্সবাজারের ইনানীতে নির্মিত জেটি অপসারণ না করে উল্টো বাণিজ্যিকভাবে ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হবে গর্বের মেরিন ড্রাইভ সড়ক। চরম প্রভাব পড়বে পরিবেশ ও প্রতিবেশের। তাই দ্রুত জেটি অপসারণের দাবি জানান তারা। এ সময় কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বাপা কক্সবাজার সভাপতি এইচ এম এরশাদ, সাধারণ সম্পাদক কলিম উল্লাহসহ অন্যান্য পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

বাপা কক্সবাজারের সভাপতি এইচ এম এরশাদ বলেন, জেটি নির্মাণের সময় কোন ধরনের মেরিন সমীক্ষা ছাড়া ইসিএ সৈকতে একশত ফুট গভীরে কনক্রিটে ঢালাই দিয়ে প্রায় এক হাজার ফুট স্থায়ী পাকা জেটি নির্মাণ করা হয়েছে। ব্যবহারের পর জেটি সরিয়ে নেয়ার পরিবর্তে বাণিজ্যিক ব্যবহারে অনুমতি দেয়া দুঃখজনক।

কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিন জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেশের প্রত্যেকটা মানুষের অহংকার। এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের। এই জেটি গর্বের দীর্ঘ সৈকতকে দ্বিখণ্ডিত করে বিতর্ক সৃষ্টি করেছে।

জানতে চাইলে ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস' জাহাজ কক্সবাজার কার্যালয়ের ইনচার্জ হোসাইন ইসলাম বাহাদুর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেটি ব্যবহার করছি। এটি ব্যবহারের জন্য আমরা জেটি সংশ্লিষ্টদের রাজস্বও দিয়েছি। সংবাদ কর্মীরা
রাজস্ব দেয়ার চালানে কপিটি চাইলে তিনি বলেন, এটি আপনাদের দেব কেন? তিনি বলেন, জাহাজ চলাচলের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অনুমতির প্রয়োজন নেই। শুধু নৌ-মন্ত্রণালয়ের পারমিট দরকার। আমাদের সেটি রয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, জেটি অপসারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নৌ-বাহিনীকে চিঠি দেয়া হয়েছে। এরইমধ্যে আমাদের অগোচরে জাহাজ চলাচল শুরু করেছে। জাহাজ চলাচলের কোন অনুমতি দেয়নি জেলা প্রশাসন।

বিষয়টি সম্পর্কে জানতে নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জনসংযোগ বিভাগে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পর্কে জেনে সংশ্লিষ্ট কর্মকর্তা গণমাধ্যমে জানাবেন বলে জানা।#


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান