রামগতিতে নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে হামলা- ভাংচুর,নারীসহ আহত-৫
০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ পিএম
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নৌকা-ঈগল সমর্থকদের মধ্যে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জেলার রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ৪ জনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন ঈগল প্রতীকের বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন।
স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার চরআলগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের কালন পাটোয়ারী বাড়ীর ওয়াজিউল্লার ছেলে আবদুল বাতেন ভোটের দিন একটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুনের ঈগল প্রতীকের পুলিং এজেন্ট ছিলো। একই বাড়ির তার জেঠাতো ভাই মো:হাসান নৌকার প্রার্থী মোশাররফ হোসেনের এজেন্ট ছিলো। এ নিয়ে সোমবার তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে বাতেনের চাচা নৌকার সমর্থক মামুন ও তার ছেলে হাসান লাঠিসোঁটা নিয়ে বাতেনের ঘরে হামলা করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গচুর করে। এসময় তাদের বাধা দিতে এগিয়ে আসলে বাতেন সহ তার পরিবারের শিরিন আক্তার, নাজমা বেগম ও আহাম্মদ উল্লাহ আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামুন বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হামলায় আহত ঈগল প্রতীকের এজেন্ট আবদুল বাতেন বলেন,স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট হওয়ায় আমাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন ইউনিয়নের আ.লীগ নেতা শাহেদ আলী মনু, আমার জেঠা মামুন ও তার ছেলে হাসান। সোমবার সকালে আমার জেঠাতো ভাই নৌকার সমর্থক মো: হাসান লাঠি দিয়ে প্রথমে আমার উপর হামলা করে এরপর ঘরে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙ্গচুর শুরু করেন। এতে বাধা দিলে আমার স্ত্রী শিরিন আক্তার সহ পরিবারের আরো ৪ জন গুরুতর আহত হয়।
চরআলগী ইউনিয়ন আ.লীগ নেতা শাহেদ আলী মনু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ঈগল প্রতীকের সমর্থকরা মঙ্গলবার সকালে দলবল নিয়ে নৌকার সমর্থক হাসানের উপর হামলা করে ২ জনকে গুরুতর আহত করেন।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল মামুন বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এমনটা কখনো আশা করিনি। বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। আমরা সবাই এক দলের লোক। জয় পরাজয় থাকবেই। এতে মারামারি করার কোন প্রয়োজন ছিলনা। আমি রামগতি-কমলনগরকে মামলা-হামলা মুক্ত রাখতে চাই।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক
সাবেক মেয়র আইভীর ভগ্নিপতিকে কারাগারে প্রেরণ,পরবর্তী শুনানি ২৭ নভেম্বর
দেখেছেন কি অস্কারের আলোচনায় থাকা সেরা ১০ টি সিনেমা?
কাউকে ঋণ দিয়ে বিনিময়ে তার কাছে থেকে ধান নেওয়া প্রসঙ্গে।
দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার হলো বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের
কৃষিতে এক অসাধারণ ভূমিকা রেখে চলছে কেজিএফ
সাবেক আইনমন্ত্রীর উপজেলার মাঠে এখন বিএনপি
জাতীয় সংগীত নিষিদ্ধের ঘোষণা সর্বস্তরের ছাত্র-জনতার
আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে সৈয়দপুরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার হলো কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের
সাবেক আইনমন্ত্রীর উপজেলায় মাঠে বিএনপি
আশুগঞ্জে ভারতীয় মার্বেল, ফুচকা, জিরা উদ্ধার
বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে রোহিঙ্গা নারী ও কোলের শিশু সহ ২ জন গুলিবৃদ্ধ
প্রশাসনসহ বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে বসে আছে ফ্যাসিস্টদের দোষর
কাদিয়ানী ফিতনা সচেতনায় সিলেটে খতমে নবুওয়াত মহাসম্মেলন বুধবার
পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীসহ ১৯ জনের নামে মামলা
শপথ নিলেন ৩ উপদেষ্টা
লাক্ষা ব্যবসায় প্রতারণার শিকার, যশোরের কেশবপুরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন
বগুড়ায় বাড়ির ডিপ ফ্রিজে পাওয়া গেল মাদ্রাসা উপাধক্ষের স্ত্রীর লাশ !
কারো ষড়যন্ত্রে পা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না : কুমিল্লায় বরকত উল্লাহ বুলু