গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ও মধূটিলা ইকোপার্কে পর্যটক সমাগমে স্বস্তি ফিরছে ব্যবসায়ীদের
২১ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৪, ০২:০৩ পিএম
দ্বাদশ নির্বাচনকে ঘিরে শঙ্কায় ঝিমিয়ে থাকা গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ও মধূটিলা ইকোপার্কে আবারো চেনা রূপ ফিরেছে। দীর্ঘদিনের শূন্যতা কাটিয়ে বেড়েছে পর্যটকদের সমাগম। প্রতি শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে পর্যটক-দর্শনার্থীতে ভরে উঠেছে অবকাশ পর্যটন কেন্দ্র ও মধূটিলা ইকো পার্ক। আবারো সকল পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা মোটামুটি ভালই জমে উঠেছে। বিকিকিনি খরা কেটে যাওয়ায় পর্যটন ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পর্যটন ব্যবসায়ীদের মতে, করোনার পর ধারাবাহিক হরতাল অবরোধে অবকাশ পর্যটন ব্যবসায় মন্দা যাচ্ছিল। এরপরও চলতি পর্যটন মৌসুম শুরুর পর সাপ্তাহিক ও নানা দিবসের ছুটিতে পর্যটক সমাগম ছিল সামান্য। দ্বাদশ নির্বাচনের আগে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর অব্যাহত অবরোধ-হরতালে ফের ভাটা পড়ে। গত ডিসেম্বরের পর অল্প অল্প করে পর্যটক আশা শুরু হয়। তবে, ভোটগ্রহণের আগে থেকে একেবারেই বন্ধ হয়ে যায় পর্যটক আসা। এর পর ভরা মৌসুমেও চরম মন্দা কাটছিল। মৌসুমে ব্যবসার লগ্নি উঠবে কিনা- এ নিয়ে শঙ্কায় ছিল ব্যবসায়ীরা। এরই মাঝে নির্বাচনের পর থেকে কিছুটা পর্যটক আসা শুরু করেছে। ফলে চেনা রূপে ফিরেছে পর্যটন কেন্দ্রগুলো। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আব্দুর রহিম দৈনিক ইনকিলাবকে বলেন, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস উদযাপনের মধ্য দিয়ে চলতি পর্যটন মৌসুম শুরু হলেও গারো পাহাড়ে আশানুরূপ পর্যটক উপস্থিতি ছিলনা। উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক উপস্থিতি না থাকায় চরম হতাশায় সময় কেটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দিন। নির্বাচনের পর থেকে পর্যটক ও দর্শনার্থী সমাগম বেড়েছে। সাপ্তাহিক ছুটিতে ভ্রমণপ্রেমীরা অবকাশ ও মধূটিলা ইকোপার্কে আসা শুরু করায় ভ্রমনপিপাসুদের পদচারনায় থাকছে মুখোর। এছাড়াও গারো পাহাড়ের অন্যন্য বিনোদন কেন্দ্র গুলোয় ও ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। অতীতে পুরো ডিসেম্বর-জানুয়ারিতে প্রতিদিনই কমবেশি পর্যটক আসা যাওয়া করতো। গত ক’বছরই এর ব্যতিক্রম ঘটছে। সাপ্তাহিক ছুটিতে শুক্র ও শনিবার বিপুল পর্যটক উপস্থিতি হওয়ায় গারো পাহাড়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যবসায়ীদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনে মতোই পর্যটন ব্যবসাতেও বৈচিত্র এসেছে। নানা কারণে, এখন আর আগের মতো শীত মৌসুমের পুরো সময় পর্যটক মিলছে না। এসময়ে অতীতে প্রতিদিন হাজার হাজার পর্যটকের উপস্থিতি থাকতো। চারদিকে ছিল শুধু হতাশা। এরপরও শুক্রবার ও শনিবারের লোকসমাগমে সংশ্লিষ্টরা আনন্দিত। পর্যটক শূন্যতায় সবাই দুর্বিসহ্য দিন কাটিয়েছেন। বর্তমানে প্রতিদিনতো বটেই বিশেষ কওে বন্ধের দিন শুক্রবার ও শনিবার জমজমাট ব্যবসা করছেন ব্যবসায়ীগণ। তারা বলেন, নাই মামার চেয়ে কানা মামা ভালো’ এপ্রবাদের মতোই আমরা খুশি। ’ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আহমেদ বাদল দৈনিক ইনকিলাবকে বলেন, পর্যটক নিরাপত্তায় নিয়মিত বাড়তি পুলিশী টহল ও পুরো বিনোদন কেন্দ্র পুলিশের নজরদারির আওতায় রয়েছে। বাড়তি পর্যটক সমাগমেও কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্তর্পণে রয়েছি আমরা। পর্যটন কেন্দ্রে আগত সকলকে নিরাপদ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেভাবেই পর্যটক নিরাপত্তায় সবসময় সতর্কাবস্থায় রয়েছি।’ ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া দৈনিক ইনকিলাবকে বলেন, নির্বাচনের পূর্বে হরতাল অবরোধের কারণে পর্যটকের সংখ্যা কমে গেলেও নির্বাচনের পর পরিস্থিতি শান্ত এবং নিরাপদ হওয়ায় পর্যটক সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকেও পর্যটক নিরাপত্তায় মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। এক কথায় পর্যটক হয়রানি রোধ ও নিরাপদ করতে আমরা সবসময় সজাগ রয়েছি।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস