ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

ইবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ক্লাস স্থগিত রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে পাঠানোর অভিযোগ

Daily Inqilab ইবি সংবাদদাতা

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৩ পিএম

ক্লাস স্থগিত রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের জোর মানববন্ধনে নিয়ে আসার অভিযোগ উঠেছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত জ্ঞান চর্চার জায়গা। শিক্ষার্থীরা কোন মানববন্ধন বা সমাবেশে যাবে কি যাবেনা এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মত স্থানে জোর করে শিক্ষার্থীদের মানববন্ধনে আনা এটাকে কোন ভাবেই শিক্ষক সুলভ আচরণ বলেনা।

জানা গেছে, দীর্ঘদিন নতুন নিয়োগ বন্ধ থাকায় মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে নিয়োগ-বাণিজ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি, রেজিস্ট্রার এবং শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দের অডিও ভাইরালসহ নানা দুর্নীতির স্কিনশট ছড়িয়ে পড়ে ফেসবুকে। এ সকল কারণে নিয়োগ স্থগিত রাখার দাবি জানিয়েছে শিক্ষকদের একাংশ ও কর্মকর্তারা। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা নিয়োগ বোর্ড চালু রাখার দাবি নিয়ে ভিসির কার্যালয়ে গেলে নিয়োগ বোর্ড বন্ধের দাবি নিয়ে যাওয়া শিক্ষকদের সঙ্গে বাকবিতন্ডা হয়।

তথ্য সূত্রে, ৬ ফেব্রয়ারীর ভিসির কার্যালয়ে অছাত্র ও বহিরাগতদের দ্বারা শিক্ষকবৃন্দকে হেনস্থার প্রতিবাদে আজকের এ মানববন্ধন আয়োজন করে সাধারণ শিক্ষার্থী। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভিসির নিকট ঘটনায় জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।

এসময় মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাউফুল হাসানসহ বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তাদের দাবি, গত ৬ই ফেব্রুয়ারী ভিসির কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দেখা করতে যায়। সেখানে কিছু বহিরাগত ও অছাত্র উপস্থিত হয়ে শিক্ষকদের লাঞ্ছিত ও উস্কানিমূলক কথা বলে। আমরা মনে করি এতে শিক্ষকরা তাদের মর্যাদা হারিয়েছে। ভিসি মহোদয়কে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিতে চাই এর মধ্যে অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। না হলে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

পরে একই সঙ্গে শাখা ছাত্রলীগের কামাল হোসেন, শাকিল আহমেদ, শাহিন পাশাসহ কিছু কর্মীরা কার্যালয়ে ভিসিকে হেনস্থা করার বিষয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ সময় তারা ভিসির নিকট দাবি করেন, কয়েকটি নির্দিষ্ট বিভাগের শিক্ষক তাদের ছাত্রদের দিয়ে উদ্দেশ্যমূলকভাবে আন্দোলন করাচ্ছেন। ক্লাসে ডেকে ক্লাস না নিয়ে তারা শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচিতে পাঠিয়েছেন। সেখানে উপস্থিত এক শিক্ষকও একই দাবি জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধনে যাওয়ার জন্য সিআরকে (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) বলেছেন বলে জানা যায়।

এদিকে বেলা ১১টায় জঙ্গিবাদবিরোধী ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেন শাখা ছাত্রলীগ। সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে প্রায় দেড়শতাধিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয় বর্তমানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটা আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই এসব আন্দোলনের কারণে শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সরকার প্রধানের কাছে আমাদের দাবি, কোনো প্রশাসনিক পদ পরিবর্তনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যেন ভুগতে না হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ যেন সুষ্ঠু থাকে।

জোর করে মানববন্ধনে পাঠানোর ব্যাপারে এ বিষয়টি অস্বীকার করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমাদের বিভাগের কোন শিক্ষার্থীদেরকে জোর করে মানববন্ধনে পাঠানো হয়নি। বরং আমি নিজেই ১২টা পর্যন্ত ক্লাস নিয়েছি।

শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে আন্দোলন বা মানববন্ধন করার অধিকার রয়েছে। তবে কোন শিক্ষার্থীদের জোর করে মানববন্ধনে পাঠানোর অধিকার নেই। যদি কোন শিক্ষক এমনটি করে থাকেন তাহলে তিনি ভুল করেছেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মাগুরায় প্রাইভেট মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ও রিকসা উল্টে ৩ জন নিহত আহত এক

মাগুরায় প্রাইভেট মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে ও রিকসা উল্টে ৩ জন নিহত আহত এক

শেখ হাসিনা ছিলেন দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী: মাদারীপুরের রাজৈরে চরমোনাই পীর

শেখ হাসিনা ছিলেন দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী: মাদারীপুরের রাজৈরে চরমোনাই পীর

মব জাস্টিস : নিষ্ঠুরতার এক নৃশংস চিত্র, প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

মব জাস্টিস : নিষ্ঠুরতার এক নৃশংস চিত্র, প্রতিরোধে প্রযুক্তির ব্যবহার

পরাজিত শক্তি পাহাড়ে অরাজকতা করতে চায়: জাগপা

পরাজিত শক্তি পাহাড়ে অরাজকতা করতে চায়: জাগপা

বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকনকে শোকজ

বিএনপি নেতা মাহাবুব উদ্দিন খোকনকে শোকজ

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় ৩ মামলা

মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় ৩ মামলা

আবু সাঈদ হত্যা বিশ্ববিদ্যালয়ে জড়িতদের চিহ্নিত করতে বেরোবিতে তদন্ত কমিটি গঠিত

আবু সাঈদ হত্যা বিশ্ববিদ্যালয়ে জড়িতদের চিহ্নিত করতে বেরোবিতে তদন্ত কমিটি গঠিত

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ২

কুতুবদিয়ায় কোস্টগার্ডের অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ আটক ২

বিরলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

বিরলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার উপদেষ্টা

জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ : স্থানীয় সরকার উপদেষ্টা

কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

কলাপাড়ায় যাত্রীবাহী বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, শিশু সহ আহত-৫

গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

মেরিনারের দায়িত্ব নিলেন সা‌মির কা‌দের চৌধুরী

মেরিনারের দায়িত্ব নিলেন সা‌মির কা‌দের চৌধুরী

বাফুফের সভাপতি পদে এবার দৃশ্যপটে তাবিথ

বাফুফের সভাপতি পদে এবার দৃশ্যপটে তাবিথ

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

সেনাবাহিনীর নারী সদস্যরা হিজাব পরতে পারবেন

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবিতে মতবিনিময় সভায় যৌন নিপীড়ক শিক্ষক, শিক্ষার্থীদের ক্ষোভ

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

‘অধ্যাপক’ হিসেবে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ৯২২ জন

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মালিক গ্রেফতার

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

স্বৈরাচারের পতন হলেও দোসররা এখনো রয়ে গেছে : তারেক রহমান

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে