ছাত্রলীগ নেতাদের লাঞ্ছনার শিকার মাদ্রাসা শিক্ষকরা
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৮ পিএম
মাগুরা জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব-বন্ধন করতে গেলে শহরের সিদ্দিকীয়া মাদ্রাসা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হিজবুল্লাহ তাদের ওপর চড়াও হয়ে ব্যানার কেড়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, মাগুরার সদর উপজেলার পুখরিয়া আলোক-দিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য কেরামত মল্লিকের ছেলে রায়হান ওই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে; কিন্তু সে নির্বাচনি পরীক্ষায় অংশ না নিলেও তার বাবা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য হিসেবে ছেলেকে চলমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবি করেন। কিন্তু মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট আইনাল হক তাকে সেই সুযোগ না দেওয়ায় স্থানীয় বগিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে অভিযোগ দেন।
এর পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি সকালে ইউপি চেয়ারম্যান মীর রওনক হোসেন সুপারিন্টেনডেন্ট আইনাল হককে নিজ বাড়িতে ডেকে নিয়ে মাদ্রাসা সভাপতি নজরুল ইসলামসহ উপস্থিত অন্যদের সামনে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানরা মাগুরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে স্মারকলিপি দেন। এর আগে বেলা ১২টার দিকে তারা মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে মানব-বন্ধন করতে গেলে ছাত্রলীগ কর্মীরা তাদের ওপর চড়াও হয়।
মানব-বন্ধনে অংশগ্রহণকারী মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ. ওবায়দুল্লাহ বলেন, একজন ইউপি চেয়ারম্যান অনৈতিকভাবে মাদ্রাসা প্রধান আইনুলকে নিজ বাড়িতে ডেকে নিয়ে চড়-থাপ্পড় মেরেছেন। তিনি কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিলেও স্থানীয় প্রশাসন কিংবা মাদ্রাসা পরিচালনা কমিটি এ বিষয়ে কোনো প্রতিকারের ব্যবস্থা না নেওয়ায় মানব-বন্ধনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানেও ছাত্রলীগের হামলা এবং ব্যানার কেড়ে নেওয়ার ঘটনা দুঃখজনক। আমরা এর সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু নাসির বাবলুকে বিষয়টি অবহিত করেছি।
বিষয়টি নিয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। তবে পুখরিয়া আলোক-দিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নজরুল ইসলাম বলেন, ঘটনার দিন চেয়ারম্যানের বাড়িতে অনেক লোকজন থাকলেও আমার সামনে মারধরের ঘটনা ঘটেনি। এছাড়া মানব-বন্ধন থেকে ব্যানার কেড়ে নেওয়ার ঘটনা জানা নেই। কেউ সেটি করলেও সেখানে আমাদের কোনো ইন্ধন নেই।
শহরের সিদ্দিকীয়া মাদ্রাসা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হিজবুল্লাহকে মোবাইলে ফোন দিলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার