সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৯ পিএম
বিপদ কেটে গেছে, ছুরিকাঘাতে আহত অভিনেতা সাইফের অস্ত্রোপচার শেষ হয়েছে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, টানা আড়াই ঘণ্টা ধরে চলা অস্ত্রোপচারে চিকিৎসকেরা সাইফের শরীর থেকে ছুরির ভাঙ্গা অংশ বের করেছেন। এমনকি স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে এই অভিনেতার। এছাড়াও করতে হয়েছে ‘কসমেটিক সার্জারি’।
দ্য হিন্দু'র বরাতে জানা যায়, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চি লম্বা একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন এটা ছুরিরই ভাঙা অংশ। লীলাবতী হাসপাতালের তরফ থেকে আগেই জানানো হয়, অভিনেতার শরীরে ৬টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি গভীর ক্ষত বলে জানানো হয়। এছাড়াও অভিনেতা তার শিরদাঁড়ার কাছেও বেশ জখম হয়েছেন।
এদিকে মধ্যরাতে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ কার্যক্রম।
বুধবার রাত ২টার দিকে এই অভিনেতার বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতিকারী। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ডাকাতির উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটেছে।
জানা যায়, মাঝরাতে বাড়িতে ডাকাত ঢোকার পরেই পরিচারকেরা চিৎকার শুরু করেন। সেই সময় ঘুমাচ্ছিলেন অভিনেতা। চিৎকার শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। প্রথমে ওই দুষ্কৃতীর সঙ্গে তর্কাতর্কি হয় তার। তারপরেই দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে একে ৬ বার ছুরিকাঘাত করা হয় সাইফকে। পরে অন্যদের আগমন টের পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারী। তৎক্ষনাৎ বাড়ির পরিচারকেরা এবং পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে নিয়ে যান সাইফ আলি খানকে।
এ বিষয়ে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, ‘একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। যেখানে জখম হন সাইফ। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত, মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ-কারিনা দম্পতি। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ।
তবে হামলার সময় করিনা বাড়িতে ছিলেন কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। কেননা, এই ঘটনার কিছুক্ষণ আগেই বোন কারিশমা কাপূর এবং দুই বন্ধু সোনম কাপূর, রিয়া কাপূরের সঙ্গে ‘পার্টি’ করার ছবি দিয়েছিলেন কারিনা।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
নাচোলে এক গৃহবধূর আত্মহত্যা
ভারতে বসে হাসিনা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে: মেজর হাফিজ
ধামরাইয়ে প্রাইভেটকারসহ ৪ অপহরণকারী জনতার হাতে আটক
ঢাকাকে আবারও পরাজয়ে ভাসিয়ে জয়ে ফিরল বরিশাল
নোয়াখালীতে বাংলাদেশ ফাউন্ডেশন জাপানের সহায়তা পেল ৩৪ পরিবার
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নার্গিস ফাখরি
সমাজ কল্যান সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
নাটোরে বিএনসিসি মহাস্থান রেজিমেন্টাল ক্যাম্প শুরু
নাটোরে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ বাতিল
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক শুরু
দাদা বাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা
শুধু এইচএমপিভি নয়, সানজিদার মাল্টিঅর্গান ফেইল করেছিল
ফরিদপুরের আলোচিত ওবায়দুর হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
সকলে মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান