বুকফাঁটা কান্না আর আহাজারী নিয়ে আখেরী মোনাজাতের মাধ্যমে বিশ^ জাকের মঞ্জিলে উরশ সম্পন্ন
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮ পিএম
লক্ষ লক্ষ জাকেরান-আশেকান ও ধর্মপ্রাণ মুসুল্লীয়ানের বুকফাঁটা কান্নাজরান আহাজারী নিয়ে অল্লাহুম্মা আমীন ধনিতে বিশ^ জাকের মঞ্জিলে ৪ দিন ব্যাপী বিশ^ উরশ শরিফের সমাপ্তি ঘটেছে মঙ্গলবার সকালে। গত শুক্রবার জুমাবাদ মিলাদ ও ফাতেহা শরিফ পাঠ সহ পীর ছাহেব হজরত মাওলানা শাহসুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের রওজা শরিফ জিয়ারতের মাধ্যমে এ পবিত্র উরশ শরিফের সূচনা হয়। এবারো পাকিস্তান, ভারত ও মধ্যপ্রাচ্য সহ বিশে^র অন্তত ২৫টি দেশ থেকে বিপুল সংখ্যক মুসুল্লী এবং জাকেরান ও অশেকান বিশ^ জাকের মঞ্জিলের উরশ শরিফে অংশ নেন। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের বিপুল ভক্তও আলাদা স্থান ও ব্যবস্থাপানায় ভিন্নভাবে এ উরশে অংশ নেন।
গত ৪ দিনের উরশে এক কোটিরও বেশী মানুষ বিশ^ জাকের মঞ্জিলের এ উরশে অংশ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার রাতের শেষ প্রহরে রহমতের সময়ে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং মোরাকাবা সহ জিকিরের মাধ্যমে দিনের কার্যক্রমের সূচনা হয়। বিশাল জামাতে লক্ষ লক্ষ মুসুল্লী ফজরের নামাজ আদায়ন্তে ফাতেহা শরিফ পাঠন্তে দোয়া মানাজাতে অংশ নেন। পরে খতম শরিফ আদায়ন্তে পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরিফ পাঠ শেষে আখেরী মোনাজাতের মাধ্যেমে গত কয়েকদিনের এ বিশাল ধর্মীয় সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
প্রায় ২৭ মিনিটের এ মোনাজাতে লক্ষ লক্ষ মুসুল্লী চোখের পানি আর আহাজারি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের দরবার পানাহ চান। একইসাথে নিজের এবং সন্তান-সন্ততি সহ পরিবারের কষ্টের কথা তুলে ধরেও পরিত্রান চেয়ে মহান আল্লাহ রাব্বুল আল আমীনের কাছে রহমত কামনা করেন মুসুল্লীয়ানগন। মোনাজাতে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর জন্য মহান আল্লাহ রাব্বুর আল আমীনের রহমত কামনা করা হয়। বিশেষকরে ফিলিস্তিনী মুসলিমদের ইসরাইলী আগ্রাসন থেকে রক্ষায় মহান আল্লাহ পাকের বিশেষ রহমত কামনা করা হয় বিশ^ জাকের মঞ্জিলের উরশ শরিফের আখেরী মোনাজাতে।
তবে মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত এ দরবার শরিফে ওয়াজ নসিহত সহ তরিকায়ে নকসবন্দিয়া মোজাদ্দেদিয়ার নিয়ম অনুযায়ী বিভিন্ন আমল ও ফয়েজ অনুসরন করা হচ্ছে। বুধবার পুনরায় সম্মিলিতভাবে এ দরবার শরিফে মাজার শরিফ সমুহ জিয়ারত করা হবে।
গত কয়েকদিনই লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানদের আল্লাহ-আল্লাহ জিকিরে প্রকম্পিত ছিল বিশ^ জাকের মঞ্জিল ও সন্নিহিত বিশাল এলাকা। দেশ বিদেশের লাখ লাখ জাকেরান ও আশেকান সহ মুসল্লীয়ানবৃন্দ এ দরবার শরিফে ওয়াক্তিয়া নামাজ থেকে শুরু করে মোরাকাবা-মোশাহেদা, জিকির এবং ফাহেতা শরিফ এবং খতম শরিফ সহ দরুদ, মিলাদ ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন রাত এবাদত বন্দেগীতে সময় কাটিয়েছেন। মহা পবিত্র উরশ শরিফ উপলক্ষে বিশ^ জাকের মঞ্জিলের খাদেমবৃন্দ সহ দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগন ওয়াজ করছেন। পাশপাশি দিন রাত ২৪ ঘন্টাই লক্ষ লক্ষ জাকেরান ও আশেকান সহ মুসুল্লীয়ানবৃন্দ বিশ^ জাকের মঞ্জিলের পীর ছাহেবের রওজা শরিফ জিয়ারত করছেন। বিশ্ব জাকের মঞ্জিলের এ উরশে সমবেত সবার জন্য অজুÑগোসল ও আহারের ব্যাবস্থাও নিশ্চিত করা হয় ।
মঙ্গলবার সকাল ৮টার দিকে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে উরশ শরিফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হাবার পরে লক্ষ লক্ষ অংশগ্রহনকারী ঘরে ফিরতে শুরু করেছেন। ফলে বিশ^ জাকের মঞ্জিল থেকে ১০ কিলোমিটার দুরের বরিশালÑফরিদপুর ও ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক পর্যন্ত জনশ্রোতের সাথে যানবাহনের দীর্ঘ লাইনও লক্ষনীয় ছিল। এখনো বিশ^ জাকের মঞ্জিলের সন্নিহিত বিশাল এলাকায় হাজার হাজার যানবাহন আটকে আছে। বরিশাল-ফরিদপুর-ঢাকা ও ঢাকাÑখুলনা জাতীয় মহাসড়কের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে মুখি ৩টি সড়কেই ব্যাপক যানযট সামল দিতে পুলিশ সহ আইনÑশৃংখলা বাহিনীকে যথেষ্ঠ বেগ পেতে হচ্ছিল।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কিশোরগঞ্জে ভূয়া মানবাধিকার চক্রের ৯ সদস্য আটক
ভারতের বক্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়া
লক্ষ্মীপুরে জামায়াত নেতা ফয়েজ হত্যা : শেখ হাসিনাসহ ৪১ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ
ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক বালিতে বায়ু দূষণ, অতিষ্ঠ জনসাধারণ
‘কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে নিজেদেরকে মর্যদাশীল করা সম্ভব’
ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
সাইফের শরীরে একাধিক অস্ত্রোপচার, ডাকাত সন্দেহে আটক ৩
জুলাই গণঅভ্যুত্থানের শহীদের গেজেট প্রকাশ
টুইটারের পর এবার টিকটক কিনছেন মাস্ক?
বর্ধিত ১৫% ভ্যাট প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সউদী আরব
সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার
বাম চোখের পরিবর্তে ডান চোখে অপারেশন, চিকিৎসক গ্রেফতার
টিউলিপকে দুর্নীতিবাজ বলে আখ্যা দিলেন ইলন মাস্ক
এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করতে প্রস্তাব
প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে না এলডিপি
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার