কমিটি থেকে বিতর্কিতদের প্রত্যাহারের দাবি কুবি শিক্ষক সমিতির
০৩ মার্চ ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৩ মার্চ ২০২৪, ১২:০৭ এএম
১৭ মার্চ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গঠিত কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের স্থান দেওয়ায় উদ্বেগ জানিয়ে তাদের প্রত্যাহারের আহ্বান জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতি।
২ মার্চ (শনিবার) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আবু তাহের ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে কমিটি থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গত ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন অনুষ্ঠানে শহিদ মিনার, বিশ্ববিদ্যালয় কিংবা আবাসিক হলসমূহে কোনো আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়নি। এমনকি, এ দিনটি উদযাপনে বিশ্ববিদ্যালয়ে ইতঃপূর্বে যেখানে বাংলা ভাষা ও সংস্কৃতি ও ভাষা আন্দোলনের সাথে নিবিড়ভাবে জড়িত সম্মানিত ব্যক্তিবর্গকে নানা সময়ে আমন্ত্রণ জানিয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, নিয়মিত শহিদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, সেখানে এ ধরনের কর্মকাণ্ডে বর্তমান উপাচার্যের আমলে প্রগতিশীলতার চর্চা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন তাঁরা।
বিজ্ঞপ্তিতেতে আরও বলা হয়, গত ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠনের আগেই বিশ্ববিদ্যালয়ের বাহিরের প্রতিষ্ঠানকে ফুল দেওয়ার জন্য নাম ঘোষণা করা ছিল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের অব্যবস্থাপনা। এছাড়া গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নতুন কমিটি মিষ্টি নিয়ে উপাচার্যের কক্ষে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর মদদে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষকদের উপর সন্ত্রাসী হামলা করা হয়।
পরবর্তীতে শিক্ষক সমিতি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনের নামে সদর দক্ষিণ থানায় জিডি করে এবং প্রক্টরের অপসারণের দাবি জানিয়ে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ প্রদান করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনাসমূহের ফলে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, উপাচার্য সন্ত্রাসীদের লালনপালন ও পৃষ্ঠপোষকতা করেন, তিনি অন্যায়ের প্রশ্রয়দাতা এবং একাধারে তিনি বিশ্ববিদ্যালয়ের আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং বারংবার চিরাচরিত রীতি, অনুক্রম ও পরম্পরা লঙ্ঘন করেই চলেছেন।
উল্লেখ্য, আগামী ৩ মার্চের মধ্যে বিতর্কিত তিন ব্যক্তি অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে কেন্দ্রীয় কমিটি থেকে প্রত্যাহার না করলে শিক্ষক সমিতি ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ নিজস্ব ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদার সাথে পালন করবেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সুরেক্স’র কমিটি পরিচিতি ও বার্ষিক বনভোজন ৭ ফেব্রুয়ারি
বকেয়া বেতনের দাবিতে নবীনগর- চন্দ্রা মহাসড়ক অবরোধ
বিএনপি চাঁদাবাজের দল নয়: দিপু হায়দার
তারকা হওয়ার সব গুনাবলী আছে নাহিদ রানার মধ্যে: আর্থার
গুমের তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি: অন্তর্বর্তী সরকারের প্রশংসা করল হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশের একটি আইসিসি ট্রফি দরকার: আর্থার
নেপালি মেয়েকে ব্ল্যাকমেইল, যুবককে গ্রেফতার করলো সিআইডি
ওমরাহ পালন করতে গিয়ে মতলবের বৃদ্ধের মৃত্যু
বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত থামবো না: ডা. শফিকুর রহমান
ফজর ও আসরের নামাজের পর জানাযার নামাজ পড়া প্রসঙ্গে।
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত
মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড
ডিমলায় ‘স্বপ্ন পূরণের প্রত্যয়ে আমরা, সামাজিক সংগঠন বাংলাদেশ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুয়েটে ‘ওবিই কারিকুলাম ডিজাইন টিচিং লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে দেশটাকে স্থিতিশীলতায় নিয়ে আসুন : এ্যানি
ভোট ডাকাতি করে ওবায়দুল কাদের চারবার এমপি হয়েছিল: ফখরুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা