পটিয়া মাদ্রাসায় নিয়মবহির্ভূত শুরা ও মুহতামিম নিয়োগ অবৈধ—আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ
১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:১৬ এএম
বিগত ১৪ ফেব্রুয়ারি’২৪ পটিয়া মাদ্রাসায় নিয়মতান্ত্রিক মজলিসে শুরার বহির্ভূত ব্যক্তিবর্গের হস্তক্ষেপে শুরার নামে প্রহসন করে মুহতামিম নিয়োগকে অসাংবিধানিক, নিয়মবহির্ভূত ও মহামান্য হাইকোর্টের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে তার তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করেছেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড) বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ।
১১ মার্চ (সোমবার), সকাল ১১ ঘটিকায় চট্টগ্রামস্থ জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার লাইব্রেরি হল মিলনায়তনে বোর্ডের সম্মানিত সভাপতি আল্লামা সুলতান যওক নদভী (দা. বা.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
নেতৃবৃন্দ আরও বলেছেন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস (কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড) জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস বাংলাদেশ কর্তৃক নিবন্ধিত একটি স্বতন্ত্র সংগঠন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত কওমি মাদ্রাসা বোর্ডসমূহের নিয়ন্ত্রক সংস্থা ‘হাইয়াতুল উলিয়া’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য-সংস্থা। জামিয়া ইসলামিয়া পটিয়া আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের অধীনস্থ একটি মাদ্রাসা, ইত্তেহাদের সংবিধান অনুযায়ী ইত্তেহাদভুক্ত মাদ্রাসাসমূহের মজলিসে শুরা বোর্ড কর্তৃক অনুমোদিত হওয়া আবশ্যক।
কিন্তু বিগত ১৪ ফেব্রুয়ারির শুরা বোর্ড কর্তৃক অনুমোদিত নয়, তাতে ইত্তেহাদের কোনো সমর্থন নেই। কাজেই শুরা-বহির্ভূত কতিপয় ব্যক্তিবর্গের অনৈতিক হস্তক্ষেপে অনুষ্ঠিত উপর্যুক্ত শুরার কোনো নৈতিক ও আইনি ভিত্তি নেই এবং মুহতামিম নিয়োগসহ তাদের যাবতীয় কার্যকলাপ সর্বৈব অবৈধ।
নেতৃবৃন্দ বলেন, পটিয়া মাদ্রাসা একটি সুশৃঙ্খলার প্রবাদপ্রতিম মাদ্রাসা। এটি আঞ্জুমানে ইত্তেহাদের প্রতিষ্ঠাতা সদস্য। ইত্তেহাদের নিজস্ব সংবিধান রয়েছে, সংবিধান অনুযায়ী একটি স্থায়ী মজলিসে শুরা রয়েছে। পটিয়া মাদ্রাসার বিগত মুরব্বিগণই এ সংবিধান রচনা করে গেছেন এবং মজলিসে শুরার স্থায়ী রূপরেখা দিয়েছেন। সেই অনুযায়ী বিগত ৩ নভেম্বর ২০২৩ তারিখে ইত্তেহাদের সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিক মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয় পটিয়ার ডাকবাংলোয়। যেখানে জাতীয় সংসদের দুজন মাননীয় সদস্য ও পদস্থ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯ ডিসেম্বর ২০২৩ মহামান্য হাইকোর্ট এক আদেশে (পি. সি. ৩৬৯০২/২০২৩) উপরোক্ত মজলিসে শুরার সিদ্ধান্তের আলোকে বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশনা প্রদান করেন। সুতরাং তার বিপরীতে শুরা আহ্বান, অংশগ্রহণ, সভাপতিত্ব, মুহতামিম-সদরে মুহতামিম নিয়োগ ও তাদের কার্যক্রম পরিচালনা মহামান্য হাইকোর্টের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন ও আদালত অবমাননার শামিল।
পটিয়া মাদ্রাসার মতো ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানে ছাত্র-সন্ত্রাসী লেলিয়ে দিয়ে দখলদারিত্ব কায়েম করা হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেছেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে বোর্ড সমর্থন না দেওয়ায় কুচক্রী মহল ক্ষুব্ধ হয়ে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের নামে ভুয়া কমিটি দাঁড় করার চেষ্টা চালাচ্ছে। এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়ে নেতৃতৃবন্দ বলেন, ইত্তেহাদ প্রায় ছয়শ মাদ্রাসার একটি বোর্ড। এর মধ্যে কেন্দ্রীয় বোর্ড-পরীক্ষার উপযোগী ২৪০টি মাদ্রাসার ২১০ মাদ্রাসাই আল্লামা সুলতান যওক নদভী ও আল্লামা ওবাইদুল্লাহ হামযাহর অধীনে ২০২৪ সালের কেন্দ্রীয় পরীক্ষা দিচ্ছে, এতে সারাদেশে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। কাজেই যেনতেন-ভাবে বোর্ড গঠন করে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে মাদ্রাসা-দখল এবং শুরা-বহির্ভূত ব্যক্তিবর্গের অনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতৃবৃন্দ উদাত্ত আহ্বান জানান।
বোর্ডের মহাসচিব আল্লামা ওবাইদুল্লাহ হামযাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এ সভায় বক্তব্য রাখেন ইত্তেহাদের সিনিয়র সহ-সভাপতি ও ফেনী সিলোনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুদ্দীন কাসেমী, কক্সবাজার ধওনখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলিম উদ্দীন, ফটিকছড়ি বায়তুল হুদা মাদ্রাসার মুহতামিম মাওলানা এমদাদুল্লাহ নানপুরী, বেফাকুল মাদারিসের মহাপরিচালক মাওলানা ওবাইদুর রহমান খান নদভী, মীরসরাই জামালপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মকদুসুদুর রহমান, চকরিয়া বলাগুল মুবিন মাদ্রাসার মুহতামিম মুফতি এনামুল হক, মহেশখালী ঘোরবকাটা মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুল মুনঈম, রাঙ্গুনিয়া কোদালা মাদ্রাসার মুহামিম মাওলানা আবদুল কাদের, মহেশখালী ঝাপুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা দলিলুর রহমান, সেগুনবাগান তা’লিমুল কুরআন কমপ্লেক্সের পরিচালক হাফেজ তৈয়ব, হাফেজ মাওলানা সালাহুল ইসলাম, মাওলানা নুরুল আলম, মাওলানা মুহসিন শরীফ, মাওলানা সোহেল সালেহ, মাওলানা হারুন, মাওলানা আবুল বশর, মাওলানা হাসান মুরাদাবাদী, মুফতি ফয়জুল্লাহ, কাজী এরশাদুল্লাহ, মাওলানা হাফেজ রফিকুল ইসলাম ও মাওলানা ফুজাইল আবদুল জলিলসহ ইত্তেহাদভুক্ত বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও শীর্ষ ওলামায়ে কেরাম।
সভায় এক প্রস্তাবে পটিয়া মাদ্রাসার সমস্যা সমাধানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামের নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সমন্বয় কমিটি গঠিত হয়। অন্যদিকে হিফয শিক্ষার্থীদের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার সভাপতি হিসেবে আল্লামা সুলতান যওক নদভীর নাম প্রস্তাব করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়, একই সঙ্গে মাওলানা এমদাদুল্লাহ নানুপুরীকে নির্বাহী সভাপতি ও মাওলানা মুহাম্মদ মুসলিম উদ্দীনকে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়। চট্টগ্রাম শহরে ইত্তেহাদের স্থায়ী কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত এবং ইত্তেহাদ ও তাহফিজের কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ