ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে রাবি শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা
১২ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম | আপডেট: ১২ মার্চ ২০২৪, ১২:৫৪ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজুর রহমান রাফিকে শ্রেণীকক্ষে নারী শিক্ষার্থীদের হিজাব-নিকাব খুলতে বাধ্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে আয়োজিত এক মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'র সভাপতি মেহেদী সজিব এ ঘোষনা দেন।
এ সময় বিভিন্ন প্লেকার্ড ও স্লোগান দিয়ে শিক্ষার্থীরা বলেন, "বঙ্গবন্ধুর বাংলায় ইভটিজারের ঠাই নাই", "বয়কট হাফিজ", " হিজাব আমার অধিকার", ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলবে না- চলবে না" ইত্যাদি।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে হিন্দু-মুসলিম-বোদ্ধ কিংবা খ্রিস্টান সকলের ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা রয়েছে যা সংবিধান স্বীকৃত। এমন একটি দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে একজন শিক্ষক কর্তৃক যৌন নিপীড়ন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার নারীদের অধিকারের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন সেখানে ড. হাফিজুরের মতো কুলাঙ্গার রাতের বেলা শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, ক্লাসরুমে হিজাব খুলতে বাধ্য করে, পিতার পেশা নিয়ে কটূক্তি করে এমনি শিক্ষার্থীদের টুকাই বলে। এমন একজন লম্পটকে আমরা ক্লাসরুমে দেখতে চায় না। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং সকল প্রকার অ্যাকাডেমিক কাজ থেকে বিরত রাখতে হবে। তারা হুশিয়ারি করেন যদি কার্যকারী পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আরও কঠোর কর্মসূচি দেবেন।
এসময় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'র সভাপতি মেহেদী সজিব বলেন, বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে একজন নাগরিক আরেকজন নাগরিকের কোন কাজে হস্তক্ষেপ করতে পারে না। তার সেই অধিকার নেই৷ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বিশ্ববিদ্যালয়কে দেশ বিদেশে উজ্জ্বল করেছেন, সুনাম বৃদ্ধি করেছেন। কিন্তু হাফিজুর রহমানের মতো শিক্ষক বিশ্ববিদ্যালয়কে লাঞ্ছিত, অপমানিত করেছেন। তিনি ক্লাসে জোরপূর্বক মেয়েদের হিজাব খুলিয়েছেন৷ এটি যৌন নিপীড়ন, যৌন অত্যাচার৷ আমি বলবো, এমন শিক্ষক আরো যারা আছেন, সাবধান হয়ে যান। এমন শিক্ষক আমরা আর দেখতে চাই না। আমরা আগামী দুই দিনে এর সুষ্ঠু বিচার চাই। এই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষনা করা হল।
নিজেকে ভুক্তভোগী দাবি করে ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফাতেমাতুস সানিহা বলেন, আমি একজন ভুক্তভোগী৷ আমি ক্লাসে সবসময় হিজাব পড়ে আসি৷ আমার ভাবতে খারাপ লাগে। আমার শিক্ষক এই সম্মানিত পোষাককে হেয় করেছেন। একই সাথে তিনি সংবিধানকে অবজ্ঞা করেছেন। সংবিধানে আমাদের ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়েছে৷ কিন্তু আমাদের ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘন করেছেন। আমি তার শাস্তি দাবি করছি।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ আমান শিক্ষক হাফিজুর রহমানের পদত্যাগ দাবি করে বলেন, দেশের সংবিধান অনুযায়ী প্রতিটি ব্যক্তিই স্বাধীন। কেউ হিজাব না পড়তে চাইলে এটা যেমন তার স্বাধীনতা কেউ পড়তে চালেও এটা তার স্বাধীনতা ও অধিকার। আমরা প্রত্যাশা করি প্রতিটি শিক্ষক নৈতিকভাবে শিক্ষিত হবেন। শিক্ষক সুবল আচরণ করবেন৷ হাফিজুর রহমানের মেয়ে সংক্রান্ত যেসব কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে তা নিন্দার দাবিদার।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ