সাবেক প্রক্টরের অবহেলায় অবন্তির আত্নহত্যা, আলোচনায় দ্বীন ইসলাম
১৭ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম
"দীর্ঘদিন যাবৎ (১৪) ব্যাচের আমারই বিভাগের আম্মান সিদ্দিকী আমার সাথে হয়রানিমূলক আচরণ ও উত্যক্ত করে আসছে, ১ম বর্ষে প্রেমের প্রস্তাব করলে তা প্রত্যাখান করলে সে ব্যক্তিগত জীবনে এগিয়ে যায়। কিন্তু তার কিছুদিন পরই আমাকে দেখে সে কুরুচিপূর্ণ ও আম্লীল মন্তব্য করে এবং আমি এরূপ মন্তব্যের প্রতিবাদ করায়ই বিপত্তি বাঁধে। সে অপমানিত বোধ করে এবং আমাকে বলে, আমার একদিন এমন অবস্থা করবে বা এমনভাবে ফাঁসাবে আমাকে যাতে আমি মেয়ে হয়ে সমাজে মুখ দেখাতে না পারি এবং সুইসাইডে বাধ্য হই। অভিযোগপত্রে আরও বলা হয়, প্রতিবাদ করলে আম্মান বলে, আমার নামে প্রক্টর স্যারের কাছে নালিশ দিবি? দে, দেখি কী করতে পারস। তুই জানস কোতয়ালী থানায় আমার কেমন লিংক? এক সেকেন্ড লাগবে তোকে ফাঁসাতে।" -প্রক্টর অফিসে দেওয়া ফাইরুজ অবন্তিকার অভিযোগপত্র এমনটাই ছিল।
কিন্তু এ অভিযোগ প্রক্টর অফিসেই আটকে থাকে। পূর্বে অবন্তির বিরুদ্ধে তার সহপাঠীরা যে অভিযোগ করে এবং জিডি করে তা সমোঝোতা করা হয় তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালের মাধ্যমেই। অবন্তিকার সর্বশেষ অভিযোগের উপর হয়নি কোনো তদন্ত কমিটি। নেয়া হয়নি কোনো ব্যবস্থা। তিন মাস আগে অবন্তি যে অভিযোগ করে সেটা শুধু প্রক্টর ড. মোস্তফা কামালই জানতেন। অবন্তির অভিযোগের প্রেক্ষিতে কোন ব্যবস্থা না নেওয়াই সাবেক প্রক্টরকে দুষছেন অবন্তির সহপাঠীরা। তাদের দাবি অবন্তির শেষ অভিযোগ আমলে নিলে আত্মহত্যার পথ বেছে নিতে হতো না।
অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালের বিরুদ্ধে। এবিষয়ে সাবেক প্রক্টর বলেন, অবন্তিকা একটা অভিযোগ দিয়েছিল নভেম্বর মাসে। পরে তাকে ডাকানো হলে সে আর যোগাযোগ করেনি। তাই এ বিষয়ে পরবর্তী সময় আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগী দেখা না করলে কি অভিযোগ আমলে নেওয়া হয় না? এমন প্রশ্নে অধ্যাপক মোস্তফা কামাল বলেন, আমলে নেওয়া হয়। কিন্তু এর আগে এ অভিযোগের একবার মীমাংসা হয়েছিল বলে সরাসরি তার বক্তব্য জানতে চেয়েছিলাম। সে আর যোগাযোগ করেনি।
অবন্তির শেষ অভিযোগের বিষয়ে কিছুই জানতেন না বলে জানান অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও আগের ঘটনায় তদন্তকারী গৌতম কুমার সাহা। গতকাল শনিবার দ্বীন ইসলাম বলেন বলেন, অবন্তিকার বিরুদ্ধে তার সহপাঠীরা যে অভিযোগ করে এবং জিডি করে তা সমোঝোতা করা হয় সাবেক প্রক্টর ড. মোস্তফা কামাল স্যারের মাধ্যমেই। এরপর থেকে আমি আর কিছু জানিনা। অবন্তিকা ও তার পরিবারের সাথে কোন যোগাযোগ হয়নি। তিন মাস আগে কি অভিযোগ করেছে অবন্তি সেটাও জানানো হয়নি প্রক্টর অফিস থেকে।
শেষ অভিযোগের ঘটনা সম্পর্কে জানানো হয়নি বলে জানান গৌতম কুমার সাহাও। তিনি বলেন, আগের ঘটনা নিষ্পত্তি হয়ে গেছিলো এর পরে আর কিছু জানানো হয়নি।
অবন্তিকার অভিযোগের বিষয়ে তেমন ভূমিকা দেখা যায়নি আইন বিভাগের। শুধু সুপারিশ করেই ক্ষান্ত ছিল আইন বিভাগ। যদিও তার দাবী তিনি এরপরও একাধিকবার অবন্তিকার কাছে খোঁজ খবর নিয়েছেন। জানতে চাইলে তিনি বলেন, আত্নহত্যার আগেরদিনও তার সাথে আমার বিভাগে কথা হয়েছিলো। আমি জানতে চেয়েছি তার কেনো অসুবিধা হচ্ছে কিনা। সে জানিয়েছে সব কিছু ঠিকঠাক আছে
সাবেক প্রক্টরের অবহেলার বিষয়ে চেয়ারম্যান আক্কাস বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরের কাছে দায়ের করা অভিযোগ যে কোন তদন্ত হয়নি এটা আমার জানা ছিলো না। অবন্তির বিষয়ে প্রক্টর অফিসে থেকেও আর কিছু বলেনি পরবর্তীতে আমাদের। কোন চিঠিও দেয় নি অফিশিয়াল ভাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টিকটকের যুক্তরাষ্ট্রে পরিষেবা বন্ধ, আইনি নিষেধাজ্ঞার প্রভাব
ইউল্যাবের হাল্ট প্রাইজ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ
স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন হাসিনা : দ্য হিন্দু
আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী আহমেদ
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির ভরাডুবি, আ.লীগের জয়জয়কার
নাম পাল্টিয়েও শেষ রক্ষা হলো না সাইফের আততায়ীর
থানায় বসে ঘুষ গ্রহণ: সেই এসআই প্রত্যাহার
জেলেদের দিক নির্ণয়ের জন্য বরগুনায় লাইট হাউজ স্থাপন
ওয়াশিংটনে ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা বর্ণনার বাইরে
বেনাপোলে ৩০ হাজার মার্কিন ডলারসহ ৪০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ ‘অস্থায়ী’: নেতানিয়াহু
রক্তে প্লাবিত শরীর, সিংহের মতো তৈমুরের হাত ধরে হাসপাতালে সাইফ
বড়লেখায় যুবদল নেতাকে হত্যা
মার্কিন বিমানবাহী জাহাজে হামলার দাবি হুথির
সীমান্তের কাঁটাতার: কীসের, কেন আর কবে থেকে এই বেড়া?
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতার্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল
নোয়াখালীর চৌমুহনীতে পাওনা টাকার দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা
ঘরে ফেরার আশায় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা
জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সাথে জড়িত ছিল: হাফিজ ইব্রাহিম