টেকনাফে অপহৃত কৃষকদের উদ্ধারের দাবি পুলিশের, স্বজনেরা বলছেন ভিন্ন কথা

Daily Inqilab টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা

২৪ মার্চ ২০২৪, ০১:১৭ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ০১:১৭ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা গহীন পাহাড় থেকে অপহৃত স্থানীয় ৫ কৃষকের মধ্যে ৪জনকে উদ্ধার করেছে পুলিশ।
অপহৃতদের উদ্ধারের বিষয়টি জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।

রবিবার (২৪ মার্চ) ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার গহিন পাহাড় থেকে তাঁদের উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। তবে ভুক্তভোগীর স্বজনেরা বলছেন, জনপ্রতি ৩০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ ২০হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি জানান, ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে অভিযানে সহযোগিতা করেন। আজ রাতেই গহীন পাহাড় থেকে চারজনকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। অপর কৃষককে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অভিভাবক বলেন, এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরে তাঁদের ছেড়ে দিয়েছে অপহরণকারী সন্ত্রাসীরা। তাদেরকে মারধর করা হয়েছে। তাঁরা ভালোভাবে হাঁটতেও পারছেন না।

এর আগে গত বৃহস্পতিবার ক্ষেত পাহারার দেওয়ার সময় পাঁচ কৃষককে অপহরণ করে সন্ত্রাসীরা।পরে মুক্তিপণ চেয়ে অপহৃত রফিকের ভাই মো শফিকের মোবাইল ফোনে ৩০ লাখ টাকা দাবি করেন। অবশেষে অপহরণকারীদের জিম্মি দশা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে চারজনকে ফেরত দিলেও মো. নুর নামে আরেকজনকে ফেরত দেয়নি অপহরণকারীরা। তাকে ফেরত দিতে আরো ৫ লাখ টাকা দাবি করেছে তারা।

উদ্ধার কৃষকরা হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী এলাকার ফকির মোহাম্মদের ছেলে মো. রফিক (২২) একই এলাকার শাহাজানের ছেলে জিহান (১৩), ছৈয়দ উল্লাহর ছেলে শাওন (১৫) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান (১৫)। তবে আব্দুর রহিমের ছেলে মো নুর (১৮) কে এখনো ফেরত দেয়নি অপহরণকারীরা।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, পুরো এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। রোহিঙ্গা অধ্যুষিত কয়েকটি গ্রামের পাহাড়ে সন্ত্রাসীরা আস্তানা গড়ে তুলেছে। স্থানীয় ব্যক্তিদের অপহরণ করে তারা মুক্তিপণ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। বিগত কয়েক মাসে টেকনাফে বারবার এমন ঘটনা ঘটছে। তাঁরা আইনশৃংখলা বাহিনীর কাছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। অপহৃত ৫ কৃষকের মধ্যে ৪ জন ছাড়া পেয়েছেন বলে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছেন।

এদিকে গেল ১০ মার্চ হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণকারীরা নিয়ে যায়। একদিন পরে ৩ লাখ টাকা মুক্তিপণ দিয়ে তারা ফেরত আসেন।

এর একদিন আগে গত ৯ মার্চ হ্নীলার পূর্ব পানখালী এলাকা থেকে মাদ্রাসা পড়ুয়া ছাত্র সেয়াদ বিন আব্দুল্লাহ(৬) কে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। সে শিশু সোয়াদকে এখনো উদ্ধার করা যায়নি।

উল্লেখ্য,গত ১২ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১০৭ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৫৭ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিরা
বেশির ভাগই মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে  জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের  জন্মদিন পালন

সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ

আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ

লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত

লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত

নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান

নতুন দেশ গঠনে আনসার ভিডিপির প্রশিক্ষিত তরুণরা বড় শক্তি : আদিলুর রহমান