কেউ খবর রাখে না কুমিল্লার মনোহরগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের
৩১ মার্চ ২০২৪, ০৭:১৪ পিএম | আপডেট: ৩১ মার্চ ২০২৪, ০৭:১৪ পিএম
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ফুলপুকুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ শামছুল হক ওরফে শামছুল হুদার ছোট বোন সৈয়দা সায়েরা খাতুন ক্ষোভ আর আক্ষেপের স্বরে বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের সম্মান দিলে দেশ ও জাতি সম্মানিত হয়। তাদের আত্মত্যাগেই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে যখন দেখি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার অবহেলিত ও অসম্মানিত হচ্ছেন তখন খুব কষ্ট হয়, কান্না আসে। আক্ষেপ করে বলতে হয়-জীবন বাজি রেখে দেশ মাতৃকা রক্ষার জন্য হায়নাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমার ভাই কী এজন্যই শহীদ হয়েছিলেন? তাঁর পরিবারের সদস্যরা ন্যূনতম সম্মান পাচ্ছে না। আমার ভাই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন অথচ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কেউই এই পরিবারের খোঁজ খবর রাখেন না। জাতীয় বা রাষ্ট্রীয় কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান না।
রোববার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা শামছুল হকের পরিবারের সদস্যরা গণমাধ্যমে এভাবেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া গ্রামের মীর বাড়ির প্রয়াত বন্দে আলী মীরের সন্তান শামছুল হক । চার ভাই-বোনের মধ্যে শামছুল হক ছিলেন সবার বড়। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন তিনি। সে সময় দেশের মায়ায় দেশমাতৃকা রক্ষায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন শামছুল হক। তাঁর মরদেহ কসবায় গণকবরে দাফন করা হয়েছিল। এখনো সেখানে তাঁর নাম রয়েছে। ২০২১ সালে শহীদের শামছুল হকের নিজ গ্রাম ফুলপুকুরিয়ায় বাড়ির সামনে স্মৃতি হিসেবে একটি সমাধি নির্মাণ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
শহীদ শাসছুল হকের একমাত্র ভাতিজা আবদুর রহমান বলেন, আমি শহীদ পরিবারের সন্তান। এই পরিচয়ে আমি গর্ববোধ করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য আজ পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কেউ শহীদ পরিবার হিসেবে আমাদের খোঁজ নেয়নি।
এমনকি স্বাধীনতা দিসব ও বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলোতেও আমাদের পরিবারের কাউকে আমন্ত্রণ জানানো হয় না। গত ২৬ মার্চ শহীদ মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আমরাতো আমন্ত্রণ পাইনি।
লাকসাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমার বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসেও শহীদ পরিবারটি অবহেলায় থাকায় দুঃখজনক ব্যাপার।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা বলেন, মনোহরগঞ্জ উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল আজিজ সাহেব দেখেন। দাওয়াতে কোন সমস্যা হয়েছে কি-না বিষয়টি আমি তাঁর সঙ্গে কথা বলে নিশ্চিত হতে পারবো।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা