১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী শাসন থেকে মুক্ত হলো ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি
১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির গত ১৭ বছরের অনিয়ম দুর্নীতি ও লুটপাটকারী শাসনামলের পতন ঘটে। টানা ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে মটর মালিকরা অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী পন্থী মটর মালিক সমিতির নেতারা। এতে যেন অনেকটাই স্বস্তি ফিরেছে মটর মালিকদের। ফ্যাসিস্ট সরকারের পতনের পর মটর মালিকদের সর্বসম্মতিক্রমে মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ আবু মিয়া ও মির্জা হারুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা (২০২৫-২৭) অনুষ্ঠিত হয়। এতে তিন বছর মেয়াদে জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য মোঃ শরাফ উদ্দিন কোহিনূরকে
সভাপতি ও আব্দুর রব আকন্দ রতনকে মহাসচিব পদে নির্বাচিত করে ৭৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। গতকাল মঙ্গলবার জিলা মটর মালিক সমিতির কার্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা হারুনের আহবানে সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নির্বাচিতদের নাম ঘোষনা করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন। ৭৯ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে সহ- সভাপতি নির্বাচিত হয়েছেন মঞ্জু তালুকদার, সামসুদ্দোহা মাসুম, মো: আশরাফ হোসেন এলেন, মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, মোহাম্মদ ইকবাল আহমেদ চৌধুরী বাবলা, শহিদুল হক, শরিফ, আবু মিয়া, এ কে এম ওয়াহিদুজ্জামান টুটুল, সচিব (সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম খোরশেদ (কোচ), আবু সাঈদ (বাস), শহিদুল আলম খসরু (ট্রাক), মহিউদ্দিন বেলাল (মিনিবাস)। অর্থ সচিব পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান লিটন। অতিরিক্ত সচিব (অতিরিক্ত সম্পাদক) হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল আলম শামীম (বাস), হাবিবুল্লাহ ডালিম (ট্রাক), হেলাল (মিনিবাস)। যুগ্ম সচিব (যুগ্ন সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ১২ জন। সহ-সচিব (সহ-সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন ১০ জন। কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন ৪ জন এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৩৪ জন।
এর আগে, জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবু মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা হারুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন-মটর মালিক সমিতির সাবেক সহ সভাপতি মঞ্জু তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র সদস্য শরাফ উদ্দিন কোহিনূর, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ভূইয়া, ইকবাল চৌধুরী বাবলা, মহানগর বিএনপির সন্মানিত সদস্য সৈয়দ শাহ শরীফ মটর মালিক সামসুদ্দোহা মাসুম, সাইদুল ইসলাম, তানভীর আহমেদ রানা, মোঃ শরিফ, তানজীন চৌধুরী লিলি, আব্দুল কাদির, মাহবুব আকন্দসহ প্রমুখ।
এসময় জিলা মটর মালিক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া নির্যাতিত মালিকদের উদ্দেশ্যে বলেন, মালিক সমিতি দীর্ঘ ১৭ বছরের একক আওয়ামী সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেয়েছে। এখানে দীর্ঘদিন নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে মটর মালিকরা কখনো সুষ্ঠু বিচার পায়নি। আমরা চাই এখন মালিক সমিতি সুন্দরভাবে পরিচালনা করা হোক। আমরা চাইনা অতীতের ন্যায় কেউ নির্যাতনের শিকার হোক বা কেউ ক্ষতিগ্রস্তের শিকার হোক। এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা মটর মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের আমলে গত ২৯ জুন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমকে জিলা মটর মালিক সমিতির সভাপতি ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ মাহাবুবুর রহমানকে মহাসচিব করে ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির ৭৯ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরী পরিষদ ঘোষনা করা হয়েছিল। এর আগে সাবেক ধর্মমন্ত্রীর ভাই মমতাজ উদ্দিন মন্তা ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময় জিলা মটর মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন এখন তিনি ধরা ছোঁয়ার বাইরে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তিলকের সেঞ্চুরিতে টি-টোয়েন্টির নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতল ভারত
বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন আবু সাঈদের দুই ভাই
মেন্ডিসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে জয়ে শুরু শ্রীলঙ্কার
রিয়েলিটি শো’র প্রধান বিচারক নাজনীন হাসান খান
অনেক দিন পর সায়ানের একক কনসার্ট
ছাত্র আন্দোলনে ফারুকী ভাইকে মাঠে দেখিনি-হিরো আলম
ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে তিন চোর আটক
আসিফের গানের মডেল গণবিপ্লবের ভাইরাল কন্যা সিঁথি
গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে : অ্যান্টনি ব্লিঙ্কেন
বন্য হাতির সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা
সরকারি কৌঁসুলির নিয়োগে অনিয়মের অভিযোগে পটুয়াখালীতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল
সরকারি অফিসে দায়িত্বপ্রাপ্ত লোকদের দিয়ে কাজ করানোর পর বখশিশ দেওয়া প্রসঙ্গে?
শিক্ষা প্রশিক্ষণের সর্বস্তরে ইসলাম ও নৈতিক শিক্ষা অত্যাবশ্যক
আল্লামা আলহাজ¦ আবুবকর সিদ্দিকি ফুরফুরাভীর জীবন ও কর্ম
মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও সিন্ডিকেটের আশঙ্কা রামরুর আলোচনা সভায় নেতৃবৃন্দ
আখেরাতের বাসিন্দা মানুষ মুসাফির দুনিয়ায়
হযরত রাসূল (সা) ঃ আধার রাতে,আলোর প্রদীপ
প্রশ্ন: মসজিদে পানাহারের শরয়ী বিধান কি?
নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি
পঙ্গু হাসপাতালের সামনের সড়কে জুলাই বিপ্লবে আহতদের অবরোধ