মানুষ আশ্রয়কেন্দ্রে, নিম্মাঞ্চল প্লাবিত, আতঙ্কে মানুষ।
২৭ মে ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৭ মে ২০২৪, ১২:০৩ এএম
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে উপকূলের মানুষ। রোববার (২৬ মে) দুপুরের পর থেকে ঢালচর, কুকরি-মুকরি, মাঝের চরসহ বিভিন্ন চরের প্রায় ৫৩ হাজার মানুষ অবস্থান নিয়েছেন আশ্রয়কেন্দ্রে।
এছাড়াও এসব চরের ১০ হাজার গবাদি পশু রাখা হয়েছে মুজিব কিল্লায়। এদিকে জোয়ারে তলিয়ে গেছে সাগর উপকূলের ঢালচরসহ বেশ কয়েকটি দ্বীপচর।
ভোলার জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান জানান, মানুষজন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে। এদিকে মেঘনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা।
পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন ২ এর নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাঁধের বাইরের রাজাপুর, ধনিয়া, মাঝের চর সহ বেশ কিছু এলাকায় প্লাবিত হলেও এখন পর্যন্ত বাঁধের কোন ক্ষতি হয়নি, বাধ সুরক্ষিত রয়েছে।
এদিকে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল জুড়ে বৈরীভাব বিরাজ করছে। মানুষজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছে রেডক্রিসেন্ট, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) স্বেচ্ছাসেবীরা। সময় যত বাড়ছে ততই আতঙ্ক উৎকণ্ঠা বাড়ছে উপকূলের মানুষের মাঝে। বিশেষ করে নদীর তীরবর্তী মানুষের যেন আতঙ্কের শেষ নেই। তবুও এ ঝড় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন তারা।
ঝড় এলে তারা নিজেদের রক্ষা করবেন নাকি মালামাল রক্ষা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবে ঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন।
রাত থেকে সিপিপি, রেড ক্রিসেন্টসহ বেশ কয়েকটি সংগঠন জনসচেতনতায় মাইকিং করেছে।
উপকূল ঘুরে জানা গেল, ঘূর্ণিঝড় রিমাল আসার খবরে উপকূলের বাসিন্দাদের উৎকণ্ঠার শেষ নেই। কোথায় আশ্রয় নেবেন, কীভাবে সম্পদ রক্ষা করবেন এমন চিন্তায় দিশেহারা তারা। কেউ কেউ ঝড়ের আগে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার কথা জানালেও ক্ষয়-ক্ষতির চিন্তার ছাপ তাদের চোখ মুখে।
উপকূলের বাসিন্দা রফিক, বেলায়েত ও সকিনা ও আব্বাস উদ্দিন বলেন, ঝড় আসছে শুনছি, তবে আমরা নিরাপদে গেলেও সম্পদ নিয়ে অনেকটা চিন্তায় আছি।
তারা আরও বলেন, বিগত সময়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে আজও আমরা ঘুরে দাঁড়াতে পারিনি, তাই এবারের ঝড় আমাদের ভয় বাড়িয়ে দিয়েছে।
ঝড় মোকাবিলায় তিন দাপের প্রস্তুতির কথা জানালেও আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে দেখা যায়নি কাউকে।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন বলেন বিকাল পর্যন্ত কয়েক হাজার মানুষকে আমরা আশ্রয়কেন্দ্রে আনতে সক্ষম হয়েছি। তবে মূল ভূ-খন্ডের বাইরের মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, মূল ভূ -খন্ডের মানুষকে নিরাপদে আনার কার্যক্রম সকাল থেকেই শুরু হয়েছে, আমাদের ৯২টি মেডিকেল টিম, ৭টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সতর্ক রাখা হয়েছে কর্মকর্তাদের।
তবে মানুষকে সতর্ক করতে ও নিরাপদে আনতে প্রচারণা চালাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৬ মে) সকালে বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দুর্ঘটনা এড়াতে সকাল থেকে থেকে ভোলা-ঢাকা ও ভোলা-বরিশালসহ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।
অন্যদিকে সকাল থেকে ভোলার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।শেষ খবর পাওয়া পর্যন্ত নিম্নাঞ্চল জোয়ারের প্রভাবে প্লাবিত হয়ে পরছে এছাড়াও হালকা বাতাস ও কখনো কখনো
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দুদকের মামলা : আমানউল্লাহ আমান ও তার স্ত্রীর দন্ডাদেশ বাতিল

অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তে অর্থনীতি আরো সঙ্কটে পড়েছে : রিজভী

বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ

কলকাতায় হোটেলে আগুন নিহত ১৪

ইউক্রেন খুব শিগগিরই ‘ধ্বংস’ হবে: ট্রাম্প

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবরোধ

প্রশ্ন : ঈদের বাজারে জীনদের বাজার করা প্রসঙ্গে।

ভ্যান চালক হত্যাচেষ্টা: অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ডে

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া রাখাইনে মানবিক করিডোর দেয়া থেকে বিরত থাকুন

প্রোটন বাজারে আনল দেশীয় অ্যাসেম্বল এক্স৭০ এসইউভি গাড়ি

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রবির রোমিং প্যাকেজ

উত্তরপ্রদেশে মুসলিম ছাত্রের উপর অমানবিক অত্যাচার

দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত নির্বাচন চায় বিএনপি: কাজী শিপন

ফেনীতে প্রধান উপদেষ্টার আবাসন পেল বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবার

বিএনপির তৃণমূলের কর্মীদের কাছে পরীক্ষা দেওয়া ছাড়া কেউ নেতা হওয়ার সুযোগ নাই: আবুল কালাম

বিরামপুর হাসপাতালে দুদকের অভিযান, পেয়েছে নানা অনিয়ম

মাছ রক্ত,স্মৃতি ও দৃষ্টিশক্তি বাড়ায়

এই গরমে ত্বকের রোগ

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে চাই সচেতনতা

পান সুপারি ক্ষতিকর