ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে দ’ুটি তদন্ত কমিটির বিষয়ে কাল একাডেমিক কাউন্সিলের সভা।
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম

কোটা সংস্কার অন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতৃত্বে পটুয়াখালী জেলা শহরে সবচেয়ে ন্যাক্কাররজনক এবং সমালোচিত মেডিক্যাল কলেজ শিক্ষার্থী ছেলেদের লাঠিসোটা দিয়ে পিটানো এমনকি মেয়েদের গায়ে হাত দেয়ার মত লজ্জাজনক ঘটনা ঘটলেও ঘটনার সাথে জড়িতদের আড়ালকরে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কর্তৃক কলেজের বিভিন্ন ভবন ভাংচুরে ১লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি দেখিয়ে একটি দায়সারা গোছের জিডি দায়ের করা হয়। এদিকে এই জিডিতে প্রকাশ্য দিবালোকে দেশী অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে গনমাধ্যম কর্মীদের সামনে শিক্ষার্থীদের মারধরের ঘটনাকে তুচ্ছ দেখিয়ে ছাত্রলীগের ক্যাডারদের কলেজ ক্যাম্পাসের ছাত্রদের হোস্টেল সহ বিভিন্ন স্থাপনা ভাংচুরে দেড়লাখ টাকা ক্ষতি দেখিয়ে একটি সাধারন জিডি করা হয়।
উল্লেখ্য গত (১৬ জুলাই) বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ প্রাঙ্গণে কোটা বিরোধী আন্দোলনকারী এপ্রোনপড়া শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় আহত- হন কমপক্ষে ২৫ জন।আহত শিক্ষার্থীরা জানান, বিকেলে কোটা সংস্কারের দাবিতে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। এসময় হঠাৎ জেলা ছাত্রলীগের সভাপতি ওসাধারন সম্পাদকের নেতৃত্বে ২৫/৩০ টি মটর সাইকেলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে হামলা চালায় শিক্ষার্থী আন্দোলনকারীদের উপর ।এ সময় তারা মেডিকেল পড়–য়া ছেলেদের বেদম লাঠিপেটার সাথে সাথে মেয়ে শিক্ষার্থীদের শারীরিক ভাবে লাঞ্চিত করার মত ন্যাক্কারজনক ঘটনা ঘটায়্ হামলা থেকে বাচার জন্য হোস্টেলে প্রবেশ করলেও ভিতরে প্রবেশ করে হামলা চালায়। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। যে ন্যাক্কারজনক হামলার ঘটনার সংবাদ দেশের অধিকাংশ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়।
এদিকে পটুয়াখালী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ স্বাধীনতা চিকিৎসক পরিষদের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ,বরিশাল বিএমএর সেক্রটারী অধ্যক্ষ মো: মনিরুজ্জামান শাহিন ঘটনার ৯ দিন পরে দেশের রাজনৈতিক অবস্থার টাল-মাটাল অবস্থার কারনে পরিবর্তিত পরিস্থিতী আচ করতে পেরে গা বাচাতে “বহিরাগতদের হামলায় পটুয়াখালী মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি তথ্য প্রদান ওসাধারন ডায়েরী হিসেবে লিপিবদ্ধকরন প্রসঙ্গে ,ভারপ্রাপ্ত কর্মকর্তা পটুয়াখালী সদর থানাকে স্মারকনং ৫৯.১৪.৭৮০০.১৫২.১৮.০০১.২৪ (৬৩৭) স্মারকে একটি পত্র প্রেরন করেন।সেখানে তিনি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের উপর হামলাকে আকস্মিকভ বহিরাগত লোকজন এসে অতর্কিত ভাবে হামলা করে বলে উল্লেখ করেন। এ ছাড়াও চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসীদের তিনি বহিরাগত বলে উল্লেখ করে মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনে হামলায় দেড়লাখ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করলেও তার কলেজের কমপক্ষে ২৫ জন শিক্ষার্থী যে কমবেশী আহত হয়েছেন তা উল্লেক করেননি।এমনকি হোস্টেলের ভিতরে ঢুকে আন্ধোলনকারীরা যে শিক্ষার্থীদের মারধর করেছে তাও উল্লেখ করেননি অদৃশ্য কারনে।এমনকি ১৭ তারিখের পরে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপশি হোস্টেল খালী করার নির্দেশ না দিয়ে সাধারন ছাত্র-ছাত্রীদের হোস্টেল ত্যাগ করানো হলেও মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সেক্রেটারী তার সাঙ্গপাঙ্গ নিয়ে হোস্টেলে অবস্থান করলেও জেলা আওয়ামীলীগের উর্ধ্বতন নেতাদের নির্দেশে তিনি তাদেরকে থাকতে দেন।
এদিকে মেডিক্যাল কলেজ কোটা সংস্কার অন্দোলনে অংশগ্রহনকারী নাম প্রকাশে একজন শিক্ষার্থী বলেন,কলেজ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের উপর হামলার ঘটনার পরবর্তি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরে ফিরে এসে আমরা অধ্যক্ষ বরাবরে আমাদের উপর হামলায় জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অধ্যক্ষকে বলি ,তিনি জানান এ বিষয়ে আমি ইতোমধ্যে একটি থানায় জিডি করেছি যেটা পরবর্তিতে মামলা হবে। কিন্তু আমাদের কাছে আইনশৃংঙ্খলারক্ষাকারী বাহিনীর কেউ জানতে চাননি।
ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন ,এ ছাড়াও কলেজের আসবাবপত্র সরবরাহের কাজে ঐ নেতারাই চাদাঁদাবীসহ বিভিন্ন বাধাবিঘœ করায় তাদের নামে কলেজ কর্তৃপক্ষ একটি পৃথক তদন্ত কমিটিও গঠন করেন। কলেজ বন্ধ হয়ে যাওয়া সহ প্রশাসনিক কারনে দুই দফা সময় বৃদ্ধি করা হয়।ছাত্রলীগের নেতারা কলেজ ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগায় তাদের স্বাক্ষ্য গ্রহন করতে বাধ্য হন কমিটি ,পরবর্তিতে সিভিল সার্জন অফিসে ছাত্রলীগের জড়িত প্রেসিডেন্ট সেক্রটারীর স্বাক্ষ্য গ্রহন সম্পন্ন করা হয়। এ দিকে স্বাক্ষ্যগ্রহনকারী একজন শিক্ষক চিৎকিসক জানান,আমরা মেডিকেল কলেজের ছাত্রলীগের প্রেসিডেন্ট মোঃ সাদিক ও সাধারণ সম্পাদক ইফাদুল ইসলামকে প্রশ্ন রাখি যে বাহিরের ছাত্রলীগ এসে তারা তোমাদের ভাই-বোনদের গায়ে হাত তুললো এটা তোমাদের খারাপ লাগেনা।জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট -সেক্রটারীকে কে খবর দিল,এ প্রশ্নের জবাবে তারা একজন -অপর জনের উপর দোষ চাপায়।মালামাল সরবরাহের বাধার ঘটনায় ১৬ জন এবং হামলার ঘটনায় কমপক্ষে ৬০ জন স্বাক্ষ্য দিয়েছ্।ে দুটি তদন্ত কমিটিরই প্রধান ছিলেন ডা: মোস্তাফিজুর রহমান,দুটিই ৬ সদস্য বিশিষ্ট কমিটি।আমরা তদন্তে যা পেয়েছি আমরা তা নির্ধারিত সময়ের মধ্যে ১০ এবং ১১ তারিখ দুটি তদন্ত কমিটির রিপোর্টই অধ্যক্ষের কাছে জমা দিয়েছি।বৃহস্পতিবার একাডেমীক কাউন্সিলের মিটিংয়ে তদন্ত রিপোর্ট উপস্থাপন করা হবে।
অধ্যক্ষ মো: মনিরুজ্জামান শাহিন বলেন,তদন্ত রিপোর্ট পেয়েছি বৃহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভা ।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে “বহিরাগতদের হামলায় পটুয়াখালী মেডিক্যাল কলেজের বিভিন্ন ভবনের ক্ষয়ক্ষতি সংক্রান্ত ২৫ জুলাইয়ের তথ্য প্রদান ও সাধারন ডায়েরীতে নাম উল্লেখ করে দেয়ার কথা বলেছেন, কিন্তু আমি কলেজের কাজে ব্যাস্ত থাকার কারনে সেটা আর সম্ভব হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানান, জিডিটি সংশোধন করে মামলা করে পুনরায় দাখিলের জন্য মেডিক্যাল কলেজ অধ্যক্ষ মহোদয়েকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কলেজের পক্ষ থেকে কোন রিপ্লাই পাইনি, তাই এ বিষয়ে অগ্রগতি নেই।সরকারী প্রতিষ্ঠানেও হামলার কথাও কর্তৃপক্ষ উল্লেখ করেছেন ,কিন্তু তারা লিখেছেন জিডির মতো। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ,স্যার আমাকে নির্দেশ দিয়েছেন মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ মামলা করতে চাইলে মামলার মত লেখা দিলেই মামলা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ