দৌলতপুরে বেড়েছে পদ্মার পানি, ডুবেছে আবাদি ফসল, বন্ধ রয়েছে শ্রেণি কক্ষের পাঠদান
২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে পদ্মার পানি। ডুবেছে আবাদি ফসল। বন্ধ রয়েছে চিলমারীর চরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষের পাঠদান কার্যক্রম। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা বৃষ্টির পানিতে ফুলে ফেঁপে উঠেছে পদ্মার পানি। এরফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় দৌলতপুরের উপজেলার দুই ইউনিয়নের পদ্মার চরের অন্তত ৩৪টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙন ও বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।
পদ্মায় পানি বৃদ্ধির ফলে চিলমারী ইউনিয়নের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়েছে। তলিয়েছে যাতায়াতের রাস্তা। ডুবেছে রামকৃষ্ণপুর, চিলমারী, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের চরাঞ্চললের মাসকলাই সহ আবাদি জমি ও ফসল। এর আগে আগষ্টের মাঝামাঝি সময়ে নদীতে পানি বাড়লেও শেষের দিকে তা কমতে শুরু করে। তবে ফের পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে।
পদ্মায় পানি বৃদ্ধির বিষয়ে পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) ওয়াটার হাইড্রোলজি বিভাগের দেওয়া তথ্যমতে, গত সোমবার সকাল ৯টা থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত তিন দিনে নদীতে পানি বেড়েছে ২৯ সেন্টিমিটার। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছিল ১২ দশমিক ৪০ সেন্টিমিটারে, যা বিপদসীমার ১ দশমিক ৪০ সেন্টিমিটার নীচে। এই পয়েন্টে বিপদসীমা ধরা হয়েছে ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। এসব তথ্য নিশ্চিত করেছেন পাবনা ওয়াটার হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম।
চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের কৃষক সোহেল আহমেদ জানান, পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাড়ছে পানি। তাঁরসহ চরের নীচু এলাকার কৃষকদের মাসকলাই ডুবে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে বাড়ি ঘরে এখনও পানি উঠেনি।
এদিকে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, আমার ইউনিয়নের প্রায় ১৮টি গ্রামের আশপাশে পানি চলে আসায় পানিবন্দী হয়ে পড়েছে ওইসব গ্রমের মানুষ। চলাচলের রাস্তর ওপরে পানি উঠেছে। এখনো বসতঘরে পানি প্রবেশ করেনি। তবে চরের আবাদি জমি ডুবে ক্ষতি হয়েছে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, রামকৃষ্ণপুর ইউনিয়নের চরাঞ্চাললের ১৬টি গ্রামের চারপাশে পানি চলে আসায় তারা পানিবন্দী হয়ে পড়েছে। চরের নীচু এলাকায় বসবাসরত দুই থেকে আড়াই হাজার মানুষের বাড়িতে পানি ঢুকেছে। পদ্মার চরের প্রায় সব আবাদি জমি তলিয়ে গেছে। এতে মাসকলাই চাষিরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এভাবে পানি পাড়তে থাকলে অচিরেই চরের সব গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়বে বলে তিনি উল্লেখ করেন।
চরে পানিবন্দী হয়ে পড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে তা পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো এখনো স্বাভাবিক রয়েছে বলে তারা উল্লেখ করেন।
চরে তলিয়ে যাওয়া ফসলি জমি ও কৃষিজমির ক্ষতির পরিমাণও আগের তুলনায় বেড়েছে অনেকগুন। পানিতে তলিয়ে যাওয়া ফসলি জমির বিষয়ে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তার মো. নুরুল ইসলাম বলেন, পদ্মায় পানি বাড়ার কারণে এখন পর্যন্ত চার ইউনিয়নের অন্তত ১০০ হেক্টর জমির মাসকলাই ডুবে যাওয়ার খবর পেয়েছি। এবার চরে ২ হাজার ৩২৩ হেক্টর জমিতে মাসকলাইয়ের চাষ হয়েছে। পানি বাড়লে ফসলের আরো ক্ষতি হবে বলে তিনি জানান।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমরা পানিবন্দী হয়ে পড়া এলাকাগুলোর খোঁজ খবর রাখছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আল বিদা মাহে রমজান

ঈদে আসছে খায়রুল ওয়াসির ‘হাবুডুবু’

যেভাবে পাকিস্তান দিবস হয়ে উঠল প্রতিরোধ দিবস

বাইডেনের পর হিলারি, কমলার নিরাপত্তা ছাড়পত্রও বাতিল

চ্যানেল আইতে ঈদের ১৫ নাটক

গাজায় ক্যানসার হাসপাতাল গুঁড়িয়ে দিলো বর্বর ইহুদিরা

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জুলাই অভ্যুত্থানে আহতদের আল্টিমেটাম

এক মালিকের একাধিক মিডিয়া থাকতে পারবে না :গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাব বিসিএস নবম গ্রেডের সমান সাংবাদিকদের বেতন-ভাতা, আলাদা ভাতা থাকবে

বৈশাখী টেলিভিশনে ঈদ আয়োজন

ভোটারের বয়স ১৬, প্রার্থীর ২৩ বছর করার প্রস্তাব দেবে এনসিপি

ঘুমন্ত দানবের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে :রিজভী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

গণহত্যার বিচার করে আ.লীগকে নিষিদ্ধ করতে হবে :হাসনাত

এখনো পুলিশে বহাল সেই ৫০ কর্মকর্তা

হাসিনার ‘আস্থাভাজনদের’ পদায়ন বাজার সস্তা

সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার

কোনো মহলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় :মির্জা ফখরুল

যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান তারেক রহমানের

আ.লীগ বিদেশ থেকে আসা একটি ‘প্রতিস্থাপিত শক্তি’ :উপদেষ্টা মাহফুজ আলম

গণমাধ্যম সংস্কার কমিশনের কিছু প্রস্তাব দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে :প্রধান উপদেষ্টা