নোবিপ্রবি ছাত্রের আকস্মিক মৃত্যুর ঘটনায় উপাচার্যের মতবিনিময়

Daily Inqilab নোয়াখালী জেলা সংবাদদাতা

৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৫২ পিএম

 


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. মোস্তফা তারেক সিয়ামের আকস্মিক মৃত্যুর ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বৃহস্পতিবার (৩১ অক্টোবর ২০২৪) নোবিপ্রবি কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ভাষা শহিদ আবদুস সালাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার ও প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে নিহতের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শিক্ষার্থীরা ৬ দফা দাবি পেশ করে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল শিক্ষার্থীদের দাবি সমূহ মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সুরক্ষায় সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও পরিবহন পুলকে কিভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন।

উপাচার্য তার বক্তব্যে শিক্ষার্থী মো. মোস্তফা কামাল সিয়ামের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ও নিহতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং আগামী ৩-৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে। আমি দায়িত্ব নেয়ার পরে মেডিকেল সেন্টারে ঔষধের ফান্ড ৫০ হাজার টাকায় উন্নীত করেছি, প্রয়োজনে ফান্ড আরও বাড়ানো হবে। দ্রুতই সরকারি নিয়ম মেনে মেধার ভিত্তিতে ডাক্তার নিয়োগ দেয়া হবে। তার আগ পর্যন্ত যথারীতি বিদ্যমান ডাক্তারগণ অধিক গুরুত্ব নিয়ে দায়িত্ব পালন করবে। আমরা মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক ডাক্তারি সেবা বলবৎ রেখেছি। সপ্তাহে এক-দুই দিন ইএনটি এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তারি সেবা নিশ্চিত করা হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ও মেডিকেল সেন্টারের যৌথ প্রয়াসে সেবামুখি উদ্যোগ নেয়া হবে। এক সপ্তাহের মধ্যে মেডিকেল টেকনোলজিস্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এসময় তিনি আরো বলেন, আজকেই ফাস্ট এইড বক্স নিয়ে আসা হবে। মেয়েদের হলে মাষ্টার রোল ভিত্তিতে হলেও মহিলা নার্স ও আয়ার ব্যবস্থা করা হবে। দুটি অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা মেডিকেল সেন্টারের দায়িত্বে থাকবে। নতুন অ্যাম্বুলেন্স যতদ্রুত সম্ভব মেডিকেলে আনা হবে। তা না হলে ভাড়াভিত্তিক আনা হবে। একই সঙ্গে ৯৯৯ সেবা নম্বর থেকেও যেন আমরা সার্ভিস পাই তার ব্যবস্থা করা হবে।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা বিশ্ববিদ্যালয়ের আর্থিক খাতে যদি কোনো অনিয়ম দেখেন, অভিযোগ দিলে সরাসরি ব্যবস্থা নেয়া হবে। হলগুলোতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হবে এবং ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা করা হবে। এগুলো ব্যবস্থাপনার জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা ইতোমধ্যে হলের খাবারের দাম কমিয়েছি। খাবারের মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে নির্মিতব্য ল্যাবরেটরি স্কুল নিহত ছাত্র মো. মোস্তফা তারেক সিয়ামের নামে নামকরণের বিষয়ে ইউজিসিতে প্রস্তাব পাঠানো হবে। ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলে নোবিপ্রবি একটি পরিবার। এ পরিবারের সমস্যা সমাধানে সব ক্লাসের সি.আর ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আগামী দিনগুলোতেও মতবিনিময় সভা করা হবে।

সবশেষে দোয়া পরিচালনার মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়। পরে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিয়ামের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলসহ নোবিপ্রবির সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ২০২৪ নোবিপ্রবি শিক্ষা প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মোস্তফা তারেক সিয়াম (২১) মারা যায়। খেলার মাঠে বুকে ব্যথা অনুভূত হবার পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
আরও

আরও পড়ুন

ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া

ধার্মিক জামাই পেলে শোবিজ ছাড়বেন প্রিয়াঙ্কা, শেষ ইচ্ছা হাফেজ হওয়া

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা

আন্দোলনে নামলেন এবার ২৫ ক্যাডারের কর্মকর্তারা

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নিহত

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার

চাঁদপুরে জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩

নির্বাচন পরবর্তী সহিংসতায় মোজাম্বিকে নিহত ১০৩

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব : সেনাপ্রধান

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

ব্যারিস্টার ফুয়াদের ছবি সম্পাদনা করে ভুয়া প্রতিবেদন প্রচার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সৈয়দপুরে তালাবন্ধ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

পাকিস্তান থেকে সরাসরি আসছে জাহাজ, আমদানি বেড়েছে ২১ শতাংশ

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি

গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত

ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া

বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া

প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা

প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা