কক্সবাজারকে নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক কক্সবাজার
০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ১২:১৫ এএম
কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, কক্সবাজারকে নিরাপদ ও বিশ্বমানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
জেলা প্রশাসক বলেন, প্রতিবছর
লক্ষ লক্ষ পর্যটক কক্সবাজার আসেন। তাদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সাগরে ডুবে পর্যটক প্রাণ হারানো থেকে বাঁচানোর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের বিভিন্ন দেশে লাইফ গার্ড সার্ভিস প্রশংসিত এবং বিষয়টি গুরুত্বপূর্ণ। সৈকতে একটি পাবলিক সুইমিংপুল স্থাপনের উদ্যোগ নেবেন এবং সী নেটিং বিষয়ে বিবেচনা করবেন বলেও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, কক্সবাজারকে নিরাপদ ও বিশ্বমানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।
সীসেফ গার্ড সমুদ্রে জীবন বাঁচানোর ১০ উদযাপন উপলক্ষে কক্সবাজার সৈকতে 'পানিতে ডুবা প্রতিরোধ দিবস উদযাপন' করা হয়। বৃহষ্পতিবার বিকেলে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এ উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচী। আয়োজন করা হয় এক আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
জেলা প্রশাসক বলেন, পর্য়টকদের মাঝে সচেতনতা সৃষ্টির ব্যবস্থা নেয়া হবে এবং সীসেফ গার্ডদের ফান্ড সৃষ্টির ব্যাপারে তিনি অনুষ্ঠানে বসেই ইউএনএইচসিআরের সাথে কথা বলে ব্যবস্থা করেদেন। লাইফ গার্ড ও পর্যটকদের সাথে যোগায়োগ ও পানিতে ডুবেযাওয়া মানুষের চিকিৎসার জন্য ও সৈকতের কাছাকাছি করা য়ায় মত উদ্যোগ নেবেন বলেও তিনি জানান।
অনুষ্ঠানে ট্যুরিষ্ট পুলিশের এসপি আল আসাদ মাহফুজুল ইসলাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন গোটা বিশ্বজগতটাকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে তৈরী করেছেন। তাই পৃথিবীর কোন অংশে কোন অঘটন হলে অন্য যায়গায় তার প্রতিক্রিয়া দেখা যায়। তিনি বলেন, অত্যন্ত আন্তরিকতার সাথে ট্যুরিষ্ট পুলিশ কাজ করে যাচ্ছে। তিনি কমিউনিটির সকল স্টেকহোল্ডারদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সমাজকে এগিয়ে নেয়ার আহবান জানা।
সিআইপিআরবি'র অতিরিক্ত নির্বাহী পরিচালক ড. আমিনুর রহমান বলেন, কক্সবাজারের পর্যটন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ক্ষেত্রে ১২০ কিলোমিটার সৈকতের ভূমিকা অনেক বেশি। দেশী বিদেশী পর্যটকরা কক্সবাজার ভ্রমনে আসেন। তাই কক্সবাজার সৈকতকে নিরাপদ রাখা অত্যন্ত জরুরী। কারণ এখানকার দুর্ঘটনার সলবাদগুলো প্রচার হলে পর্যটনে বিরূপ প্রভাব পড়তে পারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সীবিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব
রায়হান উদ্দিন আহমদ,হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার, ইন্জিনিয়ার নাসিফ আফসান, রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি কামরুল ইসলাম। টুরওনার্স নেতৃবৃন্দ যতাক্রমে মিজানুর রহমান মিলকি, টুয়াক উপদেষ্টা আনোয়ার কামাল, মুকিম খান, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ নুরুল আলম রনি, আসাব উদ্দৌলাহ আশেক।
অনুষ্ঠানে সেইফ গার্ড লিডার সাইফুল্লাহ সিফাত তার গত ১০ বছরের সাগরে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারের অভিগজ্ঞতার কথা বর্ণনা দেন। তিনি বলেন, গত ১০ বছরে ৭২৬ জন পর্যটকদের জীবীত উদ্ধার করা গেলেও ১২ জন পর্যটক প্রাণ হারিয়েছেন বলে জানান।
জানা গেছে, প্রতিবছর দেশে পানিতে ডুবে ১৯ হাজার মত মানুষ মারা যায়। এর মধ্যে কক্সবাজার সাগরে ডুবে মারা যাওয়ার বিষয়টি অন্যতম।
প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান বলেন, আগামী ডিসেম্বরে সীসেইফ গার্ডের ফান্ড শেষ হয়ে যাওয়ার বিষয়টি একটি দুঃসংবাদ বলা যায়। তিনি বীচ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এর ফান্ড সৃষ্টি করে এই প্রকল্প অব্যাহত রাখার প্রস্তাব করেন। এছাড়াও তিনি সাগরে সুনির্দিষ্ট সুইমিং জোন করারও দাবী জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের সংঘাত স্থায়ী ক্ষতের সৃষ্টি করবে : আইএমএফ
নির্বাচনে অংশ নিতে ১২ কোটি টাকা দিতে চেয়েছিল হাসিনা : ভিপি নূর
চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ দুইজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা
রাজনৈতিক ভিন্ন মতের কেউ হামলা, মামলার শিকার হবে না : ভিপি নূর
যশোরে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
জার্মানে সব ইরানি কনস্যুলেট বন্ধ করার ঘোষণা
যশোরে ডিলার আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ৩১২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার
সাবিনাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দিলেন ক্রীড়া উপদেষ্টা
ইলন মাস্ককে তলব করলেন মার্কিন আদালত
হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল
লুইস ঝড়ের কবলে ইংল্যান্ড
আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি
গাজায় ইসরাইলি হামলায় আরো ১০০ ফিলিস্তিনি নিহত, লেবাননে ৪৫
স্পেনে আকস্মিক বন্যায় নিহত ছাড়িয়েছে দেড়শ
সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তার
প্রায় ৪ হাজার বছর আগের হারিয়ে যাওয়া শহরের সন্ধান সউদীতে
মার্কিন নির্বাচন ২০২৪ : জয় পরাজয় সমীকরণ পালটে দিতে পারে বিশ্ব পরিস্থিতি
ইসরাইলে প্রতিশোধমূলক হামলার জবাব দিতে খামেনির নির্দেশ
অমিত শাহকে অভিযুক্ত করলেন কানাডার মন্ত্রী, কোনপথে দ্বিপাক্ষিক সম্পর্ক?
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন