ডুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন
০৭ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
ঢাকা কৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর- এ তিন দিনব্যাপী রিসেন্ট ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেকচার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইআইসিএএসডি- ২০২৪ ইং) বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ কনফারেন্সের উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শওকত ওসমান।
সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘এই কনফারেন্সটি সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার বিষয়ে টেকসই অনুশীলনকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। কনফারেন্সটির মাধ্যমে গবেষণার ক্ষেত্রে আমাদের যে সব চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো থেকে ধারণা নিয়ে গবেষণার ক্ষেত্রে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রয়োগে আপনারা অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তন, নগরায়ন এবং সম্পদ হ্রাসের মতো বিষয়গুলোর কার্যকর সমাধান বের করে বিশ্বের সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারের অবকাঠামোগুলোর ক্ষেত্রে যে নতুন নতুন উদ্ভাবনসহ পরিবর্তন ঘটছে, সেগুলো কেবল কার্যকরী এবং মজবুত নয় বরং পরিবেশবান্ধব ও টেকসই হতে হবে।’
তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রাক্কালে ও পঞ্চম শিল্প বিপ্লব আবির্ভাবের সময় এ ধরণের আন্তর্জাতিক সম্মেলন থেকে নতুন নতুন গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের প্লাটফর্ম তৈরির মাধ্যমে বাংলাদেশে একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার ক্ষেত্রে একাডেমিয়া, শিল্প উদ্যোক্তা, নীতি—নির্ধারক ও সংশ্লিষ্ট সকলকে অনুপ্রেরণা যোগাবে। তিনি আরো বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, এই আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিশিষ্ট আমন্ত্রিত বক্তা এবং গবেষকদের উপস্থাপনা এবং আলোচনা অদূর ভবিষ্যতে আমাদের দেশে প্রকৌশল এবং প্রযুক্তি শিক্ষাকে উন্নত করবে।
উপ—উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও টেকসই উন্নয়ন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ ইস্যু।
কনফারেন্সে কী নোট স্পিকার হিসেবে ছিলেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইউওয়া তাকাহাসি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)—এর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. আইনুন নিশাত, ইউনিভার্সিটি অব টেকনোলজি ব্রুনাই—এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানে কো—চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আকরামুল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন, অধ্যাপক ড. মো. আব্দুস সালাম ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বায়েজিদ ইসমাইল চৌধুরী।
উল্লেখ্য, বিশ্বব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও টেকসই উন্নয়ন বিষয়ে সাম্প্রতিক উদ্ভাবন ও গবেষণা নিয়ে শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ও নীতি—নির্ধারকদের মধ্যে মতবিনিময় এবং কর্মপন্থা নির্ধারণই এ কনফারেন্সের উদ্দেশ্য। তিনদিন ব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে বিভিন্ন বিষয়ে ৭টি কী—নোট স্পিচ, ১১২টিরও বেশি টেকনিক্যাল পেপার ইত্যাদি বিষয় উপস্থাপিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তাসনিম নিশাত ঐশী ও আর্কিটেকচার বিভাগের প্রভাষক সুনিলা বিনতে আহসান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ