আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
০৩ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১০ এএম
মার্কিন সেনাবাহিনীর সাবেক এক সেনা ইসলামিক স্টেটের (আইএস) পতাকা উড়িয়ে চলন্ত পিকআপ ট্রাক নিয়ে নতুন বছরের প্রথমদিনে নিউ অরলিন্সের ফ্রেঞ্চ কোয়ার্টারে লোকজনের ভিড়ে হামলা চালিয়েছে, এতে ১৫ জন নিহত ও আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। এ হামলা চালাতে তাকে আরও কেউ সহায়তা করে থাকতে পারেন বলে সন্দেহ মার্কিন কর্মকর্তাদের। হামলাকারীকে শামসুদ্দিন জব্বার (৪২) বলে শনাক্ত করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক, থাকতেন টেক্সাসে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর হয়ে যুদ্ধ করা জব্বার ঘটনার পর পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন, জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের স্থানীয় সময় বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিট ও খালের সংযোগস্থলে কাছে হামলার এ ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে দুইজন পুলিশ কর্মকর্তাও আছেন। তারা সন্দেহভাজনের গুলিতে আহত হয়েছেন। বোরবন স্ট্রিট এলাকাটি একটি ঐতিহাসিক জনপ্রিয় পর্যটন গন্তব্য যেটি এর পানশালা ও সঙ্গীতের জন্য বহুল পরিচিত। ঘটনার সময় লোকজন সেখানে নতুন বছর উদযাপন করছিলেন। এ হামলার ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও ধরা হবে বলে প্রত্যয় জানিয়েছে পুলিশ ও রাজনৈতিক নেতারা। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই জানিয়েছে, পুলিশ গাড়ির ভেতরে অস্ত্র ও সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পেয়েছে, এর পাশাপাশি ফ্রেঞ্চ কোয়ার্টারেও দু’টি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। হামলাকারী পিকআপটি ভাড়া করে এনেছিল। গাড়িটির পেছনে এক স্ট্র্যান্ডে আইএসের একটি পতাকা টাঙানো ছিল। ওই পতাকার কারণে এ হামলার সঙ্গে সন্ত্রাসী সংগঠনগুলোর সংযোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। এফবিআইয়ের অ্যাসিসটেন্ট স্পেশাল এজেন্ট ইন চার্জ অ্যালেথিয়া ডানকেন সাংবাদিকদের বলেছেন, “জব্বার একই দায়ী আমরা এমনটি বিশ্বাস করি না। তার জানা পরিচিত জনদেরসহ আমরা হন্য হয়ে প্রত্যেকটি দিক তদন্ত করে দেখছি। তদন্তকারীরা বেশ কয়েকজন সন্দেহভাজনের বিষয়ে খোঁজখবর নিচ্ছে।” এই তদন্তের বিষয়ে জ্ঞাত কর্মকতাদের উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন জব্বার রেকর্ডকৃত কয়েকটি ভিডিওতে আইএস এ যোগ দেওয়া তার স্বপ্ন বলে উল্লেখ করেছে আর বিয়ে বিচ্ছেদ হওয়ার পর তার পরিবারকে হত্যা করার ভাবছে বলে জানিয়েছে। সরকারি রেকর্ডপত্রে দেখা গেছে, জব্বার হিউস্টনে একটি রিয়েল স্টেট কোম্পানিতে কাজ করতো। চার বছর আগে সামাজিক মাধ্যমে পোস্ট করা এক প্রচারমূলক ভিডিওতে জব্বার জানিয়েছেন, তিনি বিউমন্ট শহরে জন্মগ্রহণ করেন আর সেখানেই বড় হন। তিনি ১০ বছর মার্কিন সামরিক বাহিনীতে মানব সম্পদ ও আইটি বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন। টেক্সাসের হিউস্টন শহর থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্ব দিকের একটি শহর বিউমন্ট। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, জব্বার ২০০৭ এর মার্চ থেকে জানুয়ারি, ২০১৫ পর্যন্ত সেনাবাহিনীর নিয়মিত সদস্য ছিল। রয়টার্স, সিএনএন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের হোঁচট
টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সিটির
রিকেলটনের মহাকাব্যিক ইনিংস,রান পাহাড়ের চাপে পাকিস্তান
রহমতের লড়াকু সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে আফগানিস্তান
আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
আটঘরিয়ায় প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
আরব বসন্ত থেকে বাংলাদেশ: স্বৈরাচার মুক্ত নতুন ব্যবস্থার সন্ধানে
৫০০ হজ কোটা বহাল রাখতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা
ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে পূর্ণাঙ্গ সিরিজ
পাওনা টাকা ফেরত দিতে বিলম্ব যাওয়ায় পাওনাদার টাকা ফেরত নিতে না চাওয়া প্রসঙ্গে।
‘রাষ্ট্র সংস্কার শেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন দিতে হবে’
শীতে পশু-পাখিদের যত্ন
মানব পাচার রোধ করতে হবে
মজলুমের বিজয় ও জালেমের পরাজয় অবধারিত
বিনিয়োগ বাড়ানোর কার্যকর পদক্ষেপ নিতে হবে
১১৬ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু
লাদাখে দুই প্রশাসনিক অঞ্চল তৈরী চীনের
চিনির নিম্নমুখী বাজারে বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম
মার্কিন শপিং সেন্টারে প্রাণ গেল ৫ শতাধিক প্রাণীর
জাতীয় ঐক্য এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন: মির্জা ফখরুল