সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২, আহত-১
০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক বাঁধন(১৮) ও আরোহী রাতুল(২৫) নামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার(৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ র্দুঘটনা ঘটে। নিহত-বাঁধন উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মো.নুর হোসেনের ছেলে,রাতুল(২৫) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত.বীরমুক্তিযোদ্ধা পাংকু মিয়ার ছেলে। আহত-লাদেন হোসেন(১৭) উপজেলা তালেবপুর ইউনিয়নের রকেট দেওয়ান ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়,সিংগাইর এলাকা হতে ঢাকা মেট্রো-ড-১১-৭৯১৩ নাম্বার ট্রাকটি উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক বাঁধনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অপর ২ মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষনা করেন। লাদেন হোসেনের অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে সোর্পদ করেন। ট্রাক ড্রাইভারের বাড়ি একই এলাকার রসূলপুর গ্রামের হাসেমের ছেলে সোহেল(২৫)।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় ট্রাকসহ ড্রাইভার আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও