আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না সুপ্রিম কোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠানের স্বীকৃতি পাবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত জানাল না ভারতের শীর্ষ আদালত। তবে পাঁচ দশকের বেশি সময় আগে ১৯৬৭ সালে সুপ্রিম কোর্টের দেয়া রায় খারিজ করে দিয়েছে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ অবশ্য রায় দিতে গিয়ে দ্বিধাবিভক্ত হয়েছে। চার বিচারপতি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়কে সংখ্যালঘু প্রতিষ্ঠান হিসাবে মর্যাদার পক্ষে রায় দিয়েছেন। বাকি তিন বিচারপতি ভিন্ন মত পোষণ করেছেন। একই সঙ্গে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, কোনও প্রতিষ্ঠান সংখ্যালঘু তকমা পাবে কিনা তার মানদণ্ড স্থির করবে তিন বিচারপতির বেঞ্চ।
১৯৬৭ সালে সুপ্রিম কোর্টের রায়েই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা হারিয়েছিল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ১৪ বছর বাদে ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্রী ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে দিয়েছিল। ২০১৬ সালে এলাহাবাদ হাইকোর্ট ১৯৮১ সালের সংশোধনীকে ‘অসাংবিধানিক’ বলে রায় দেয়। হাইকোর্টের বক্তব্য ছিল, কেন্দ্রীয় সরকারের একটি শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যালঘু সংস্থার মর্যাদা পেতে পারে না। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা।
শীর্ষ আদালতে মামলার শুনানিতে মোদি সরকারের তরফে জানানো হয়, তারা ১৯৮১ সালে কংগ্রেস সরকারের পাশ করানো সংশোধনী বাতিল করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নিতে চায়। কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা তার সওয়ালে বলেন, ‘১৮৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রাক-স্বাধীনতা যুগেও জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল। তাই তাকে কেবলমাত্র সংখ্যালঘুদের জন্য বলা যেতে পারে না।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ