আরিচা-কাজিরহাট নৌরুট: ফেরি চালু হলেও কাটছে না শঙ্কা
১৮ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
আরিচা-কাজিরহাট নৌরুটে ৪৩ ঘণ্টা পর পরীক্ষা মুলকভাবে ফেরি চলু হলেও ডুবে চরে আটকে যাওয়া এবং নির্দিষ্ট চ্যানেল দিয়ে ফেরি চলাচল করতে না পাড়ায় এখনও আশংকা কাটেনি।এ পরিস্থিতিতে যে কোন সময় আবারও ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি'র আরিচা আঞ্চলিক কার্যালয় সুত্রে জানা গেছে, সোমবার(১৮ নভেম্বর)বেলা ১টায় আরিচা ঘাটের অদুরে ড্রেজিংকৃত মুল চ্যানেলের উজানে প্রকৃতির সৃষ্টি বিকল্প একটি চ্যানেল দিয়ে আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামুলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়। এসময় ১৩টি যানবাহন বোঝাই করে ফেরি শাহ আলী এবং বেলা ২টায় ফেরি খানজাহান আলী পরিক্ষামুলভাবে আরিচা থেকে কাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।এসময় ফেরি খানজাহান আলী আরিচা ঘাটের অদুরে চ্যানেলের মাথায় ডুবোচরে আটকে যায়। অনেক চেষ্টার পর ফেরিটি ডুবোচর থেকে নামিয়ে আবার কাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ দু’টি ফেরি কোন মতে কাজিরহাট পৌছালেও চ্যানেলে আটকে যায় ফেরি ধানসিড়ি। এ ফেরিটি বেলা সোয়া ৩টায় যানবাহন বোঝাই করে আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে উক্ত চ্যানেলের মাথায় আটকে যায়। বেলা সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত ফেরিটি ডুবোচর থেকে নামানো সম্ভর হয়নি।উক্ত নৌচ্যানেলে নাব্যতা সংকটের উন্নতি না হলে এবং দফায় দফায় ফেরি আটকে গেলে বা ডুবোচরে এভাবে ধাক্কা খাওয়া অব্যাহত থাকলে আবারো যে কোন সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে বিআইডব্লিউটিসি’র অারিচা অফিস জানিয়েছে।এমতাবস্থায় পরিকল্পিতভাবে ড্রেজিং কার্যক্রম আরো জোরদারের দাবী জানিয়েছেন ফেরি কর্তৃপক্ষ।
এদিকে ফেরি সার্ভিস বন্ধ থাকায় ফেরি পার হতে আসা ট্রাক চালকদেরকে দু’/তিন দিন করে অপেক্ষায় থাকতে হচ্ছে।ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এসব ট্রাকচালকদেরকে।এরা বাড়তি খরচসহ ঘাট এলাকায় চরম নিরাপত্তাহীনতাও ভুগছে। রাতের বেলা ঘাট এলাকায় অনেকের টাকা-পয়সা ও মোবাইল সেট খোয়া যাচ্ছে।
ট্রাক চালক হামিদ আলী জানান, তিনি গত দুই দিন ধরে নারায়নগঞ্জ থেকে আরিচা ঘাটে আসেন। ফেরি বন্ধ থাকায় সোমবার সকালেও ফেরি পার হতে পারেন নি।টার্মিনালে গাড়ি রেখে বসে বসে সময় কাটাচ্ছেন। এদিকে তার মহাজন ফোনের পর ফোন দিচ্ছেন বলে জানান তিনি।
ট্রাক চালক ওমর শেখ জানান, তিনি গত শনিবার রাতে আরিচা ঘাটে আসেন রাজশাহী যাওয়ার জন্য। কিন্তু ফেরি বন্ধ থাকায় নদী পার হতে পারেননি তিনি।রাস্তা উপর গাড়ি রেখে অপেক্ষায় থাকায় গাড়ি থেকে তার মোবাইল সেটটি চুরি হয়ে যায়।এ নিয়ে চরম নিরপত্তাহীনতায় ভুগছেন তারা। কখন ফেরি পার হতে পারবেন তাও তিনি বলেতে পারছেন না।
বিআডব্লিউটিসির আরিচা ঘাটের মনেজার আবু আব্দুল্লাহ বলেন, সোমবার বেলা ১টায় ফেরি শাহ আলী, ২টায় ফেরি খানজাহান আলী এবং বেলা সোয়া ৩টায় ফেরি ধানসিড়ি আরিচা ঘাট থেকে ছেড়ে কাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় ফেরি শাহ আলী কোন মতে চ্যানেল অতিক্রম করলেও আটকে যায় ফেরি খান জাহান আলী। এটি স্বল্প সময়ে ডুবোচর থেকে নামানো সম্বব হলেও ধানসিড়ি ফেরিটি দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। এমতাবস্থায় ফেরি চালানু অনেক ঝকিপূর্ণ। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এভাবে ফেরি সার্ভিস চালু রাখা সম্বাব নয়।যে কেনা সময় আবার সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
রেজোয়ানুলকে বিদেশ সফরে পাঠাচ্ছে ধর্ম মন্ত্রণালয় সরকারি অর্থ ব্যয় ঃ কর্মকর্তাদের মাঝে তোলপাড় !
অপরাধ প্রতিরোধ আইনের জমি মালিকরা সুবিচার পাবে: ঢাকা ডিসি
ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু মারা গেছে এলাকায় শোকের ছায়া
মহাখালীতে শিক্ষার্থীদের রেলপথে হামলায় যেভাবে আহত হলেন শিশুসহ কয়েকজন
লালমোহনে বাজার ইজারার দখল নিয়ে বিএনপির দু'গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০
খেলাকে কেন্দ্র করে ছাত্রদলের মারামারি সাংবাদিকসহ আহত ২০, বিচারের দাবীতে মানববন্ধন
অনেক নাটকের পর পাকিস্তানের আপৎকালীন কোচ আকিব জাভেদ
চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ
গৌরনদীতে আওয়ামী লীগ নেতার রাইস মিলে অভিযানে গ্রেফতার
চাঁদাবাজি ও দখলদারদের প্রতিহত করতে হবে: রেজাউল করিম
শেখ হাসিনার ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিএনপির সমাবেশ
তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে: যুবদল সভাপতি
সিলেটে সাংবাদিক তুরাব হত্যাকাণ্ডে ৫ দিনের রিমান্ডে কনস্টেবল উজ্জ্বল
আরএমপির তিন থানায় নতুন গাড়ি হস্তান্তর করেন পুলিশ কমিশনার
ভারতীয় চ্যানেল ‘রিপাবলিক বাংলা’র কনটেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
চীনে ইয়াও জাতিগোষ্ঠীর পানওয়াং উৎসব অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপে পর্যটক রাত্রিযাপন সীমিতকরণ ও ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী
খুলনাকে দেশের শ্রেষ্ঠ নগরীতে পরিণত করতে হবে: কেসিসি সচিব
এটা বিপ্লবী সরকার, নির্বাচন দেওয়াটাই শুধু আমাদের কাজ নয়: উপদেষ্টা নাহিদ
ব্রিটেনে নওয়াজ শরীফের পুত্রকে ‘দেউলিয়া’ ঘোষণা