ইবিতে নবীন শিক্ষার্থীদের পর্ণ তারকার অভিনয় করানোর অভিযোগ, ছয় জনকে থানায় সোপর্দ
১৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ এএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:১০ এএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলে র্যাগিং চলা অবস্থায় হাতেনাতে কয়েকজন শিক্ষার্থীকে ধরে সিনিয়র শিক্ষার্থীরা। এসময় অভিযুক্ত ছয় শিক্ষার্থীকে থানা হেফাজতে সোপর্দ করা হয়। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নং কক্ষে এ ঘটনা ঘটে। থানায় সোপর্দকালে উপস্থিত ছিলেন ইবির নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, সহকারী নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জনি, আশরাফ। এছাড়াও ছিলেন ইবি শিবিরের সভাপতি আবু মুসা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তানভীর মাহমুদ মন্ডল, ইয়াশিরুল কবির প্রমুখ।
এসময় ইবি থানার কর্মকর্তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তথ্য সূত্রে, রাত সাড়ে নয়টার দিকে ডাকে অভিযুক্ত শিহান। এসময় তিনি রাকিব এবং সাইমকে নিয়ে সাদ্দাম হলের সামনে আসতে বলে। এরপর ভুক্তভোগীরা হলের সামনে গেলে তাদেরকে লালন শাহ হলের ৩৩০ নং রুমে ডাকেন। অতঃপর সাইম, রাকিবুল, শামীম, রাকিব, হামজা, তারেক, রিশান, তানভীর এবং মামুনসহ ৩৩০ নং রুমে যায়। একপর্যায়ে চারজনকে রেখে (শামীম, সাইম, রাকিবুল, হামজা) বাকিদের বের করে দেয় অভিযুক্ত সাব্বির এবং সঞ্চয়। এরপর থেকে উক্ত চারজনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এসময় তাদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, এছাড়া একজনকে বড় ভাইকে কল দিয়ে বাজে ভাষা বলানো হয় এবং আরেকজনে নাচাতে বলা হয়৷ এছাড়া এক বন্ধুকে দিয়ে আরেকজনকে গালি দেয়ানো হয়। এরপর হলের আবাসিক শিক্ষার্থী হাসানুল বান্না উপস্থিত হয়ে তাদেরকে হাতেনাতে ধরেন।
এর আগে ১৬ নভেম্বর রাত এগারোটার দিকে বারোজন শিক্ষার্থীকে ক্যাম্পাস পার্শ্ববর্তী সাদী এন্ড হাদী ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়৷ পরে তাদেরকে রাত আড়াই টা পর্যন্ত শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়৷ এসময় কয়েকজন শিক্ষার্থীকে পর্ণ তারকা মিয়া খলিফা ও জনি সিন্সের নাম জিজ্ঞেস করা হয়। এসময় আরেক শিক্ষার্থীকে অঙ্গ নিয়ে বিরূপ মন্তব্য করানো হয়। তিনজনকে দিয়ে অশ্লীল কবিতা পাঠ করানো হয়৷ এছাড়া দুইজনকে (সাইম, রাকিব) দিয়ে পর্ণ তারকার অভিনয় করা হয়৷ এছাড়াও একজনকে প্রায় ত্রিশ মিনিটের উপরে সমকামী চরিত্রেও অভিনয় করার অভিযোগ তুলেছে ভুক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন অভিযুক্ত আট শিক্ষার্থী।
এদিকে র্যাগিং চলা অবস্থায় হাতেনাতে ধরা দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের হাসানুল বান্না অলি বলেন, আমার কাছে একটা কল আসে, হলের ৩৩০ নং রুমে র্যাগিং চলতেছে। আমি সেখানে গিয়ে দেখি, সাব্বির এবং সঞ্জয় বড়ুয়া দুজন মিলে ওদেরকে র্যাগ দিচ্ছে। পরে আমাকে দেখে ওরা চলে আসে। পরে ঘটনা জিগ্যেস করলে তারা অস্বীকার করে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীদের কয়েকজন বন্ধু ঘটনাস্থলে পৌঁছালে তারা সত্যতা নিশ্চিত করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্তদের থানায় পুলিশী হেফাজতে সোপর্দ করা হয়।
এদিকে অভিযুক্ত শরীফ শেহান বলেন, আমি হলের কক্ষে ছিলাম না৷ পরে আমাকে ডাকা হয়। এসময় ভিতরে গিয়ে বান্না ভাইকে দেখতে পাই৷ এর আগে গতদিন মেসে জুনিয়রদের সাথে বসেছিলাম। ওদিন ভিসি স্যারের নাম, প্রক্টর স্যারের নাম, বিভাগের নাম জিজ্ঞেস করা হয়। এসময় কেউ না পারলে তাকে ধমকও দেওয়া হয়। তবে এসময় তিনি গতদিনে মেসের ঘটনার কিছুটা সত্যতা রয়েছে বলেও জানান৷
অভিযুক্ত শরিফুল ইসলাম লিমন প্রথমে ঘটনার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তী স্বীকার করে বলেন, র্যাগিংয়ের ঘটনায় আমি উপস্থিত ছিলাম। এছাড়াও স্বীকার করে বলেন ওই সময়ে শফিউল্লাহ, শরীফ শেখ শেহান, কান্ত বড়ুয়া, সাব্বির হোসেন, সঞ্চয় বড়ুয়া, মুকুল, তরিকুল সেখানে ছিলেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ছাত্র-জনতার ওপর গুলি করা পুলিশ সদস্যের তালিকা হচ্ছে
আয়ারল্যান্ড সিরিজে অভিজ্ঞদের দলে ফেরাল বাংলাদেশ
হংকংয়ের গণতন্ত্রপন্থী শীর্ষ নেতাদের কারাদণ্ড
হেমন্তের শেষভাগেও বরিশালে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ওপরে : কৃষি ও জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব অব্যাহত
কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে
ঢাকায় হিপহপের ঝলক দেখালেন র্যাপার টাইগা ট্রিস
মুরাদের হ্যাটট্রিক, বোলিং অনুশীলন হলো ভালোই
গারো পাহাড়ের চাঞ্চল্যকর সোহেল হত্যা মামলায় ৩ জন গ্রেপ্তার
বিতর্কিত এনজিও-নেত্রীদের দিয়ে নারী সংস্কার কমিশন গঠন: ব্যাপক সমালোচনা
সাদপন্থীদের সড়কে অবস্থান : রাজধানীতে তীব্র যানজট
মুখ ঢেকে রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
ইমরান খানের ‘শেষ ডাক’’,আগামী দুইমাস ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
চট্টগ্রামে পালানো হাসিনার বিরুদ্ধে আরেক মামলা
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নতুন চেয়ারম্যান হলেন শাহীন সুলতানা
জি-২০ শীর্ষ সম্মেলনে গিয়ে অসুস্থ প্যারাগুয়ের প্রেসিডেন্ট, হাসপাতালে ভর্তি
ইসরাইলি বর্বর হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি
মধুপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে
জিন্স প্যান্ট কতদিন পর পর ধোয়া উচিত?
যশোরে ফেসবুক প্রেম, তারপর বিয়ে করে বিদেশে সংসার করার প্রলোভনে ১০ লাখ টাকা খুইয়েছেন এক নারী